হাশিমপুর ইউনিয়ন
হাশিমপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
হাশিমপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() হাশিমপুর | |
স্থানাঙ্ক: ২২°১২′৩৬″ উত্তর ৯২°১′৫৭″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | চন্দনাইশ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আলমগীরুল ইসলাম চৌধুরী |
আয়তন | |
• মোট | ২৭.৬৬ কিমি২ (১০.৬৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৭,০৬৭ |
• জনঘনত্ব | ৯৮০/কিমি২ (২৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৭.৯৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮১ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
হাশিমপুর ইউনিয়নের আয়তন ৬৮৩৫ একর (২৭.৬৬ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী হাশিমপুর ইউনিয়নের লোকসংখ্যা ২৭,০৬৭ জন। এর মধ্যে পুরুষ ১৩,৯০৪ জন এবং মহিলা ১৩,১৬৩ জন।[1]
অবস্থান ও সীমানা
চন্দনাইশ উপজেলার মধ্যভাগে হাশিমপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কাঞ্চনাবাদ ইউনিয়ন; পশ্চিমে চন্দনাইশ পৌরসভা ও সাতবাড়িয়া ইউনিয়ন; দক্ষিণে দোহাজারী পৌরসভা এবং পূর্বে দোহাজারী পৌরসভা, ধোপাছড়ি ইউনিয়ন ও কাঞ্চনাবাদ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
হাশিমপুর ইউনিয়ন চন্দনাইশ উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর হাশিমপুর |
২নং ওয়ার্ড | উত্তর হাশিমপুর |
৩নং ওয়ার্ড | উত্তর হাশিমপুর |
৪নং ওয়ার্ড | মধ্যম হাশিমপুর |
৫নং ওয়ার্ড | মধ্যম হাশিমপুর |
৬নং ওয়ার্ড | দক্ষিণ হাশিমপুর |
৭নং ওয়ার্ড | দক্ষিণ হাশিমপুর |
৮নং ওয়ার্ড | দক্ষিণ হাশিমপুর |
৯নং ওয়ার্ড | দক্ষিণ হাশিমপুর |
ইতিহাস
হাশিমপুর ইউনিয়ন পূর্বে পটিয়া উপজেলাধীন ২৩নং হাশিমপুর ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল। বর্তমানে চন্দনাইশ উপজেলাধীন ৮নং হাশিমপুর ইউনিয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত।
শিক্ষা ব্যবস্থা
হাশিমপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৭.৯৫%।[1] এ ইউনিয়নে ২টি মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- হাশিমপুর মকবুলিয়া ফাজিল মাদ্রাসা
- দক্ষিণ হাশিমপুর ভাণ্ডারীপাড়া হাজী মোহাম্মদ খলিল বদিউজ্জামান দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- হাশিমপুর মনির আহমদ কামাল উদ্দীন উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোদারকুল আলতাজ খাঁনম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী মোহাম্মদ খলিল বদিউজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাশিমপুর জাতীয় তরুণ সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- মর্নিং সান কিন্ডারগার্টেন স্কুল
- মোজাহের পাড়া ব্র্যাক স্কুল
যোগাযোগ ব্যবস্থা
হাশিমপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া এ ইউনিয়নে রেল যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। চট্টগ্রাম-দোহাজারী রেলপথ। খানহাট স্টেশন ও হাশিমপুর স্টেশন হল দুইটি রেলস্টেশন।
ধর্মীয় উপাসনালয়
হাশিমপুর ইউনিয়নে ৩৫টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।
খাল ও নদী
হাশিমপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বরুমতি খাল।[7]
হাট-বাজার
হাশিমপুর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল
১ / খানহাট, গাছবাড়িয়া।
২/ বাগিচা হাট, হাশিমপুর।
৩/ ছৈয়দাবাদ পাইকারি বাজার, খাঁনহাট রেলওয়ে স্টেশন।
দর্শনীয় স্থান
- হাশিমপুর বাগিচাহাটস্থ কদম রাসূল (দ.) শরীফ
- খানদীঘি
- বরগুনী খালের বাঁধ
- আলি শাহ মাজার
- ফার্ম ( পাহাড়ি এলাকা)
- বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ কোরের প্রশিক্ষণ
কৃতী ব্যক্তিত্ব
- আবদুল জব্বার চৌধুরী –– উপজেলা চেয়ারম্যান।
- আবদুল কৈয়ুম চৌধুরী - - তরুন শিল্পপতি ও রাজনীতিবিদ।
- মোক্তার আহমদ চৌধুরী -- বিশিষ্ট ব্যাংকার ও রাজনীতিবিদ।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: আলমগীরুল ইসলাম চৌধুরী[10]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | শামস উদ্দীন | ১৯৮৩-১৯৮৮ |
০২ | আবদুল মান্নান | ১৯৮৮-১৯৯৮ |
০৩ | আলমগীরুল ইসলাম চৌধুরী | ১৯৯৮-২০০৩ |
০৪ | অধ্যাপক মোহাম্মদ আলী | ২০০৩-২০১২ |
০৫ | আলমগীরুল ইসলাম চৌধুরী | ২০১৬-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "চন্দনাইশ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd।
- "মাদ্রাসা - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭।
- "মাধ্যমিকবিদ্যালয় - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41110&union=08%5B%5D
- "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd।
- "খাল ও নদী - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd।
- "দর্শনীয়স্থান - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd।
- "প্রখ্যাত ব্যক্তিত্ব - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd।
- "আলমগীরুল ইসলাম চৌধুরী - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd।
- "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd।