মায়ানী ইউনিয়ন
মায়ানী বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
মায়ানী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() মায়ানী | |
স্থানাঙ্ক: ২২°৪৩′৫৮″ উত্তর ৯১°৩৩′৫০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | মীরসরাই উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | কবির আহমদ নিজামী |
আয়তন | |
• মোট | ১৮.৫৮ কিমি২ (৭.১৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৪,৫০০ |
• জনঘনত্ব | ১৩০০/কিমি২ (৩৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৩.৫৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩২১ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
মায়ানী ইউনিয়নের আয়তন ৪৫৯০ একর[1] (১৮.৫৮ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মায়ানী ইউনিয়নের লোকসংখ্যা ২৪,৫০০ জন। এর মধ্যে পুরুষ ১১,৯৫৮ জন এবং মহিলা ১২,৫৪২ জন।[2]
অবস্থান ও সীমানা
মীরসরাই উপজেলার দক্ষিণ-মধ্যাংশে মায়ানী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে খৈয়াছড়া ইউনিয়ন, দক্ষিণে ও পশ্চিমে সাহেরখালী ইউনিয়ন এবং উত্তরে মীরসরাই পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
মায়ানী ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি সৈদালী এবং মায়ানী এ ২টি মৌজায় বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | সৈদালী |
২নং ওয়ার্ড | পূর্ব মায়ানী (আংশিক) |
৩নং ওয়ার্ড | পূর্ব মায়ানী (আংশিক) |
৪নং ওয়ার্ড | বড়ুয়া পাড়া |
৫নং ওয়ার্ড | মধ্যম মায়ানী (আংশিক) |
৬নং ওয়ার্ড | মধ্যম মায়ানী (আংশিক) |
৭নং ওয়ার্ড | পশ্চিম মায়ানী (আংশিক) |
৮নং ওয়ার্ড | পশ্চিম মায়ানী (আংশিক) |
৯নং ওয়ার্ড | পশ্চিম মায়ানী (আংশিক) |
শিক্ষা ব্যবস্থা
মায়ানী ইউনিয়নে সাক্ষরতার হার ৫৩.৫৯%।[1] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- আবু তোরাব উচ্চ বিদ্যালয়
- পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়
- মাজেদা হক উচ্চ বিদ্যালয়
- শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এস এম হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মায়ানী শহীদ কামাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মায়ানী হাজীপাড়া নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব মায়ানী জানমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব মায়ানী শহীদ আবুল কালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব মায়ানী সোলায়মান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য মায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মায়ানী বগলা কুমার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোল্লাপাড়া হক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শফিউল আলম আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহ আবদুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সৈদালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
মায়ানী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মীরসরাই-মায়ানী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
মায়ানী ইউনিয়নে ২০টি মসজিদ[5], ৮টি ঈদগাহ[6], ৭টি মন্দির ও ৪টি প্যাগোডা[7] রয়েছে।
খাল ও নদী
মায়ানী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাহেরখালী খাল, পূর্ব মায়ানী খাল, ছাগলখাইয়া খাল এবং সৈদালী খাল।[8]
হাট-বাজার
মায়ানী ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল আনন্দর হাট বাজার, কৈলাশগঞ্জ বাজার, পূর্ব মায়ানী ভোরের বাজার এবং বড়ুয়াপাড়া ভেরেংতলী বাজার।[9]
দর্শনীয় স্থান
- স্মৃতি স্তম্ভ আবেগ
(১১জুলাই'১১ সালে আবুতোরাব-বড়তাকিয়া সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদের স্মরণে নির্মিত)[10]
কৃতী ব্যক্তিত্ব
- দিলীপ বড়ুয়া –– রাজনীতিবিদ।
- মোজাম্মেল হক –– বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: কবির আহমদ নিজামী[11]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং. | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | খোরশেদ আলম ভূঁইয়া | ১৯৭২-১৯৭৭ |
০২ | আব্দুল খালেক নলবী | ১৯৭৭-১৯৮২ |
০৩ | খোরশেদ আলম ভূঁইয়া | ১৯৮২-১৯৯২ |
০৪ | শাহ আলম (ভারপ্রাপ্ত) | ১৯৯২ |
০৫ | আলা উদ্দীন | ১৯৯২-১৯৯৮ |
০৬ | সাহাব উদ্দীন | ১৯৯৮-২০০৩ |
০৭ | মোহাম্মদ মুছা মিয়া | ২০০৩-২০১১ |
০৮ | কবির আহমদ নিজামী | ২০১১-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "মিরসরাই উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- http://mayaniup.chittagong.gov.bd/site/page/6a656bf7-2144-11e7-8f57-286ed488c766/#-গ্রাম-ভিত্তিক-লোকসংখ্যা
- http://mayaniup.chittagong.gov.bd/site/view/high_school/#-উচ্চ-মাধ্যমিক-বিদ্যালয়
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41113&union=31%5B%5D
- http://mayaniup.chittagong.gov.bd/site/page/6a3973a4-2144-11e7-8f57-286ed488c766/#-মসজিদ
- http://mayaniup.chittagong.gov.bd/site/page/6a3974c7-2144-11e7-8f57-286ed488c766/#-ঈদগাহ
- http://mayaniup.chittagong.gov.bd/site/page/6a397173-2144-11e7-8f57-286ed488c766/#-মন্দির
- http://mayaniup.chittagong.gov.bd/site/page/ec491372-2144-11e7-8f57-286ed488c766/#-খাল-ও-নদী
- http://mayaniup.chittagong.gov.bd/site/page/eb3bce65-2144-11e7-8f57-286ed488c766/#-হাট-বাজার
- http://mayaniup.chittagong.gov.bd/site/view/tourist_spot/#-দর্শণীয়-স্থান
- http://mayaniup.chittagong.gov.bd/site/officer_list/181b1c31-2144-11e7-8f57-286ed488c766/#-চেয়ারম্যান-প্রোফাইল
- http://mayaniup.chittagong.gov.bd/site/page/6a644e27-2144-11e7-8f57-286ed488c766/#-ইউনিয়ন-পরিষদের-পূর্বতন-চেয়ারম্যানবৃন্দ