জঙ্গলখাইন ইউনিয়ন

জঙ্গলখাইন বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

জঙ্গলখাইন
ইউনিয়ন
৯নং জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ
জঙ্গলখাইন
বাংলাদেশে জঙ্গলখাইন ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৮′১৩″ উত্তর ৯১°৫৭′১০″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাপটিয়া উপজেলা
সরকার
  চেয়ারম্যানগাজী ইদ্রিস
আয়তন
  মোট৬.৫২ কিমি (২.৫২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৫,৪৪৫
  জনঘনত্ব২৪০০/কিমি (৬১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৬.২৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

জঙ্গলখাইন ইউনিয়নের আয়তন ১৬১১ একর (৬.৫২ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী জঙ্গলখাইন ইউনিয়নের লোকসংখ্যা ১৫,৪৪৫ জন। এর মধ্যে পুরুষ ৭,৮৮৪ জন এবং মহিলা ৭,৫৬১ জন।[2]

অবস্থান ও সীমানা

পটিয়া উপজেলার উত্তর-মধ্যাংশে জঙ্গলখাইন ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ধলঘাট ইউনিয়নহাবিলাসদ্বীপ ইউনিয়ন; পশ্চিমে হাবিলাসদ্বীপ ইউনিয়ন, কুসুমপুরা ইউনিয়নবড়লিয়া ইউনিয়ন; দক্ষিণে কুসুমপুরা ইউনিয়নবড়লিয়া ইউনিয়ন এবং পূর্বে ভাটিখাইন ইউনিয়ন, পটিয়া পৌরসভাদক্ষিণ ভূর্ষি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

জঙ্গলখাইন ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • এয়াকুবদণ্ডী
  • পাইরোল
  • লড়িহরা
  • নাইখাইন
  • ঊনাইনপুরা
  • উজিরপুর
  • জঙ্গলখাইন

[2]

নামকরণ ও ইতিহাস

এ ইউনিয়নে এক সময় প্রচুর গাছপালা বা জঙ্গল ছিল, যা থেকে এ ইউনিয়নের নাম জঙ্গলখাইন। জঙ্গলখাইন ইউনিয়ন এক সময় বড়লিয়ার সাথে একীভূত ছিল। পরবর্তীতে জঙ্গলখাইন ইউনিয়ন থেকে বড়লিয়া ইউনিয়ন পৃথক করা হয়।[3]

শিক্ষা ব্যবস্থা

জঙ্গলখাইন ইউনিয়নের সাক্ষরতার হার ৬৬.২৬%।[1] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

স্কুল এন্ড কলেজ
  • ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজ

[4]

মাধ্যমিক বিদ্যালয়
  • এয়াকুবদণ্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়
  • জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়

[5]

প্রাথমিক বিদ্যালয়
  • ঊনাইনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • এয়াকুবদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জঙ্গলখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাইরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

[6]

যোগাযোগ ব্যবস্থা

জঙ্গলখাইন ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

জঙ্গলখাইন ইউনিয়নে ২২টি মসজিদ ও ৬টি মন্দির রয়েছে।[7]

খাল ও নদী

জঙ্গলখাইন ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ২টি খাল হল চানখালী খাল এবং আলমখালী খাল।[8]

হাট-বাজার

জঙ্গলখাইন ইউনিয়নের প্রধান হাট/বাজার হল আমজুর হাট।[9]

দর্শনীয় স্থান

  • হযরত মোহছেন আলী (রহ.) মাজার শরীফ[10]

কৃতী ব্যক্তিত্ব

  • ড. আবুল কালাম আজাদ – অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
  • ড. ধর্মসেন মহাস্থবীর – বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু।
  • ড. মোহাম্মদ আতাউল হাকিম – গণিতে সর্বপ্রথম ডক্টরেট ডিগ্রী অর্জনকারী।

[11]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: গাজী ইদ্রিস
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মোহাম্মদ মহসিন খান ১৯৭৪-১৯৮৫
০২ ফরিদ আহমদ চৌধুরী (ভারপ্রাপ্ত) ১৯৮৫
০৩ আলহাজ্ব আবদুল হক ১৯৮৫-১৯৮৮
০৪ ফরিদ আহমদ চৌধুরী (ভারপ্রাপ্ত) ১৯৮৮-১৯৯২
০৫ মোহাম্মদ ইউনুচ চৌধুরী ১৯৯২-১৯৯৮
০৬ শাহাদাত হোসেন ফরিদ ১৯৯৮-২০০২
০৭ নূর বক্স (ভারপ্রাপ্ত) ২০০২
০৮ শাহাদাত হোসেন ফরিদ ২০০২-২০০৩
০৯ আবু তালেব ২০০৩-২০০৭
১০ তৌহিদুল আলম (ভারপ্রাপ্ত) ২০০৭-২০১১
১১ সুলতানা রাজিয়া (ভারপ্রাপ্ত) ২০১১
১২ শাহাদাত হোসেন ফরিদ ২০১১-২০১৬
১৩ গাজী ইদ্রিস ২০১৬-বর্তমান

[12]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "পটিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd
  3. "জঙ্গলখাইন ইউনিয়নের ইতিহাস - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd
  4. "কলেজ - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd
  5. "মাধ্যমিকবিদ্যালয় - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41105&union=13%5B%5D
  7. "এক নজরে - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd
  8. "খাল ও নদী - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd
  9. "হাট বাজারের তালিকা - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd
  10. "দর্শনীয়স্থান - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd
  11. "প্রখ্যাত ব্যক্তিত্ব - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd
  12. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.