চট্টগ্রাম-১২
চট্টগ্রাম-১২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৮৯নং আসন।
চট্টগ্রাম-১২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | চট্টগ্রাম জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ২,৮৫,৮৭২ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | সামশুল হক চৌধুরী |
সীমানা
চট্টগ্রাম-১২ আসনটি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | মোহাম্মদ ইদ্রিস | বাংলাদেশ আওয়ামী লীগ[3] | |
১৯৭৯ | শাহাদত হোসেন চৌধুরী | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4] | |
১৯৮৬ | আখতারুজ্জামান চৌধুরী বাবু | জাতীয় পার্টি[5] | |
১৯৮৮ | মুখতার আহমদ | [6] | |
১৯৯১ | আখতারুজ্জামান চৌধুরী বাবু | বাংলাদেশ আওয়ামী লীগ | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | সরওয়ার জামাল নিজাম | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
জুন ১৯৯৬ | সারওয়ার জামাল নিজাম | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২০০১ | সারওয়ার জামাল নিজাম | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২০০৮ | আখতারুজ্জামান চৌধুরী বাবু | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৩ উপ-নির্বাচন | সাইফুজ্জামান চৌধুরী জাভেদ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | সামশুল হক চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৮ | সামশুল হক চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: চট্টগ্রাম-১২[7][8] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | সামশুল হক চৌধুরী | ১২৮,২১৪ | ৯২.৬ | +৩৭.৯ | |
জাতীয় পার্টি (এ) | সিরাজুল ইসলাম চৌধুরী | ১০,১৯৭ | ৭.৪ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১১৮,০১৭ | ৮৫.৩ | +৭৩.৪ | ||
ভোটার উপস্থিতি | ১৩৮,৪১১ | ৫৫.৪ | -৩২.৬ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০১২ সালের নভেম্বরে আখতারুজ্জামান চৌধুরী বাবু মৃত্যুবরণ করেন।[9] ২০১৩ সালের জানুয়ারির উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ নির্বাচিত হন।[10]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: চট্টগ্রাম-১২[11][12][13] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আখতারুজ্জামান চৌধুরী বাবু | ১১০,৯৫১ | ৫৪.৭ | +৯.৩ | ||
বিএনপি | সারওয়ার জামাল নিজাম | ৮৬,৭৫১ | ৪২.৭ | -৮.২ | ||
ইসলামী ফ্রন্ট | এম. এ. মতিন | ৪,৩০৭ | ২.১ | ০.০ | ||
গণফোরাম | উজ্জ্বল ভৌমিক | ৫১৭ | ০.৩ | প্র/না | ||
বিকেএ | রশীদুল হক | ৪২৮ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৪,২০০ | ১১.৯ | +৬.৪ | |||
ভোটার উপস্থিতি | ২০২,৯৫৪ | ৮৮.০ | +১৭.৫ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: চট্টগ্রাম-১২[14] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | সারওয়ার জামাল নিজাম | ৭৬,৪৭৩ | ৫০.৯ | +৩.৬ | |
আওয়ামী লীগ | আখতারুজ্জামান চৌধুরী বাবু | ৬৮,১৮৭ | ৪৫.৪ | +৭.৯ | |
ইসলামী ফ্রন্ট | আব্দু নুর চৌধুরী | ৩,০৮১ | ২.১ | -০.৭ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আব্দুস সাত্তার রনি | ১,৬৮০ | ১.১ | প্র/না | |
স্বতন্ত্র | সৈয়দ জামাল আহম্মেদ | ২২৯ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | আব্দুল হাই | ১৫০ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | আবুল কালাম বকুল | ১৩৩ | ০.১ | প্র/না | |
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি | আলী আহম্মেদ তালুকদার | ১২৮ | ০.১ | প্র/না | |
জাসদ | মোহাম্মদ আবু তাহের | ৯৬ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮,২৮৬ | ৫.৫ | -৪.৩ | ||
ভোটার উপস্থিতি | ১৫০,১৫৭ | ৭০.৫ | +০.১ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চট্টগ্রাম-১২[14] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | সারিয়ার জামাল নিজাম | ৫২,৭৯২ | ৪৭.৩ | +১০.২ | ||
আওয়ামী লীগ | আতাউর রহমান খান কাইসা | ৪১,৯০১ | ৩৭.৫ | -১০.০ | ||
জাতীয় পার্টি (এ) | শাহাদাত হোসেন চৌধুরী | ৮,৯২৬ | ৮.০ | +০.৪ | ||
জামায়াতে ইসলামী | সামসুদ্দীন আহম্মেদ মির্জা | ৪,২১২ | ৩.৮ | +১.০ | ||
ইসলামী ফ্রন্ট | মোহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী | ৩,০৮৪ | ২.৮ | +০.৩ | ||
ন্যাপ (ভাসানী) | নুরুল হক | ২৮১ | ০.৩ | +০.১ | ||
বিকেএ | রশীদুল হক | ২১২ | ০.২ | প্র/না | ||
জাকের পার্টি | চিট্টু সেন বড়ুয়া | ২১২ | ০.২ | -০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১০,৮৯১ | ৯.৮ | -০.৬ | |||
ভোটার উপস্থিতি | ১১১,৬২০ | ৭০.৪ | +২২.৭ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: চট্টগ্রাম-১২[14] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আখতারুজ্জামান চৌধুরী বাবু | ৪২,৯৭৩ | ৪৭.৫ | |||
বিএনপি | মোহাম্মদ লাবির | ৩৩,৫৬৩ | ৩৭.১ | |||
জাতীয় পার্টি (এ) | শাহাদাত হোসেন চৌধুরী | ৬,৮৬১ | ৭.৬ | |||
জামায়াতে ইসলামী | মোহাম্মদ হাসান | ২,৫৬২ | ২.৮ | |||
ইসলামী ফ্রন্ট | মোহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী | ২,২৪৯ | ২.৫ | |||
বাংলাদেশ জনতা পার্টি | আমিনুর রহমান | ৯৮৪ | ১.১ | |||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | আখতার কবির | ৩৯৯ | ০.৪ | |||
জাকের পার্টি | আমির আহমেদ খান | ২৪৯ | ০.৩ | |||
ন্যাপ (ভাসানী) | নুরুল হক | ১৯৯ | ০.২ | |||
স্বতন্ত্র | এ. হক | ১৭১ | ০.২ | |||
জেএসডি | মুখতার আহমদ | ১৪৬ | ০.২ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | আলী আহমদ তালুকদার | ৯৫ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৯,৪১০ | ১০.৪ | ||||
ভোটার উপস্থিতি | ৯০,৪৫১ | ৪৭.৭ | ||||
[[|প্রযোজ্য নয়]] থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Chittagong-12"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "Electoral Area Result Statistics: Chittagong-12"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- "সাংসদ আখতারুজ্জামান বাবু আর নেই"। দৈনিক প্রথম আলো। ৪ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।
- "আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান বিজয়ী"। দৈনিক ইত্তেফাক। ১৮ জানুয়ারি ২০১৩। ৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।
- "পরিসংখ্যান প্রতিবেদন ৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। পৃষ্ঠা ৩২২।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.