নোয়াখালী-২

নোয়াখালী-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নোয়াখালী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৬৯নং আসন।

নোয়াখালী-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলানোয়াখালী জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
নির্বাচকমণ্ডলী২,৭৩,৭৮৮ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদমোরশেদ আলম

সীমানা

নোয়াখালী-২ আসনটি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলার ৩টি ইউনিয়ন (বারগাঁও ইউনিয়ন, নাটেশ্বর ইউনিয়নঅম্বরনগর ইউনিয়ন) নিয়ে গঠিত।[2][3]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ খাজা আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ[4]
১৯৭৯ রফিকুজ্জামান ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল[5]
১৯৮৬ মওদুদ আহমেদ জাতীয় পার্টি[6]
১৯৮৮ মওদুদ আহমেদ জাতীয় পার্টি[7]
১৯৯১ বরকত উল্লাহ বুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দল[8][9]
ফেব্রুয়ারি ১৯৯৬ বরকত উল্লাহ বুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দল[10]
জুন ১৯৯৬ বরকত উল্লাহ বুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দল[8][11]
২০০১ এম এ হাশেম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ জয়নুল আবেদিন ফারুক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ মোরশেদ আলম বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ মোরশেদ আলম বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোরশেদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[12]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: নোয়াখালী-২[13][14][15]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি জয়নুল আবেদিন ফারুক ৮৭,৪৬৩ ৫৫.৯ -৬.৩
আওয়ামী লীগ জামাল উদ্দিন আহমেদ ৬৭,৪৯৭ ৪৩.১ +১৪.৯
জেএসডি নূর ইসলাম ১,০৬৯ ০.৭ প্র/না
বিজেপি মোঃ মমিন উল্লাহ ৪৫২ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৯,৯৬৬ ১২.৮ -২১.১
ভোটার উপস্থিতি ১৫৬,৪৮১ ৮২.৮ +২২.৫
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: নোয়াখালী-২[16]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এমএ হাশেম ১৫৮,৭৩৭ ৬২.২ +১৬.৪
আওয়ামী লীগ এ বি এম জাফর উল্লাহ ৭২,১৩৪ ২৮.২ -১.১
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট এ বি এম হারুনুর রশীদ বাশার ১৯,৭৮২ ৭.৮ প্র/না
জাসদ মোস্তাফিজুর রহমান ২,২৬৬ ০.৯ প্র/না
বিকেএ এ টি এম করিম হোসেন ৮২৫ ০.৩ +০.২
স্বতন্ত্র লায়ন খুরশিদ আলম খসরু ৫৪৬ ০.২ প্র/না
স্বতন্ত্র জহির আহমদ ২৬৩ ০.১ প্র/না
জেপি (মঞ্জু) মীর মোশাররফ হোসেন মিরন ২৪৬ ০.১ প্র/না
ন্যাপ (ভাসানী) এ কে এম গোলাম কবীর ২৩৩ ০.১ -০.১
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি কাজী মোঃ রফিক উল্লাহ ১৫৯ ০.১ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) শ্যামল কান্তি দে ১৩৪ ০.১ প্র/না
স্বতন্ত্র এ এস এম সেলিম ৭৭ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৮৬,৬০৩ ৩৩.৯ +১৭.৪
ভোটার উপস্থিতি ২৫৫,৪০২ ৬০.৩ -০.৭
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নোয়াখালী-২[16]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি বরকত উল্লাহ বুলু ৮৪,৩০৭ ৪৫.৮ +৪.৫
আওয়ামী লীগ এম এ সাত্তার ভূঁইয়া ৫৩,৯৮৭ ২৯.৩ +৫.২
জাতীয় পার্টি (এ) মোর্শেদ আলম ২৭,৩৭৫ ১৪.৯ +৭.৮
জামায়াতে ইসলামী মোঃ নূরুল্লাহ ১৪,৮৯৪ ৮.১ -৫.৯
ইসলামী ঐক্য জোট মোস্তফা আল হোসেনী ২,৬৪৩ ১.৪ প্র/না
ন্যাপ (ভাসানী) এ কে এম গোলাম কবীর ৩৩৯ ০.২ -০.৩
বিকেএ মোঃ সিদ্দিক উল্লাহ ২৬১ ০.১ -২.০
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন এ কে এম কেফায়েতউল্লাহ ২৪৯ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩০,৩২০ ১৬.৫ -০.৭
ভোটার উপস্থিতি ১৮৪,০৫৫ ৬১.০ +২৬.০
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: নোয়াখালী-২[16]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি বরকত উল্লাহ বুলু ৫৩,৬৭১ ৪১.৩
আওয়ামী লীগ মোঃ হানিফ ৩১,৩৫৩ ২৪.১
জামায়াতে ইসলামী আবুল কাশেম ১৮,২৪৮ ১৪.০
জাতীয় পার্টি (এ) গোলাম সারওয়ার ৯,২৫৪ ৭.১
জেএসডি মোস্তাফিজুর রহমান ৬,৮৯৬ ৫.৩
ফ্রিডম পার্টি মোঃ ফারুক ৩,০১৪ ২.৩
বিকেএ মোঃ সিদ্দিক উল্লাহ ২,৬৯৫ ২.১
বাংলাদেশ জনতা পার্টি এম এ বারী ১,৪৬৩ ১.১
জাকের পার্টি এ এম এন আনোয়ার ৮৬৭ ০.৭
ন্যাপ (ভাসানী) এ কে এম গোলাম কবির ৬৮২ ০.৫
ওয়ার্কার্স পার্টি আবুল বাশার ৬০৮ ০.৫
জেএসডি মনির উদ্দিন খন্দকার ৪৮৯ ০.৪
জাতীয় মুক্তি দল নূর মোঃ খান ৩৪৩ ০.৩
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) হোসাইন আহমেদ চৌধুরী ৩১৫ ০.২
বাকশাল মোঃ আজহার উল্লাহ ভূঁইয়া ৮৮ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ২২,৩১৮ ১৭.২
ভোটার উপস্থিতি ১২৯,৯৮৬ ৩৫.০
জাতীয় পার্টি (এ) থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮
  4. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  5. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  8. "বরকত উল্লাহ বুলু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০
  9. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  10. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  11. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  12. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  13. "পরিসংখ্যান প্রতিবেদন ৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। পৃষ্ঠা 25।
  14. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  15. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  16. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.