সিরাজগঞ্জ-৩

সিরাজগঞ্জ-৩ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬৪নং আসন।

সিরাজগঞ্জ-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাসিরাজগঞ্জ জেলা
বিভাগরাজশাহী বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,৬৭,৫২৯ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদআব্দুল আজিজ

সীমানা

সিরাজগঞ্জ-৩ আসনটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা এবং তাড়াশ উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ ইসহাক হোসেন তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৮৮ গাজী আতাউর রহমান জাতীয় সমাজতান্ত্রিক দল[4]
১৯৯১ আবদুল মান্নান তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ আব্দুল মান্নান তালকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৬ আবদুল মান্নান তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ আবদুল মান্নান তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮২০১৪ ইসহাক হোসেন তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ ইসহাক হোসেন তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ উপ-নির্বাচন গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আব্দুল আজিজ বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

ইসহাক হোসেন তালুকদার ২০১৪ সালের অক্টোবরে মারা যান। উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগের ম ম আমজাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রার্থী আক্তারুল ইসলাম মুন্নু মনোনয়নপত্র জমা দিলেও ২২ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন মুন্নুর মনোনয়রপত্র বাতিল ঘোষণা করলে একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[5]

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে ইসহাক হোসেন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[6]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: সিরাজগঞ্জ-৩[7][8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ ইসহাক হোসেন তালুকদার ১৬৪,৭৫২ ৫৯.৫ +১৬.৭
বিএনপি আবদুল মান্নান তালুকদার ১০৯,৫২৫ ৩৯.৫ -১৬.৬
জাকের পার্টি মোঃ আসাদুজ্জামান ১,৯৫৫ ০.৭ প্র/না
জেএসডি মুস্তফা এম. কামাল ৭৭৭ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫৫,২২৭ ১৯.৯ +১৩.৯
ভোটার উপস্থিতি ২৭৭,০০৯ ৯২.৮ +৮.৪
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: সিরাজগঞ্জ-৩[9]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আবদুল মান্নান তালুকদার ১২৭,৭৮০ ৫৬.১ +১১.৬
আওয়ামী লীগ মোহাম্মদ নাসিম ৯৭,৬০৯ ৪২.৮ +০.৩
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ সরদার এ. জলিল ১,৮৩৭ ০.৮ প্র/না
কমিউনিস্ট পার্টি মোঃ ইসমাইল হোসাইন ৫৮৯ ০.৩ প্র/না
স্বতন্ত্র মোহাম্মাদ সেলিম ১২৭ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩০,১৭১ ৬.০ +৪.১
ভোটার উপস্থিতি ২২৭,৯৪২ ৮৪.৪ +৫.৪
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সিরাজগঞ্জ-৩[9]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আবদুল মান্নান তালুকদার ৭৪,১৯২ ৪৪.৫ +৬.৪
আওয়ামী লীগ ইসহাক হোসেন তালুকদার ৭০,৯৭৫ ৪২.৫ +৮.০
জামায়াতে ইসলামী এ. বি. এম. আব্দুস সাত্তার ১৭,৮৪৫ ১০.৭ -১০.২
জাতীয় পার্টি (এ) সরদার এ. জব্বার ২,৩৫৭ ১.৪ প্র/না
ইসলামী ঐক্য জোট মোঃ মুফতি খলিলুর রহমান ১,৫১০ ০.৯ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩,২১৭ ১.৯ -১.৭
ভোটার উপস্থিতি ১৬৬,৮৭৯ ৭৯.০ +২০.৩
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: সিরাজগঞ্জ-৩[9]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আবদুল মান্নান তালুকদার ৪৬,১০১ ৩৮.১
আওয়ামী লীগ ইসহাক হোসেন তালুকদার ৪১,৬৯২ ৩৪.৫
জামায়াতে ইসলামী মাতার রহমান খা ২৫,২৩৪ ২০.৯
জেএসডি গাজী আতাউর রহমান ৫,২৮১ ৪.৪
জাকের পার্টি কাজী শরিফুল আলম ২,৩৬৯ ২.০
ওয়ার্কার্স পার্টি ওহিদুল আলম ২০৫ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৪,৪০৯ ৩.৬
ভোটার উপস্থিতি ১২০,৮৮২ ৫৮.৭
প্রযোজ্য নয় থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "সিরাজগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনে আ'লীগ প্রার্থী নির্বাচিত"priyo.com। ৩০ নভেম্বর ২০১৪।
  6. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  7. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  8. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.