নওগাঁ-২

নওগাঁ-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নওগাঁ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪৭নং আসন।

নওগাঁ-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলানওগাঁ জেলা
বিভাগরাজশাহী বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,২২,০৩৭ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদশহিদুজ্জামান সরকার

সীমানা

নওগাঁ-২ আসনটি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলাধামইরহাট উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ হুমায়ুন কবীর চৌধুরী জাতীয় পার্টি[3]
১৯৮৮ এসএম নুরুজ্জামান [4]
১৯৯১ শহীদুজ্জামান সরকার বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ শামসুজ্জোহা খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ শামসুজ্জোহা খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ শামসুজ্জোহা খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ শহীদুজ্জামান সরকার বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ শহীদুজ্জামান সরকার বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ শহিদুজ্জামান সরকার বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শহীদুজ্জামান সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[5]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: নওগাঁ-২[6][7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শহীদুজ্জামান সরকার ১৪৯,৪৮০ ৬০.০ +২০.৬
বিএনপি শামসুদ্দোহা খান ৯৭,৭৩২ ৩৯.৩ -১৫.৫
বিকল্পধারা আব্দুর রউফ মান্নান ১,৭৭৪ ০.৭ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫১,৭৪৮ ২০.৮ +৯.৪
ভোটার উপস্থিতি ২৪৮,৯৮৬ ৯৪.৪ +৫.৩
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: নওগাঁ-২[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শামসুদ্দোহা খান ১১২,৮২৭ ৫৪.৮ +১৫.৭
আওয়ামী লীগ শহীদুজ্জামান সরকার ৮৯,৩৭৭ ৪৩.৪ +৮.৯
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট হুমায়ুন কবীর চৌধুরী ৩,২০৯ ১.৬ প্র/না
শ্রমিক কৃষক সমাজবাদী দল সিরাজুল ইসলাম ৩৯১ ০.২ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ২৩,৪৫০ ১১.৪ +৬.৮
ভোটার উপস্থিতি ২০৫,৮০৪ ৮৯.১ +৫.৫
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নওগাঁ-২[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শামসুদ্দোহা খান ৬২,৫৯০ ৩৯.১ +৫.০
আওয়ামী লীগ শহীদুজ্জামান সরকার ৫৫,১৯৯ ৩৪.৫ -৫.৩
জামায়াতে ইসলামী মোহাম্মদ মইনুদ্দীন ২৩,৭৯০ ১৪.৯ -৮.৮
জাতীয় পার্টি (এ) আজিজুর রহমান ১৭,১৭০ ১০.৭ +১০.১
জাকের পার্টি মোহাম্মদ মুরশেদুল আরেফীন ৬৫৭ ০.৪ -০.৪
শ্রমিক কৃষক সমাজবাদী দল সিরাজুল ইসলাম ২৮৮ ০.২ প্র/না
জেএসডি মোহাম্মদ আব্দুল হাকীম ১৯১ ০.১ -০.২
স্বতন্ত্র মোহাম্মদ সুজাউদ্দৌলা ৬৯ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭,৩৯১ ৪.৬ -১.০
ভোটার উপস্থিতি ১৫৯,৯৫৪ ৮৩.৬ +১৩.৪
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: নওগাঁ-২[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শহীদুজ্জামান সরকার ৫১,৩১৭ ৩৯.৮
বিএনপি আব্দুর রউফ মান্নান ৪৪,০৪০ ৩৪.১
জামায়াতে ইসলামী মোহাম্মদ মাওলানা আমান উল্লাহ ৩০,৬৩৭ ২৩.৭
জাকের পার্টি মোহাম্মদ খোরশেদুল আরিফীন ৯৬৩ ০.৮
জাতীয় পার্টি (এ) হুমায়ুন কবীর চৌধুরী ৮১৬ ০.৬
ফ্রিডম পার্টি মোহাম্মদ মজিবার রহমান ৬৬৯ ০.৫
জেএসডি মোহাম্মদ আব্দুস সামাদ ৪০৮ ০.৩
বাংলাদেশ মুসলিম লীগ (আইয়ান উদ্দিন) মোহাম্মদ সাদেকুর রহমান ২১৭ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৭,২৭৭ ৫.৬
ভোটার উপস্থিতি ১২৯,০৬৭ ৭০.২
[[|প্রযোজ্য নয়]] থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.