গাজীপুর-৫

গাজীপুর-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি গাজীপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯৮নং আসন।

গাজীপুর-৫
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাগাজীপুর জেলা
বিভাগঢাকা বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,০২,৪৭৮ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদমেহের আফরোজ চুমকি

সীমানা

গাজীপুর-৫ আসনটি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৩৯, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
২০০৮ মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মেহের আফরোজ চুমকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[3]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: গাজীপুর-৫[4][5]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মেহের আফরোজ চুমকি ১২৫,৯০৩ ৬১.৫ প্র/না
বিএনপি একেএম ফজলুল হক মিলন ৭৪,৮৯৯ ৩৬.৬ প্র/না
জাকের পার্টি আ ন ম মনিরুজ্জামান ১,৭১৩ ০.৮ প্র/না
স্বতন্ত্র মোঃ মনির হোসেন ১,২২৯ ০.৬ প্র/না
স্বতন্ত্র রিচার্ড আর ফ্রাসার ৪৬৪ ০.২ প্র/না
কৃষক শ্রমিক জনতা লীগ আতিকুর রহমান ভুইয়া ১৩৭ ০.১ প্র/না
বিজেপি সরওয়ার খান ১০৫ ০.১ প্র/না
গণতান্ত্রিক পার্টি আজিজ উল হক কাঞ্চন ১০৪ ০.১ প্র/না
গণফোরাম আমিন আহমদ আফসারি ৯২ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫১,০০৪ ২৪.৯ প্র/না
ভোটার উপস্থিতি ২০৪,৬৪৬ ৮৯.১ প্র/না
আওয়ামী লীগ জয়ী (নতুন আসন)

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  4. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  5. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.