হবিগঞ্জ-১
হবিগঞ্জ-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩৯নং আসন। এর বর্তমান সাংসদ হলেন বাংলাদেশ আওয়ামী লীগের গাজী মোহাম্মদ শাহনওয়াজ।
হবিগঞ্জ-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | হবিগঞ্জ জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৩,৬৪,৯৭৭ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | গাজী মোহাম্মদ শাহনওয়াজ |
সীমানা
হবিগঞ্জ-১ আসনটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত।[2]
ইতিহাস
১৯৮৪ সালে হবিগঞ্জ-২ নির্বাচনী এলাকা গঠিত হয়, যখন বৃহত্তর সিলেট জেলাকে বিভক্ত করে চারটি নতুন জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ) গঠিত হয়েছিল। এটি পূর্বে সিলেট-১৬ আসন হিসেবে পরিচিত ছিল।
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৮৬ | ইসমত আহমেদ চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ[3] | |
১৯৮৮ | আব্দুল মোক্তাবির | জাতীয় পার্টি[4] | |
১৯৯১ | খলিলুর রহমান চৌধুরী | জাতীয় পার্টি[5] | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | শেখ সজাত মিয়া | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[6] | |
জুন ১৯৯৬ | দেওয়ান ফরিদ গাজী | বাংলাদেশ আওয়ামী লীগ[7] | |
২০০১ | দেওয়ান ফরিদ গাজী | বাংলাদেশ আওয়ামী লীগ[8] | |
২০০৮ | দেওয়ান ফরিদ গাজী | বাংলাদেশ আওয়ামী লীগ[9] | |
২০১১ উপ-নির্বাচন | শেখ সুজাত মিয়া | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২০১৪ | মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০১৮ | গাজী মোহাম্মদ শাহনওয়াজ | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[10]
দেওয়ান ফরিদ গাজী ২০১০ সালের নভেম্বরে মৃত্যুবরণ করেন। জানুয়ারী ২০১১ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মুনিম চৌধুরীকে পরাজিত করে, বিএনপির শেখ সুজাত মিয়া নির্বাচিত হন।[11]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: হবিগঞ্জ-১[12][13] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | দেওয়ান ফরিদ গাজী | ১৫২,০৮০ | ৬৪.০ | +২৩.৯ | |
বিএনপি | শেখ সুজাত মিয়া | ৭৯,৪৮৮ | ৩৩.৫ | -২.০ | |
খেলাফত মজলিস | নিজাম উদ্দিন | ৪,১০৬ | ১.৭ | প্র/না | |
বাসদ | মোঃ জুনায়েদ মিয়া | ১,১৫৭ | ০.৫ | প্র/না | |
গণফোরাম | দেওয়ান সৈয়দ মোহাম্মদ আব্দুল আহাদ চৌধুরী | ৭১৯ | ০.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭২,৫৯২ | ৩০.৬ | +২৬.০ | ||
ভোটার উপস্থিতি | ২৩৭,৫৫০ | ৮৩.৩ | +১২.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ২০০১: হবিগঞ্জ-১[14] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | দেওয়ান ফরিদ গাজী | ৭৪,৬৯৩ | ৪০.১ | +১.৮ | |
বিএনপি | শেখ সুজাত মিয়া | ৬৬,১৩৭ | ৩৫.৫ | +১৫.৮ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | খলিলুর রহমান চৌধুরী | ৪৩,৪৫৩ | ২৩.৩ | প্র/না | |
স্বতন্ত্র | মো: ইয়াকুব আলী | ৮৭২ | ০.৫ | প্র/না | |
জাসদ | মো: সহিদ মিয়া | ৬২১ | ০.৩ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | জুনায়েদ আহমেদ | ৪৭০ | ০.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮,৫৫৬ | ৪.৬ | -১.৮ | ||
ভোটার উপস্থিতি | ১৮৬,২৪৬ | ৭০.৮ | +২.৮ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: হবিগঞ্জ-১[14] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | দেওয়ান ফরিদ গাজী | ৫২,৯৪০ | ৩৮.৩ | -০.৮ | |
জাতীয় পার্টি (এ) | খলিলুর রহমান চৌধুরী | ৪৪,১১৩ | ৩১.৯ | -৭.২ | |
বিএনপি | শেখ সুজাত মিয়া | ২৭,২৪৮ | ১৯.৭ | +৭.২ | |
ইসলামী ঐক্য জোট | নিজাম উদ্দিন | ৭,৬৭০ | ৫.৫ | প্র/না | |
জামায়াতে ইসলামী | গোলাম রহমান চৌধুরী | ৩,৩৯৩ | ২.৫ | প্র/না | |
ইসলামী ফ্রন্ট | কারী লুৎফর রহমান হেলাল | ৮৬২ | ০.৬ | প্র/না | |
জেএসডি | মো: সহিদ মিয়া | ৬৭৬ | ০.৫ | -১.৮ | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | ফয়সাল সোহেব | ৬৬৬ | ০.৫ | -০.১ | |
স্বতন্ত্র | মো: আ: সামিত | ৫১৪ | ০.৪ | প্র/না | |
গণফোরাম | আব্দুল হান্নান | ১৮৮ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮,৮২৭ | ৬.৪ | +৩.৬ | ||
ভোটার উপস্থিতি | ১৩৮,২৭০ | ৬৮.০ | +২২.৬ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: হবিগঞ্জ-১[14] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি (এ) | খলিলুর রহমান চৌধুরী | ৪১,৯৫৭ | ৩৯.১ | |||
আওয়ামী লীগ | ফরিদ গাজী | ৩৮,৯২৭ | ৩৬.৩ | |||
বিএনপি | ফারুক বখত চৌধুরী | ১৩,৪১৬ | ১২.৫ | |||
স্বতন্ত্র | আব্দুল আজিজ চৌধুরী | ৮,৯৭৫ | ৮.৪ | |||
জেএসডি | মো: আব্দুল মোসাব্বির | ২,৫২০ | ২.৩ | |||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | ফয়সাল সোহেব | ৬৪৯ | ০.৬ | |||
স্বতন্ত্র | খলিলুর রহমান | ৪৩০ | ০.৪ | |||
নেজামে ইসলাম | রাকিব উদ্দিন চৌধুরী | ২৮৮ | ০.৩ | |||
স্বতন্ত্র | মোঃ আব্দুল খালিক | ১৫৪ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩,০৩০ | ২.৮ | ||||
ভোটার উপস্থিতি | ১০৭,৩১৬ | ৪৫.৪ | ||||
[[|প্রযোজ্য নয়]] থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "হবিগঞ্জে বিএনপির সুজাত মিয়া নির্বাচিত"। bangla.bdnews24.com। হবিগঞ্জ। ২৭ জানুয়ারি ২০১১।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)