হবিগঞ্জ-১

হবিগঞ্জ-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩৯নং আসন। এর বর্তমান সাংসদ হলেন বাংলাদেশ আওয়ামী লীগের গাজী মোহাম্মদ শাহনওয়াজ।

হবিগঞ্জ-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাহবিগঞ্জ জেলা
বিভাগসিলেট বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,৬৪,৯৭৭ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদগাজী মোহাম্মদ শাহনওয়াজ

সীমানা

হবিগঞ্জ-১ আসনটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাবাহুবল উপজেলা নিয়ে গঠিত।[2]

ইতিহাস

১৯৮৪ সালে হবিগঞ্জ-২ নির্বাচনী এলাকা গঠিত হয়, যখন বৃহত্তর সিলেট জেলাকে বিভক্ত করে চারটি নতুন জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ) গঠিত হয়েছিল। এটি পূর্বে সিলেট-১৬ আসন হিসেবে পরিচিত ছিল।

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ ইসমত আহমেদ চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৮৮ আব্দুল মোক্তাবির জাতীয় পার্টি[4]
১৯৯১ খলিলুর রহমান চৌধুরী জাতীয় পার্টি[5]
ফেব্রুয়ারি ১৯৯৬ শেখ সজাত মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল[6]
জুন ১৯৯৬ দেওয়ান ফরিদ গাজী বাংলাদেশ আওয়ামী লীগ[7]
২০০১ দেওয়ান ফরিদ গাজী বাংলাদেশ আওয়ামী লীগ[8]
২০০৮ দেওয়ান ফরিদ গাজী বাংলাদেশ আওয়ামী লীগ[9]
২০১১ উপ-নির্বাচন শেখ সুজাত মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ গাজী মোহাম্মদ শাহনওয়াজ বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[10]

দেওয়ান ফরিদ গাজী ২০১০ সালের নভেম্বরে মৃত্যুবরণ করেন। জানুয়ারী ২০১১ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মুনিম চৌধুরীকে পরাজিত করে, বিএনপির শেখ সুজাত মিয়া নির্বাচিত হন।[11]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: হবিগঞ্জ-১[12][13]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ দেওয়ান ফরিদ গাজী ১৫২,০৮০ ৬৪.০ +২৩.৯
বিএনপি শেখ সুজাত মিয়া ৭৯,৪৮৮ ৩৩.৫ -২.০
খেলাফত মজলিস নিজাম উদ্দিন ৪,১০৬ ১.৭ প্র/না
বাসদ মোঃ জুনায়েদ মিয়া ১,১৫৭ ০.৫ প্র/না
গণফোরাম দেওয়ান সৈয়দ মোহাম্মদ আব্দুল আহাদ চৌধুরী ৭১৯ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭২,৫৯২ ৩০.৬ +২৬.০
ভোটার উপস্থিতি ২৩৭,৫৫০ ৮৩.৩ +১২.৫
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: হবিগঞ্জ-১[14]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ দেওয়ান ফরিদ গাজী ৭৪,৬৯৩ ৪০.১ +১.৮
বিএনপি শেখ সুজাত মিয়া ৬৬,১৩৭ ৩৫.৫ +১৫.৮
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট খলিলুর রহমান চৌধুরী ৪৩,৪৫৩ ২৩.৩ প্র/না
স্বতন্ত্র মো: ইয়াকুব আলী ৮৭২ ০.৫ প্র/না
জাসদ মো: সহিদ মিয়া ৬২১ ০.৩ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) জুনায়েদ আহমেদ ৪৭০ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৮,৫৫৬ ৪.৬ -১.৮
ভোটার উপস্থিতি ১৮৬,২৪৬ ৭০.৮ +২.৮
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: হবিগঞ্জ-১[14]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ দেওয়ান ফরিদ গাজী ৫২,৯৪০ ৩৮.৩ -০.৮
জাতীয় পার্টি (এ) খলিলুর রহমান চৌধুরী ৪৪,১১৩ ৩১.৯ -৭.২
বিএনপি শেখ সুজাত মিয়া ২৭,২৪৮ ১৯.৭ +৭.২
ইসলামী ঐক্য জোট নিজাম উদ্দিন ৭,৬৭০ ৫.৫ প্র/না
জামায়াতে ইসলামী গোলাম রহমান চৌধুরী ৩,৩৯৩ ২.৫ প্র/না
ইসলামী ফ্রন্ট কারী লুৎফর রহমান হেলাল ৮৬২ ০.৬ প্র/না
জেএসডি মো: সহিদ মিয়া ৬৭৬ ০.৫ -১.৮
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) ফয়সাল সোহেব ৬৬৬ ০.৫ -০.১
স্বতন্ত্র মো: আ: সামিত ৫১৪ ০.৪ প্র/না
গণফোরাম আব্দুল হান্নান ১৮৮ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৮,৮২৭ ৬.৪ +৩.৬
ভোটার উপস্থিতি ১৩৮,২৭০ ৬৮.০ +২২.৬
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: হবিগঞ্জ-১[14]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি (এ) খলিলুর রহমান চৌধুরী ৪১,৯৫৭ ৩৯.১
আওয়ামী লীগ ফরিদ গাজী ৩৮,৯২৭ ৩৬.৩
বিএনপি ফারুক বখত চৌধুরী ১৩,৪১৬ ১২.৫
স্বতন্ত্র আব্দুল আজিজ চৌধুরী ৮,৯৭৫ ৮.৪
জেএসডি মো: আব্দুল মোসাব্বির ২,৫২০ ২.৩
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) ফয়সাল সোহেব ৬৪৯ ০.৬
স্বতন্ত্র খলিলুর রহমান ৪৩০ ০.৪
নেজামে ইসলাম রাকিব উদ্দিন চৌধুরী ২৮৮ ০.৩
স্বতন্ত্র মোঃ আব্দুল খালিক ১৫৪ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৩,০৩০ ২.৮
ভোটার উপস্থিতি ১০৭,৩১৬ ৪৫.৪
[[|প্রযোজ্য নয়]] থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  6. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  7. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  8. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  9. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার
  10. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  11. "হবিগঞ্জে বিএনপির সুজাত মিয়া নির্বাচিত"bangla.bdnews24.com। হবিগঞ্জ। ২৭ জানুয়ারি ২০১১।
  12. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  13. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  14. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.