দেওয়ান ফরিদ গাজী
দেওয়ান ফরিদ গাজী (১৯২৪ – ১৯ নভেম্বর ২০১০) একজন বাংলাদেশি রাজনীতিবিদ ছিলেন। তিনি সিলেটের নবীগঞ্জ উপজেলার, দেবপাড়ায় জন্মগ্রহণ করেন।
দেওয়ান ফরিদ গাজী | |
---|---|
![]() | |
জাতীয় সংসদ | |
কাজের মেয়াদ ১৯৯৬ – ২০০১ | |
জাতীয় সংসদ | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় | |
কাজের মেয়াদ ২০০৮ – ২০১০ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নবীগঞ্জ উপজেলা, সিলেট, ব্রিটিশ রাজ, (বর্তমান বাংলাদেশ) | প্রয়োজনীয় প্যারামিটার 1=মাস অনুপস্থিত! ১৯২৪
মৃত্যু | ১৯ নভেম্বর ২০১০ ৮৫–৮৬) ঢাকা, বাংলাদেশ | (বয়স
নাগরিকত্ব | ![]() ![]() ![]() |
রাজনৈতিক জীবন
ফরিদ যথাক্রমে ১৯৯৬,[1] ২০০১[2] এবং ২০০৮[3] সালে, হবিগঞ্জ- ১ সংসদীয় আসনের (নবীগঞ্জ-বাহুবল) একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এর আগে ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৮ (বর্তমান সিলেট-১) থেকে সংসদ সদস্য ছিলেন।[4] তিনি আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে নিযুক্ত ছিলেন।[5]
দেওয়ান ফরিদ গাজী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ছিলেন। তিনি শেখ মুজিব সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী ছিলেন।[6]
মৃত্যু
সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী বার্ধক্যজনিত কারণ ছাড়াও ফুঁসফুঁস, কিডনী ও ডায়বেটিকস্ রোগে ভুগছিলেন। দীর্ঘ প্রায় ২ মাস ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি ২০১০ সালের ১৯ নভেম্বর মারা যান।[6]
তথ্যসূত্র
- "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "Dewan Farid Gazi passes away"। The Financial Express (Bangladesh)। ২০ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১০।
- "চলে গেলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা দেওয়ান ফরিদ গাজী"। banglanews24। ১৯ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।