শরীয়তপুর-১

শরীয়তপুর-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি শরীয়তপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২১নং আসন।

শরীয়তপুর-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাশরিয়তপুর জেলা
বিভাগঢাকা বিভাগ
নির্বাচকমণ্ডলী২,৯৫,৬৫০ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদইকবাল হোসেন অপু

সীমানা

শরীয়তপুর-১ আসনটি শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর উপজেলা ও জাজিরা উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ সরদার এ. কে. এম. নাসির উদ্দিন স্বতন্ত্র[3][4]
১৯৯১ কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগ
সেপ্টেম্বর ১৯৯৬ উপ-নির্বাচন মাস্টার মজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব স্বতন্ত্র
২০০৮ বি. এম. মোজাম্মেল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ বি. এম. মোজাম্মেল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ ইকবাল হোসেন অপু বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে বি. এম. মোজাম্মেল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[5]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: শরীয়তপুর-১[6][7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ বি. এম. মোজাম্মেল হক ১১৭,৩৮৬ ৬৪.১ +১৯.১
স্বতন্ত্র মোবারক আলী সিকদার ৫৬,৮৫৩ ৩১.০ প্র/না
বিএনপি শহীদুল হক সিকদার ৬,৫৫৮ ৩.৬ +৩.২
জাকের পার্টি মোল্লা গিয়াস উদ্দিন আহমেদ ২,৪৬৭ ১.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬০,৫৩৩ ৩৩.০ +২৩.৯
ভোটার উপস্থিতি ১৮৩,২৬৪ ৮৪.৮ +১৫.৬
স্বতন্ত্র থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: শরীয়তপুর-১[8]
দল প্রার্থী ভোট % ±%
স্বতন্ত্র কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব ৯৮,৪৮০ ৫৪.১
আওয়ামী লীগ মোবারক আলী সিকদার ৮১,৯৩০ ৪৫.০
বিএনপি আলতাফ হোসেন সিকদার ৭৭৯ ০.৪
স্বতন্ত্র ফজলুল হক আকন্দ ২৫৮ ০.১
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট জাফর খান ২১৮ ০.১
স্বতন্ত্র এ সাত্তার ১২৯ ০.১
স্বতন্ত্র তানাই মোল্লা ৮১ ০.০
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) আনোয়ার হোসেন আবু ৬৭ ০.০
জাসদ আতাহার হাওলাদার ৬১ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ১৬,৫৫০ ৯.১
ভোটার উপস্থিতি ১৮২,০০৩ ৬৯.২
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে আব্দুর রাজ্জাক দুটি আসনের নির্বাচনে দাড়ান: শরীয়তপুর-১ ও শরীয়তপুর-৩। দুটি আসনে জয়লাভের পর তিনি শরীয়তপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার বেছে নেন, ফলে অন্য আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মাস্টার মজিবুর রহমান নির্বাচিত হন।[9][10]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: শরীয়তপুর-১[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুর রাজ্জাক ৬৮,৯৩৭ ৫৩.০ +৫.২
বিএনপি আমজাদ হোসেন ৩২,২৬৬ ২৪.৮ -০.৩
স্বতন্ত্র তানাই মোল্লা ১৭,৭৬৪ ১৩.৬ প্র/না
জামায়াতে ইসলামী সাইফুল আলম খান ৪,৯৫৩ ৩.৮ -৪.২
ইসলামী ঐক্য জোট সিরাজুল হক একন ২,৯২৭ ২.৩ প্র/না
জাকের পার্টি সিদ্দিকুর রহমান ১,৬৬০ ১.৩ +০.৩
জাতীয় পার্টি (এ) গিয়াস উদ্দিন ৯৩৮ ০.৭ প্র/না
স্বতন্ত্র শাহ আলম সেলিম ১৯৭ ০.২ প্র/না
সামাজিক গণতান্ত্রিক পার্টি এ আজিজ বেপারী ১৮১ ০.১ প্র/না
গণফোরাম আবদুর রহমান মাদবার ১৬৬ ০.১ প্র/না
জেএসডি শামসুল হক বেপারী ১২০ ০.১ প্র/না
স্বতন্ত্র আলতাব হোসেন সিকদার ৮৫ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৬,৬৭১ ২৮.২ +৫.৬
ভোটার উপস্থিতি ১৩০,১৯৪ ৭৩.৭ +২৫.৯
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: শরীয়তপুর-১[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব ৫৪,৯৫৩ ৪৭.৮
বিএনপি সরদার এ. কে. এম. নাসির উদ্দিন ২৮,৮৯৫ ২৫.১
বাকশাল মজিবর রহমান ১৮,৭৫৪ ১৬.৩
জামায়াতে ইসলামী খলিলুর রহমান ৯,২২৫ ৮.০
জাকের পার্টি গিয়াস উদ্দিন মোল্লা ১,১৩৩ ১.০
বিকেএ আলাউদ্দিন ৯০৪ ০.৮
স্বতন্ত্র নূর মোহাম্মদ কোতাল ৩৫২ ০.৩
স্বতন্ত্র সামসুল হক বেপারী ৩৪৯ ০.৩
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) এ আজিজ হাওলাদার ২৫৮ ০.২
স্বতন্ত্র আমজাদ হোসেন মোরল ২৩৫ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ২৬,০৫৮ ২২.৬
ভোটার উপস্থিতি ১১৫,০৫৮ ৪৭.৮
স্বতন্ত্র থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪
  9. আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা 167। আইএসবিএন 0-7546-1628-2।
  10. "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.