ময়মনসিংহ-৯
ময়মনসিংহ-৯ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫৪নং আসন।
ময়মনসিংহ-৯ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | ময়মনসিংহ জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ২,৯৪,১০৮ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | আনোয়ারুল আবেদীন খান |
সীমানা
ময়মনসিংহ-৯ আসনটি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | কুদরতুল্লাহ মন্ডল | বাংলাদেশ আওয়ামী লীগ[3] | |
১৯৭৯ | হাবিব উল্লাহ সরকার | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4] | |
১৯৮৬ | রফিক উদ্দিন ভূইয়া | বাংলাদেশ আওয়ামী লীগ[5] | |
১৯৮৮ | খুররম খান চৌধুরী | [6] | |
১৯৯১ | আনওয়ারুল হোসেন খান চৌধুরী | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | জহরুল ইসলাম খান | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
জুন ১৯৯৬ | আবদুস সালাম | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০০১ | খুররম খান চৌধুরী | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২০০৮ | আবদুস সালাম | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | আনোয়ারুল আবেদীন খান | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৮ | আনোয়ারুল আবেদীন খান | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আনোয়ারুল আবেদীন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: ময়মনসিংহ-৯[8][9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আবদুস সালাম | ১২৭,৩০৯ | ৬৮.০ | +২৯.৩ | ||
বিএনপি | খুররম খান চৌধুরী | ৫৬,৮৪৩ | ৩০.৪ | -১৩.৫ | ||
বিকল্পধারা | জহুরুল ইসলাম খান | ২,৫৭৩ | ১.৪ | প্র/না | ||
স্বতন্ত্র | আ স ম আকরাম | ৪৭৫ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭০,৪৬৬ | ৩৭.৬ | +৩২.৪ | |||
ভোটার উপস্থিতি | ১৮৭,২০০ | ৮১.৫ | +১৬.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: ময়মনসিংহ-৯[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | খুররম খান চৌধুরী | ৬৫,৯৯২ | ৪৩.৯ | +১৬.৪ | ||
আওয়ামী লীগ | আবদুস সালাম | ৫৮,১৫৭ | ৩৮.৭ | -০.৫ | ||
স্বতন্ত্র | মো: আব্দুল মতিন ভুইয়া | ১৮,৫৫৩ | ১২.৩ | প্র/না | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো: আব্দুল হাকিম ভুইয়া | ৭,০১৮ | ৪.৭ | প্র/না | ||
স্বতন্ত্র | কামরুন মহিউদ্দিন | ৪১০ | ০.৩ | প্র/না | ||
জেপি (মঞ্জু) | মো: আবু বকর সিদ্দিক | ২৫০ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৮৩৫ | ৫.২ | -৫.৯ | |||
ভোটার উপস্থিতি | ১৫০,৩৮০ | ৬৪.৮ | +৫.৮ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ময়মনসিংহ-৯[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আবদুস সালাম | ৪১,১৮২ | ৩৯.২ | +৪.৪ | ||
জাতীয় পার্টি (এ) | মো: জহুরুল ইসলাম খান | ২৯,৫২২ | ২৮.১ | +২৭.৬ | ||
বিএনপি | খুররম খান চৌধুরী | ২৮,৯২৩ | ২৭.৫ | -১৩.৭ | ||
ইসলামী ঐক্য জোট | সাইদুর রহমান | ১,৮১৪ | ১.৭ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | সামস উদ্দিন আহমেদ | ১,৭৮৬ | ১.৭ | -৪.২ | ||
জাকের পার্টি | সামসুল হক তাহকুর | ৮৭৮ | ০.৮ | -০.৬ | ||
গণফোরাম | আ স ম আকরাম | ৬৫৯ | ০.৬ | প্র/না | ||
ফ্রিডম পার্টি | মো: আলিম উদ্দিন | ২৯৫ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৬৬০ | ১১.১ | +৪.৭ | |||
ভোটার উপস্থিতি | ১০৫,০৫৯ | ৫৯.০ | +১৭.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: ময়মনসিংহ-৯[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আনওয়ারুল হোসেন খান চৌধুরী | ৩৩,১০৭ | ৪১.২ | |||
আওয়ামী লীগ | রফিক উদ্দিন ভুইয়া | ২৭,৯৮১ | ৩৪.৮ | |||
স্বতন্ত্র | নুরুল করিম | ৪,৮০০ | ৬.০ | |||
জামায়াতে ইসলামী | মোয়াজ্জেম হোসেন | ৪,৭১৫ | ৫.৯ | |||
জাসদ | গিয়াস উদ্দিন | ৩,০৬৫ | ৩.৮ | |||
স্বতন্ত্র | ফারুক মিয়া | ২,০৫৩ | ২.৬ | |||
বাংলাদেশ জনতা পার্টি | এ কে এম মাহবুবুল করিম | ১,৯৫৮ | ২.৪ | |||
জাকের পার্টি | মো: আমিনুল ইসলাম ভুইয়া | ১,১০৩ | ১.৪ | |||
এনডিপি | আলিম উদ্দিন ফকির | ৫৬৪ | ০.৭ | |||
জাতীয় পার্টি (এ) | আব্দুর রশীদ | ৪২২ | ০.৫ | |||
জেএসডি | মো: নাজিম উদ্দিন | ৩৬৫ | ০.৫ | |||
কমিউনিস্ট পার্টি | সামসুল বারী | ২৫৬ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,১২৬ | ৬.৪ | ||||
ভোটার উপস্থিতি | ৮০,৩৮৯ | ৪১.৬ | ||||
[[|প্রযোজ্য নয়]] থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- বাংলাদেশ নির্বাচন কমিশন (১৩ ফেব্রুয়ারি ২০১৮)। "Parliament Election 1973: Constituency wise Result of Mymensingh-9"। ১৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.