ঝালকাঠি-২

ঝালকাঠি-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঝালকাঠি জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২৬নং আসন।

ঝালকাঠি-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাঝালকাঠি জেলা
বিভাগবরিশাল বিভাগ
নির্বাচকমণ্ডলী২,৯০,৩৩০ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদআমির হোসেন আমু

সীমানা

ঝালকাঠি-২ আসনটি ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলানলছিটি উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ জুলফিকার আলী ভুট্টো জাতীয় পার্টি[3][4]
১৯৯১ গাজী আজিজ ফেরদৌস বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ গাজী আজিজ ফেরদৌস বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ জুলফিকার আলী ভুট্টো জাতীয় পার্টি (এরশাদ)
২০০০ উপ-নির্বাচন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আমির হোসেন আমু বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আমির হোসেন আমু বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আমির হোসেন আমু বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আমির হোসেন আমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[5]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: ঝালকাঠি-২[6][7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আমির হোসেন আমু ১০৪,৪৪৪ ৫৬.৫ +২১.৯
বিএনপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ৭৩,৮৫১ ৪০.০ -১৮.৫
ইসলামী আন্দোলন মুহাম্মদ ফকরুল ইসলাম ৬,৪০৭ ৩.৫ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩০,৫৯৩ ১৬.৬ -৭.৪
ভোটার উপস্থিতি ১৮৪,৭০২ ৮৪.৪ +১৮.৮
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ঝালকাঠি-২[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ৯২,১১৬ ৫৮.৫ +২৮.২
আওয়ামী লীগ আমির হোসেন আমু ৫৪,৩৭৮ ৩৪.৬ +৯.২
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট সৈয়দ মোঃ আনোয়ার হোসেন ১০,১৬৪ ৬.৫ প্র/না
জাসদ দুলাল শাহা ২৩৪ ০.১ প্র/না
কমিউনিস্ট পার্টি আব্দুল মান্নান ১৩৫ ০.১ -০.১
স্বতন্ত্র সৈয়দ মোয়াজ্জেম হুসাইন ১০১ ০.১ প্র/না
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি আবু সৈয়দ মোল্লা ৮১ ০.১ প্র/না
জেপি (মঞ্জু) মজিবুর রহমান ৭০ ০.০ প্র/না
স্বতন্ত্র গাজী আজিজ ফেরদৌস ৬১ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৭,৭৩৮ ২৪.০ +১৭.৩
ভোটার উপস্থিতি ১৫৭,৩৪০ ৬৫.৫ -৯.৩
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০ সালের মে মাসে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যু হয়।[9] জুলাই ২০০০ সালের উপ-নির্বাচনে, আমির হোসেন আমুকে পরাজিত করে তার বিধবা পত্নী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নির্বাচিত হন।

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ঝালকাঠি-২[8]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি (এ) জুলফিকার আলী ভুট্টো ৪৭,০৫০ ৩৭.০ +৯.৮
বিএনপি গাজী আজিজ ফেরদৌস ৩৮,৫২৩ ৩০.৩ -৬.১
আওয়ামী লীগ মোঃ সাঈদ আনোয়ার হোসেন ৩২,২৪৫ ২৫.৪ -০.৩
ইসলামী ঐক্য জোট গোলাম মোস্তফা খান ৫,৭৮৬ ৪.৬ +০.৭
জামায়াতে ইসলামী হায়দার হোসেন ১,৬৮৪ ১.৩ -০.৮
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন আলী আজিম খান ৮২৬ ০.৭ প্র/না
জাকের পার্টি এস এম ফজলুল হক ৩৭৪ ০.৩ -০.১
কমিউনিস্ট পার্টি আব্দুল মান্নান ২৯১ ০.২ প্র/না
স্বতন্ত্র মোজাম্মেল হোসেন ২২৯ ০.২ প্র/না
এনডিপি এ কে এম গোলাম রব্বানি ৩০ ০.০ -০.১
সংখ্যাগরিষ্ঠতা ৮,৫২৭ ৬.৭ -২.৫
ভোটার উপস্থিতি ১২৭,০৩৮ ৭৪.৮ +৩০.৩
বিএনপি থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: ঝালকাঠি-২[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি গাজী আজিজ ফেরদৌস ৪৩,৬৭৩ ৩৬.৪
জাতীয় পার্টি (এ) জুলফিকার আলী ভুট্টো ৩২,৬৩৯ ২৭.২
আওয়ামী লীগ আমির হোসেন আমু ৩০,৮০৮ ২৫.৭
ইসলামী ঐক্য জোট সৈয়দ মোঃ মোসাদ্দেক মিল্লাহ ৪,৭১৫ ৩.৯
জামায়াতে ইসলামী হায়দার হোসেন ২,৫০৭ ২.১
বাংলাদেশ জনতা পার্টি ফারুক আহমেদ ১,৮৯৭ ১.৬
জাতীয় বিপ্লবী ফ্রন্ট আলতাফ হোসেন মোল্লাহ ৮৬০ ০.৭
স্বতন্ত্র এ আজিজ ৬৩০ ০.৫
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) আবু বকর সিদ্দিকি ৫৯৯ ০.৫
জাকের পার্টি মোস্তাফিজুর রহমান ৪৭৪ ০.৪
বাকশাল আক্কাস এইচ শিকদার ৪০৫ ০.৩
স্বতন্ত্র ক্বারি মোঃ শাহজাহান ২৯১ ০.২
জেএসডি এ এস এম ঈশা ২৬৮ ০.২
এনডিপি লুৎফর রহমান ১১৬ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১১,০৩৪ ৯.২
ভোটার উপস্থিতি ১১৯,৮৮২ ৪৪.২
জাতীয় পার্টি (এ) থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪
  9. "Lawmaker sued for 'killing' husband"The Daily Star। ২৭ মে ২০০৬।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.