শরীয়তপুর-২

শরীয়তপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি শরীয়তপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২২নং আসন।

শরীয়তপুর-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাশরিয়তপুর জেলা
বিভাগঢাকা বিভাগ
নির্বাচকমণ্ডলী২,৩৪,৩৫৯ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদএ কে এম এনামুল হক শামীম

সীমানা

শরীয়তপুর-২ আসনটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাসখিপুর উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ টি. এম. গিয়াস উদ্দিন আহমেদ জাতীয় পার্টি[3][4]
১৯৯১ শওকত আলী বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ খন্দকার আবদুল জলিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ শওকত আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ শওকত আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৮ শওকত আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ শওকত আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ এ কে এম এনামুল হক শামীম বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শওকত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[5]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: শরীয়তপুর-২[6][7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শওকত আলী ১১৪,৮০৮ ৫৮.৯ +১০.৮
বিএনপি শফিকুর রহমান ৮০,০৯৬ ৪১.১ +২২.৪
সংখ্যাগরিষ্ঠতা ৩৪,৭১২ ১৭.৮ +০.১
ভোটার উপস্থিতি ১৯৪,৯০৪ ৮৬.৩ +১৮.২
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: শরীয়তপুর-২[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শওকত আলী ৪৮,৫৭৮ ৪৮.১ -১১.১
স্বতন্ত্র সুলতান মাহমুদ ৩০,৭১২ ৩০.৪ প্র/না
বিএনপি টি. এম. গিয়াস উদ্দিন আহমেদ ১৮,৮৬১ ১৮.৭ -৬.৪
স্বতন্ত্র আবুল বাসার দেওয়ান ২,১২৩ ২.১ প্র/না
স্বতন্ত্র শেখ শাবুদ্দিন ২৩০ ০.২ প্র/না
বিকেএ আজম খান ২২২ ০.২ -০.১
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মুন্সী জাকির হোসেন ১৯১ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৭,৮৬৬ ১৭.৭ -১৬.৫
ভোটার উপস্থিতি ১০০,৯১৭ ৬৮.১ -৪.৯
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: শরীয়তপুর-২[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শওকত আলী ৪৮,৭৫৩ ৫৯.২ -২.৯
বিএনপি টি. এম. গিয়াস উদ্দিন আহমেদ ২০,৬২৬ ২৫.১ -৬.৩
জাতীয় পার্টি (এ) মুন্সী জাকির হোসেন ৮,১৯১ ৯.৯ প্র/না
জামায়াতে ইসলামী সৈয়দ হাবিবুর রহমান ১,৭৪৪ ২.১ +১.৮
ইসলামী ঐক্য জোট হাফেজ শওকত আলী ১,৭২২ ২.১ প্র/না
জাকের পার্টি মোল্লা গিয়াস উদ্দিন আহমদ ৮০৪ ১.০ +১.০
গণফোরাম বেগম জুলেখা হক ২৭৩ ০.৩ প্র/না
বিকেএ মোহাম্মদ আজম খান ২২৬ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৮,১২৭ ৩৪.২ +৩.৫
ভোটার উপস্থিতি ৮২,৩৩৯ ৭৩.০ +২৯.৭
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: শরীয়তপুর-২[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শওকত আলী ৪৪,৩২৭ ৬২.১
বিএনপি হারুন অর রশিদ ২২,৪০৮ ৩১.৪
স্বতন্ত্র টি. এম. গিয়াস উদ্দিন আহমেদ ১,৫৬৪ ২.২
জাকের পার্টি ওহেদ বিসি ১,৪৪১ ২.০
জাতীয় ঐক্যফ্রন্ট দেওয়ান সুলতান মাহমুদ ৮৩২ ১.২
বাকশাল হারুন রশিদ ৫৯৩ ০.৮
জামায়াতে ইসলামী সৈয়দ হাবিবুর রহমান ২৩৭ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ২১,৯১৯ ৩০.৭
ভোটার উপস্থিতি ৭১,৪০২ ৪৩.৩
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.