শেরপুর-২
শেরপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি শেরপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪৪নং আসন।
শেরপুর-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | শেরপুর জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৩,৪৯,১৩৬ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | মতিয়া চৌধুরী |
সীমানা
শেরপুর-২ আসনটি শেরপুর জেলার নকলা উপজেলা ও নালিতাবাড়ি উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: শেরপুর-২[5] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মতিয়া চৌধুরী | ১৩৪,৮১০ | ৭৮.৯ | +১১.৯ | |
স্বতন্ত্র | বদিউজ্জামান বাদশা | ৩৫,৯৮৬ | ২১.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯৮,৮২৪ | ৫৭.৯ | +৪০.৪ | ||
ভোটার উপস্থিতি | ১৭০,৭৯৬ | ৫৬.১ | -৩০.৮ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: শেরপুর-২[6][7] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মতিয়া চৌধুরী | ১৫৬,৯৭৩ | ৬৭.০ | +১৭.২ | ||
বিএনপি | জাহেদ আলী | ৭৫,৬৩৭ | ৩২.৩ | +৭.৪ | ||
ন্যাশনাল পিপলস পার্টি | মুজাফর আহামেদ | ৭৯৩ | ০.৩ | প্র/না | ||
গণফোরাম | মোহাম্মাদ হারুনুর রশীদ | ৭১৭ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৮১,৩৩৬ | ৩৪.৭ | +৩৩.৩ | |||
ভোটার উপস্থিতি | ২৩৪,১২০ | ৮৬.৯ | +৮.৬ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: শেরপুর-২[8] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | জাহেদ আলী | ১০২,৫৪৫ | ৪৯.৮ | +২০.৩ | ||
আওয়ামী লীগ | মতিয়া চৌধুরী | ৯৯,৬৬১ | ৪৮.৪ | +৭.৪ | ||
কৃষক শ্রমিক জনতা লীগ | মোঃ শফিকুল ইসলাম | ২,২৩৫ | ১.১ | প্র/না | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ আক্কাস আলী | ১,১৩২ | ০.৬ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | আবু মোঃ মাজহার | ২৫৬ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৮৮৪ | ১.৪ | -১০.২ | |||
ভোটার উপস্থিতি | ২০৫,৮২৯ | ৭৮.৩ | +৪.৯ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: শেরপুর-২[8] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মতিয়া চৌধুরী | ৬৩,৫৭৪ | ৪১.০ | -০.৮ | |
বিএনপি | জাহেদ আলী | ৪৫,৬৫৯ | ২৯.৫ | +৩.০ | |
জাকের পার্টি | আব্দুস সালাম | ৪১,৪৫৬ | ২৬.৮ | প্র/না | |
জামায়াতে ইসলামী | মোঃ আব্দুল জলিল | ৪,৩১৪ | ২.৮ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৭,৯১৫ | ১১.৬ | ০.০ | ||
ভোটার উপস্থিতি | ১৫৫,০০৩ | ৭৩.৪ | +১৮.০ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: শেরপুর-২[8] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মতিয়া চৌধুরী | ৪৭,৮৮৬ | ৪১.৮ | ||
স্বতন্ত্র | আব্দুস সালাম | ৩৪,৬৪৪ | ৩০.২ | ||
বিএনপি | জাহেদ আলী | ৩০,৩০৯ | ২৬.৫ | ||
ফ্রিডম পার্টি | আকমল হোসাইন | ৮৩১ | ০.৭ | ||
স্বতন্ত্র | মোঃ আখতারুজ্জামান আখতার | ৫৩৭ | ০.৫ | ||
বাকশাল | মোঃ মোস্তাফিজুর রহমান | ৩৫৩ | ০.৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,২৪২ | ১১.৬ | |||
ভোটার উপস্থিতি | ১১৪,৫৬০ | ৫৫.৪ | |||
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে | |||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Sherpur-2"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.