নরসিংদী-১

নরসিংদী-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নরসিংদী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯৯নং আসন।

নরসিংদী-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলানরসিংদী জেলা
বিভাগঢাকা বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,৮০,০৩০ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদমোহাম্মদ নজরুল ইসলাম

সীমানা

নরসিংদী-১ আসনটি নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার ৩টি ইউনিয়ন ব্যতিত নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ সামসুল হুদা বাচ্চু জাতীয় পার্টি[3]
১৯৮৮ মুস্তাফা জামাল [4]
১৯৯১ শামসুদ্দিন আহমেদ ইসহাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ শামসুদ্দিন আহমেদ ইসহাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৬ শামসুদ্দিন আহমেদ ইসহাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ শামসুদ্দিন আহমেদ ইসহাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৫ উপ-নির্বাচন খায়রুল কবির খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০১৪: নরসিংদী-১[5]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোহাম্মদ নজরুল ইসলাম ৮০,৮৯৬ ৯৪.৮ +৪২.৯
জাতীয় পার্টি (এ) মোহাম্মদ মোস্তফা জামাল ৪,৪৭৫ ৫.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭৬,৪২১ ৮৯.৫ +৮২.৪
ভোটার উপস্থিতি ৮৫,৩৭১ ২৫.৯ -৬১.৪
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: নরসিংদী-১[6][7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোহাম্মদ নজরুল ইসলাম ১২২,১০৫ ৫১.৯
বিএনপি খায়রুল কবির খোকন ১০৫,৪৫৪ ৪৪.৯
ইসলামী আন্দোলন আশরাফুর রহমান ৬,৫১১ ২.৭
গণফ্রন্ট মোঃ জাকির হোসেন ৫৩৭ ০.২
গণফোরাম শহীদুজ্জামান চৌধুরী ৪৮২ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ১৬,৬৫১ ৭.১
ভোটার উপস্থিতি ২৩৫,০৮৯ ৮৭.৩
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

২০০৫ সালের মার্চ মাসে শামসুদ্দিন আহমেদ ইসহাক মারা যান। বিএনপির খায়রুল ইসলাম খোকন জুনের উপ-নির্বাচনে নির্বাচিত হন।

সাধারণ নির্বাচন ২০০১: নরসিংদী-১[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শামসুদ্দিন আহমেদ ইসহাক ১০১,৩১৩ ৫২.৮ +১৩.০
আওয়ামী লীগ মোহাম্মদ আলী ৮৪,৮৮৯ ৪৪.২ +৪.৪
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট সামসুল হুদা বাচ্চু ৫,২৭১ ২.৮ প্র/না
জাকের পার্টি এম এস বারী খান ৪২২ ০.২ -১.৩
গণতন্ত্রী পার্টি এ কে এম শহীদুল ইসলাম ১২৪ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৬,৪২৪ ৮.৬ -০.৩
ভোটার উপস্থিতি ১৯২,০১৯ ৭৪.০ -০.৩
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নরসিংদী-১[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শামসুদ্দিন আহমেদ ইসহাক ৫৮,৩৪২ ৩৯.৮ -১৮.৬
আওয়ামী লীগ আসাদুজ্জামান ৪৫,৩৫৩ ৩০.৯ -০.৮
জাতীয় পার্টি (এ) মোঃ মেজবাহ উদ্দিন ২৭,৪৬১ ১৮.৭ +১২.২
জামায়াতে ইসলামী সাঈদ কামাল উদ্দিন জাফান ৭,৯৬৮ ৫.৪ প্র/না
ইসলামী ঐক্য জোট মোঃ মেহের উদ্দিন ৪,৬১৬ ৩.২ প্র/না
জাকের পার্টি মোঃ সাদেকুল বারী খান ২,১৩৪ ১.৫ -০.৩
স্বতন্ত্র মোঃ সিরাজুল হক ২২৫ ০.২ প্র/না
বিকেএ শান আহমেদ ফারজী ১৮৯ ০.১ প্র/না
ফ্রিডম পার্টি মোস্তফা কামাল আহমেদ ১২৫ ০.১ প্র/না
গণফোরাম আবদুল হাসিম মিয়া ১২২ ০.১ প্র/না
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন মোঃ জাকির হোসেন ৫৪ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১২,৯৮৯ ৮.৯ -১৯.৪
ভোটার উপস্থিতি ১৪৬,৫৮৯ ৭৪.৩ +১৬.৫
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: নরসিংদী-১[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শামসুদ্দিন আহমেদ ইসহাক ৮০,২০৬ ৫৮.৪
আওয়ামী লীগ মোসলেহ উদ্দিন ৪১,৩৪০ ৩০.১
জাতীয় পার্টি (এ) মোস্তফা জামাল ৮,৯২৮ ৬.৫
জাকের পার্টি আতাউর রহমান খান ২,৪৬৬ ১.৮
স্বতন্ত্র বাবুল সরকার ২,৩৭৪ ১.৭
শ্রমিক কৃষক সমাজবাদী দল কাজী হাতেম আলী ১,৩৭৯ ১.০
জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল মোঃ জাকির হোসেন ৩৪৬ ০.৩
বাংলাদেশ জাতীয় কংগ্রেস শাহজাহান মল্লিক ২৪৫ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৩৮,৮৬৬ ২৮.৩
ভোটার উপস্থিতি ১৩৭,২৮৪ ৫৭.৮
[[|প্রযোজ্য নয়]] থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "Narsingdi-1"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.