সিলেট-২
সিলেট-২ (সাবেক সিলেট-৬) আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিলেট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩০নং আসন।[2]
সিলেট-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | সিলেট জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ২,৮৬,৩৮০ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | গণফোরাম |
বর্তমান সাংসদ | মোকাব্বির খান |
সীমানা
সিলেট-২ আসনটি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা, ওসমানী নগর উপজেলা ও বালাগঞ্জ উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত।[3]
ইতিহাস
সিলেট-২ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।
২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে।
২০১৮ সালের সাধারণ নির্বাচনের আগে নির্বাচন কমিশন নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন করেছে। ২০০৮ সালের নির্বাচনে এ আসনের সাথে যুক্ত বালাগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (দেওয়ান বাজার, পশ্চিম গৌরীপুর, এবং পূর্ব গৌরীপুর) সিলেট-৩ আসনে যুক্ত করা হয়। এবং ওসমানী নগর উপজেলাকে এ আসনের অন্তর্ভুক্ত করা হয়, যা পূর্বে ছিল না।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: সিলেট-২[15] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি (এ) | ইয়াহিয়া চৌধুরী | ৪৮,১৫৭ | ৭৩.৫ | প্র/না | ||
স্বতন্ত্র | মুহিবুর রহমান | ১৭,৩৮৯ | ২৬.৫ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩০,৭৬৮ | ৪৬.৯ | +৪৫.৪ | |||
ভোটার উপস্থিতি | ৬৫,৫৪৬ | ২৩.১ | -৬৪.০ | |||
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে | ||||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: সিলেট-২[16][17] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | শফিকুর রহমান চৌধুরী | ১০৯,৩৫৬ | ৫০.৩ | +২১.২ | ||
বিএনপি | ইলিয়াস আলী | ১০৬,০৪০ | ৪৮.৮ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | মো. আহমাদ আলী হালিলী | ৫৯৫ | ০.৩ | প্র/না | ||
জেএসডি | মোকলেসুর রহমান | ৫৩০ | ০.২ | প্র/না | ||
বিকল্পধারা | মাহাবুবুর রহমান চৌধুরী | ৫২৫ | ০.২ | প্র/না | ||
বিকেএ | আব্দুর রহমান | ৩৯১ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩,৩১৬ | ১.৫ | -২৩.৯ | |||
ভোটার উপস্থিতি | ২১৭,৪৩৭ | ৮৭.১ | +১৪.৯ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: সিলেট-২[18] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | ইলিয়াস আলী | ১০৩,৪৬০ | ৫৪.৫ | +২৫.২ | ||
আওয়ামী লীগ | শাহ আজিজুর রহমান | ৫৫,২৯১ | ২৯.১ | -৩.০ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মুহিবুর রহমান | ২৭,৯০৫ | ১৪.৭ | প্র/না | ||
স্বতন্ত্র | আজিজুন নেসা | ১,৭৮২ | ০.৯ | প্র/না | ||
কৃষক শ্রমিক জনতা লীগ | মাহমাদ আলী | ১,২৫৩ | ০.৭ | প্র/না | ||
বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) | মো. আফরোজ আলী | ৩১৬ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৮,১৬৯ | ২৫.৪ | +২২.৯ | |||
ভোটার উপস্থিতি | ১৯০,০০৭ | ৭২.২ | +৭.২ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সিলেট-২[18] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | শাহ আজিজুর রহমান | ৪২,২৬৬ | ৩২.১ | প্র/না | ||
জাতীয় পার্টি (এ) | মকসুদ ইবনে আজিজ লামা | ৩৯,০৪৪ | ২৯.৭ | -১০.৪ | ||
বিএনপি | ইলিয়াস আলী | ৩৮,৪৭৩ | ২৯.৩ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | আব্দুল হান্নান | ৬,৩৮২ | ৪.৯ | +০.২ | ||
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | শেখ মৌ মো. এ শহীদ | ২,৭০৫ | ২.১ | +১.০ | ||
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) | মো. নুরুল ইসলাম খান | ১,১৩৯ | ০.৯ | প্র/না | ||
সম্মিলিত সংগ্রাম পরিষদ | এ. এফ. এম. আব্দুল কাইয়ুম | ১,০২৮ | ০.৮ | প্র/না | ||
জেএসডি | মইনুল ইসলাম | ২৬৭ | ০.২ | প্র/না | ||
গণফোরাম | গিয়াস উদ্দিন আহমেদ | ১৯৩ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩,২২২ | ২.৫ | -১৪.৯ | |||
ভোটার উপস্থিতি | ১৩১,৪৯৭ | ৬৫.০ | +২৫.৭ | |||
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: সিলেট-২[18] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | মকসুদ ইবনে আজিজ লামা | ৩৯,০১৫ | ৪০.১ | ||
বাকশাল | মো. লুৎফর রহমান | ২২,০৮৭ | ২২.৭ | ||
স্বতন্ত্র | মুহিবুর রহমান | ১২,৩১২ | ১২.৭ | ||
বিএনপি | এমএ হক | ৮,৪৯৩ | ৮.৭ | ||
জাতীয় জনতা পার্টি ও গণতান্ত্রিক ঐক্য জোট | নুরুল ইসলাম খান | ৭,০০৭ | ৭.২ | ||
জামায়াতে ইসলামী | লুৎফর রহমান জায়গীরদার | ৪,৫৪২ | ৪.৭ | ||
জাতীয় জনতা পার্টি (আশরাফ) | মো. আশরাফ আলী | ১,১৩৯ | ১.২ | ||
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | মো. আব্দুল মতিন | ১,১০৩ | ১.১ | ||
বাংলাদেশ জনতা পার্টি | খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ | ৮১৩ | ০.৮ | ||
ওয়ার্কার্স পার্টি | মো. নুরহোসেন চৌধুরী | ৩৫৭ | ০.৪ | ||
স্বতন্ত্র | সাত্তার মিয়া | ২৪৩ | ০.২ | ||
স্বতন্ত্র | ইনামুল হক চৌধুরী | ১৫৪ | ০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৯২৮ | ১৭.৪ | |||
ভোটার উপস্থিতি | ৯৭,২৬৫ | ৩৯.৩ | |||
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "সিলেট-২: ফুরফুরে মহাজোটের এহিয়া, ইলিয়াসপত্নীর প্রার্থীতা স্থগিত | সারাদেশ"। ittefaq। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২২।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "Sylhet-2"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৪ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)