কুড়িগ্রাম-৩
কুড়িগ্রাম-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৭নং আসন।
কুড়িগ্রাম-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | কুড়িগ্রাম জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৩,০৩,০১৩ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | এম এ মতিন |
সীমানা
কুড়িগ্রাম-৩ আসনটি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চিলমারী সদর ইউনিয়ন, রমনা ইউনিয়ন, থানাহাট ইউনিয়ন ও রানীগঞ্জ ইউনিয়ন এবং উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন, বেগমগঞ্জ ইউনিয়ন, বুড়াবুড়ি ইউনিয়ন, বজরা ইউনিয়ন, দলদলিয়া ইউনিয়ন, ধামশ্রেণী ইউনিয়ন, ধড়নিবাড়ি ইউনিয়ন, গুনাইগাছ ইউনিয়ন, হাতিয়া ইউনিয়ন, পান্ডুল ইউনিয়ন, তবকপুর ইউনিয়ন ও থেতরাই ইউনিয়ন নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৮৬ | একেএম মাইদুল ইসলাম | জাতীয় পার্টি[3][4] | |
১৯৯১ | আমজাদ হোসেন তালুকদার | বাংলাদেশ আওয়ামী লীগ | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | একেএম মাইদুল ইসলাম | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
জুন ১৯৯৬ | হুসেইন মুহাম্মদ এরশাদ | জাতীয় পার্টি (এরশাদ) | |
সেপ্টেম্বর ১৯৯৬ উপ-নির্বাচন | মোজাম্মেল হোসেন লালু | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০০১ | মোঃ মতিউর রহমান | ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | |
২০০৮ | একেএম মাইদুল ইসলাম | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০১৪ | একেএম মাইদুল ইসলাম | জাতীয় পার্টি (এরশাদ) | |
জুলাই ২০১৮ উপ-নির্বাচন | আক্কাছ আলী | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০১৮ | এম এ মতিন | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
একেএম মাইদুল ইসলাম ১১ মে ২০১৮ সালে মৃত্যুবরণ করেন। জুলাইয়ের উপ-নির্বাচনে আক্কাছ আলী নির্বাচিত হন।[5]
কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচন, ২০১৮[5] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | আক্কাছ আলী | ৮২,৫৯৮ | ৫০.৮ | প্র/না | |
আওয়ামী লীগ | এম এ মতিন | ৭৯,৮৯৫ | ৪৯.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২,৭০৩ | ১.৭ | প্র/না | ||
ভোটার উপস্থিতি | ১৬২,৪৯৩ | ৪৪.৩ | প্র/না | ||
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে একেএম মাইদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[6]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: কুড়িগ্রাম-৩[7][8] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি (এ) | একেএম মাইদুল ইসলাম | ১৮৭,৫২৮ | ৭৫.১ | প্র/না | ||
স্বতন্ত্র | তাসভিরুল ইসলাম | ২০,৮৭১ | ৮.৪ | প্র/না | ||
স্বতন্ত্র | হাবিবুল হক সরকার | ১২,৫৬১ | ৫.০ | প্র/না | ||
বিএনপি | মোঃ মতিউর রহমান | ১১,৫৯০ | ৪.৬ | -৩৩.২ | ||
ইসলামী আন্দোলন | মোঃ রেজাউল করিম | ৯,৪৫৫ | ৩.৮ | প্র/না | ||
জাকের পার্টি | এ টি এম জহিরুল ইসলাম | ৬,১৩০ | ২.৫ | প্র/না | ||
বাসদ | সাঈদ আক্তার আমিন | ৬৬১ | ০.৩ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | মোহাম্মদ আলী সরকার | ৪৮৬ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | সরকার মোহাম্মদ আলী | ৩৮০ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬৬,৬৫৭ | ৬৬.৮ | +৬৩.৮ | |||
ভোটার উপস্থিতি | ২৪৯,৬৬২ | ৮৩.৫ | +১২.৪ | |||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: কুড়িগ্রাম-৩[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ মতিউর রহমান | ৬৮,৫৭৯ | ৪০.৮ | প্র/না | ||
বিএনপি | একেএম মাইদুল ইসলাম | ৬৩,৫৮২ | ৩৭.৮ | +১৪.০ | ||
আওয়ামী লীগ | মোঃ আমজাদ হোসেন তালুকদার | ৩৪,১৪০ | ২০.৩ | -৩.২ | ||
কমিউনিস্ট পার্টি | মো: আব্দুল মোতালেব | ৭৪২ | ০.৪ | প্র/না | ||
স্বতন্ত্র | মো: খলিলুর রহমান | ৬৪৮ | ০.৪ | প্র/না | ||
গণফোরাম | স্বপন কুমার বকসি | ৩৬৯ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৯৯৭ | ৩.০ | -১১.৩ | |||
ভোটার উপস্থিতি | ১৬৮,০৬০ | ৭১.১ | +১৩.০ | |||
জাতীয় পার্টি (এ) থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
জুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে হুসেইন মুহাম্মদ এরশাদ পাঁচটি আসনে দাড়ান: রংপুর-২,[10] রংপুর-৩,[11] রংপুর-৫,[12] রংপুর-৬,[13] ও কুডিগ্রাম-৩। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি রংপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে বাকী চার আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।[14] উপ-নির্বাচনে জাতীয় পার্টির মোজাম্মেল হোসেন নির্বাচিত হন।
কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচন, সেপ্টেম্বর ১৯৯৬[15] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | মোজাম্মেল হোসেন | ৪১,৮০৯ | ৩৯.৮ | -২৮.৭ | |
আওয়ামী লীগ | মো: ফুলু সরকার | ২৬,৮০২ | ২৫.৫ | +৭.৩ | |
বিএনপি | একেএম মাইদুল ইসলাম | ২৪,৯৪৯ | ২৩.৮ | +৭.২ | |
স্বতন্ত্র | এম কাফিল উদ্দিন | ১০,৫৩৫ | ১০.০ | প্র/না | |
ইসলামী ঐক্য জোট | মো: খলিলুর রহমান | ৬১০ | ০.৬ | -০.৩ | |
স্বতন্ত্র | মমতাজুল হাসান কোরেসি | ৩০২ | ০.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,০০৭ | ১৪.৩ | -২৭.৫ | ||
ভোটার উপস্থিতি | ১০৫,০০৭ | ৫৮.১ | -৪.০ | ||
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: কুড়িগ্রাম-৩[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি (এ) | হুসেইন মুহাম্মদ এরশাদ | ৬৭,২৬২ | ৬০.০ | +৪১.৭ | ||
আওয়ামী লীগ | মোঃ আমজাদ হোসেন তালুকদার | ২০,৪০৮ | ১৮.২ | -৫.৫ | ||
বিএনপি | একেএম মাইদুল ইসলাম | ১৮,৬৬২ | ১৬.৬ | +১৩.৭ | ||
জামায়াতে ইসলামী | আব্দুল কুদ্দুস | ৩,৪৭৫ | ৩.১ | +০.৭ | ||
ইসলামী ঐক্য জোট | মো: খলিলুর রহমান | ১,০২৯ | ০.৯ | প্র/না | ||
গণফোরাম | আব্দুল জলিল সরকার | ৪৭৭ | ০.৪ | প্র/না | ||
জাকের পার্টি | আব্দুল করিম সরকার | ৪২২ | ০.৪ | -৪.৯ | ||
স্বতন্ত্র | মোসাম্মৎ মেরিনা রহমান | ২৯১ | ০.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | গোলাম মোঃ কাদের | ১৬৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৬,৮৫৪ | ৪১.৮ | +৪০.৮ | |||
ভোটার উপস্থিতি | ১১২,১৯৪ | ৬২.১ | +১৮.৬ | |||
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: কুড়িগ্রাম-৩[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মোঃ আমজাদ হোসেন তালুকদার | ২০,৫৪৭ | ২৩.৭ | |||
স্বতন্ত্র | একেএম মাইদুল ইসলাম | ১৯,৬৯৯ | ২২.৮ | |||
ইসলামী আল জিহাদ দল | মতিয়ার রহমান | ১৮,৯৩৮ | ২১.৯ | |||
জাতীয় পার্টি (এ) | মোঃ গোলাম মোস্তফা | ১৫,৭৯৯ | ১৮.৩ | |||
জাকের পার্টি | আমিনুল ইসলাম | ৪,৫৫৯ | ৫.৩ | |||
বিএনপি | মহিউল ইসলাম হাক্কানি | ২,৪৯৭ | ২.৯ | |||
জামায়াতে ইসলামী | আব্দুল কুদ্দুস | ২,০৬৬ | ২.৪ | |||
স্বতন্ত্র | আব্দুল জলিল সরকার | ১,২৭৫ | ১.৫ | |||
জাসদ | মো: লূৎফর রহমান | ১,০৩২ | ১.২ | |||
বাকশাল | সোমেন্দ্র প্রশাদ পান্ডে | ১৩২ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৮৪৮ | ১.০ | ||||
ভোটার উপস্থিতি | ৮৬,৫৪৪ | ৪৩.৫ | ||||
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচনে লাঙ্গল জয়ী"। দৈনিক নয়াদিগন্ত। ২৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
- "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩১৪। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)