মোজাম্মেল হোসেন লালু

মোজাম্মেল হোসেন লালু (মৃত্যু: ১ সেপ্টেম্বর ২০১৪) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সালের উপ নির্বাচনে কুড়িগ্রাম-৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মোজাম্মেল হোসেন লালু
জাতীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
সেপ্টেম্বর ১৯৯৬  ২০০১
ব্যক্তিগত বিবরণ
মৃত্যুরংপুর, বাংলাদেশ
রাজনৈতিক দলজাতীয় পার্টি (এরশাদ)
আত্মীয়স্বজনহুসেইন মুহাম্মদ এরশাদ (ভাই)
জিএম কাদের (ভাই)

কর্মজীবন

লালু বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকাধীন জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানজার পদে চাকরি করেন।

রাজনৈতিক জীবন

লালু ১৯৯০ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ গ্রেফতার হলে তিনি এরশাদ মুক্তি পরিষদ গঠন করেছিলেন এবং এর নেতৃত্ব দেন।[1] তিনি জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক উপদেষ্টা ছিলেন।[2]

ব্যক্তিগত জীবন

মোজাম্মেল হোসেন লালু ছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও রাজনীতিবিদ জিএম কাদেরের ছোট ভাই। তার এক ছেলে (প্রাক্তন সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার) এবং দুই মেয়ে রয়েছে।

মৃত্যু

লালু ২০১৪ সালের ১লা সেপ্টেম্বর হৃদরোগে আক্তান্ত হন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।[3]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.