হাতিয়া ইউনিয়ন
হাতিয়া ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৪৯.৯৪.৬১।[2]
হাতিয়া | |
---|---|
ইউনিয়ন | |
ডাকনাম: হাতিয়া ইউপি | |
দেশ | ![]() |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | উলিপুর উপজেলা ![]() |
আসন | কুড়িগ্রাম-৩ |
আয়তন[1] | |
• মোট | ৩০.৬৪ কিমি২ (১১.৮৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[1] | |
• মোট | ২৮,৯৩৩ |
• জনঘনত্ব | ৯৪০/কিমি২ (২৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৭.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ইতিহাস
ভৌগলিক অবস্থান ও আয়তন
উলিপুর উপজেলা সদর হতে প দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৭৫৭১ একর বা ৩০.৬৪ বর্গকিলোমিটার।
প্রশাসনিক এলাকা
হাতিয়া ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল — ১/নতুন অনন্তপুর ২/দিঘল হাইল্যা ৩/বাগুয়া অনন্তপুর ৪/কদম তলা ৫/বালারচর ৬/নয়া গ্রাম ৭/ঠুটিয়ার পাড় ৮/হাতিয়া ৯/উচাভিটা
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাতিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৮৯৩৩ জন[1], যারা ৭৬১০ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৩৯৩৭ জন এবং নারী হল ১৪৯৯৬ জন।
শিক্ষা ও সংস্কৃতি
হাতিয়া ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৩৭.৭%। তার মধ্যে নারী শিক্ষার হার ৩৩.৫% এবং পুরুষ শিক্ষার হার ৪২.৫%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে: ১/নতুন অনন্তপুর হাই স্কুল ২/ নতুন অনন্তপুর বালিকা স্কুল ৩/নতুন অনন্তপুর দাখিল মাদরাসা ৪/দি নাসা কিন্ডার গাডেন,নতুন অনন্তপুর ৭/বালারচর নাসারিয়া ফাজিল(ডিগ্রী)মাদরাসা ৮/দিঘল হাইল্যা ডি এস দাখিল মাদরাসা ৯/বাগুয়া অনন্তপুর দাখিল মাদরাসা ১০/বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ ১১/বাগুয়া অনন্তপুর বালিকা স্কুল
হাতিয়া ইউনিয়নের পর্যটন
১/সুইচ গেট ২/ধরলা বাধঁ(বাগুয়া অনন্তপুর) ৩/ধরলা নদী(কদম তলা,বাগুয়া অনন্তপুর,হাতিয়া) ৪/হাতিয়া গণহত্যা সৃতি সৌধ ৫/হাতিয়া বদ্ধভূমি
অর্থনীতি
হাতিয়া ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
যোগাযোগ ব্যবস্থা
হাতিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ৩টি সড়ক নতুন অনন্তপুর-হাজির বাজার সড়ক-কদমতলা-বাগুয়া সড়ক ও বাগুয়া-চৌমুহনী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা,জিএস,অটো।
ধর্মীয় উপাসনালয়
হাতিয়া ইউনিয়নে ৫০টি মসজিদ, ১২টি ঈদগাহ ও ৮টি মন্দির রয়েছে।
নদী
হাতিয়া ইউনিয়নের প্রধান নদী হচ্ছে ধরলা নদী,দুতকুমর নদী ইত্যাদি।
কৃতী ব্যক্তিত্ব
- মাওলানা আব্দুর সালাম (পীর সাহেব ফুরফুরা দরবার শরীফ)
জনপ্রতিনিধি
- মো:বাবর উদ্দীন সরকার (সাবেক চেয়ারম্যান হাতিয়া ইউনিয়ন পরিষদ)
- মো:ইনতাজুল আলম (সাবেক চেয়ারম্যান হাতিয়া ইউনিয়ন পরিষদ)
- বি এম আবুল হোসেন (চেয়ারম্যান হাতিয়া ইউনিয়ন পরিষদ)
আরও দেখুন
তথ্যসূত্র
- Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪৪৪। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭।
- "Rangpur Division" (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭।