বন্দবেড় ইউনিয়ন

বন্দবেড় ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৪৯.৭৯.১১।[2]

বন্দবেড়
ইউনিয়ন
ডাকনাম: বন্দবেড় ইউপি
দেশ বাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলারৌমারী উপজেলা
আসনকুড়িগ্রাম-৪
আয়তন[1]
  মোট৫৯.৪২ কিমি (২২.৯৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[1]
  মোট৫২,৪১৩
  জনঘনত্ব৮৮০/কিমি (২৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট২৯.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস

ভৌগলিক অবস্থান ও আয়তন

রৌমারী উপজেলা সদর হতে পশ্চিম দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ১৪৬৮০ একর বা ৫৯.৪২ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা

বন্দবেড় ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বন্দবেড় ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ৫২৪১৩ জন[1], যারা ১১৯৯৪ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ২৫৭৪৯ জন এবং নারী হল ২৬৬৬৪ জন।

শিক্ষা ও সংস্কৃতি

বন্দবেড় ইউনিয়নের গড় সাক্ষরতা হার ২৯.২%। তার মধ্যে নারী শিক্ষার হার ২৫.৯% এবং পুরুষ শিক্ষার হার ৩২.৬%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ

অর্থনীতি ও যোগাযোগ

বন্দবেড় ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪৪৩। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.