ফেনী-১

ফেনী-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ফেনী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৬৫নং আসন।

ফেনী-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাফেনী জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,০৪,৮৯২ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলজাতীয় সমাজতান্ত্রিক দল
বর্তমান সাংসদশিরীন আখতার

সীমানা

ফেনী-১ আসনটি ফেনী জেলার পরশুরাম উপজেলা, ফুলগাজী উপজেলাছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ জাফর ইমাম বাংলাদেশ আওয়ামী লীগ[3][4]
১৯৯১ খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৬ খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ উপ-নির্বাচন সাঈদ ইস্কান্দার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ শিরীন আখতার জাতীয় সমাজতান্ত্রিক দল
২০১৮ শিরীন আখতার জাতীয় সমাজতান্ত্রিক দল

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শিরীন আখতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[5]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: ফেনী-১[6][7]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খালেদা জিয়া ১১৪,৪৮২ ৬৫.৪
আওয়ামী লীগ ফাইজ আহমেদ ৫৮,৫৫১ ৩৩.৪
বিকল্পধারা মোহাল্লেদ ইলিয়াস জাকারিয়া ১,২১৫ ০.৭
ইসলামী ফ্রন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম পাটোয়ারী ৫৯৬ ০.৩
বাসদ রেজাউল করিম ২৩৫ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৫৫,৯৩১ ৩১.৯
ভোটার উপস্থিতি ১৭৫,০৭৯ ৭৮.৭
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০১ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৬, বগুড়া-৭, খুলনা-২, ফেনী-১ ও লক্ষ্মীপুর-২। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি বগুড়া-৬ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে বাকী দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নভেম্বর ২০০১ সালের উপ-নির্বাচনে তার ছোটভাই সাঈদ ইস্কান্দার নির্বাচিত হন।[8]

সাধারণ নির্বাচন ২০০১: ফেনী-১[9]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খালেদা জিয়া ১০৩,১৪৯ ৭২.২ +১৬.৬
আওয়ামী লীগ জাফর ইমাম ৩৬,৭৬৩ ২৫.৭ +৫.১
স্বতন্ত্র ফজলুল হক চৌধুরী ১,০১৮ ০.৭ প্র/না
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট এ টি এম গোলাম মাওলা চৌধুরী ৬৮৮ ০.৫ প্র/না
ইসলামী ফ্রন্ট রুহুল আমিন ৪৪৯ ০.৩ +০.১
বিকেএ আনোয়ার ‍উল্লাহ ভূইয়া ৪৪৯ ০.৩ +০.১
স্বতন্ত্র রেদয়ান উল্লাহ ১৬৬ ০.১ প্র/না
জেপি (মঞ্জু) সেলিম মহিউদ্দিন ১৬২ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬৬,৩৮৬ ৪৬.৫ +১১.৫
ভোটার উপস্থিতি ১৪২,৮৪৪ ৬৯.১ -৫.৪
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ফেনী-১[9]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খালেদা জিয়া ৬৫,০৮৬ ৫৫.৬ +১৬.৯
আওয়ামী লীগ এম. ওয়াজী উল্লাহ ভূইয়া ২৪,১৩৮ ২০.৬ -৪.১
জাতীয় পার্টি (এ) জাফর ইমাম ১৫,৮৯৭ ১৩.৬ -১০.৪
জামায়াতে ইসলামী মোহাম্মদ ইউনুস ৮,৪৮০ ৭.২ -১.৫
ইসলামী ঐক্য জোট হাবিবুর রহমান ১,৭৫৮ ১.৫ প্র/না
প্রগোতিশীল জাতীয়তাবাদী দল (নুরুল এ মওলা) এ টি এম গোলাম মাওলা চৌধুরী ৩৮৫ ০.৩ -০.২
জাকের পার্টি আব্দুল কালাম মজুমদার ৩০০ ০.৩ -০.২
বিকেএ আনোয়ার উল্লাহ ভূইয়া ২৮৯ ০.২ -০.২
জেএসডি জয়নাল আবেদিন ২৬৫ ০.২ -০.২
ইসলামী ফ্রন্ট রুহুল আমিন ২৬৫ ০.২ প্র/না
বাংলাদেশ সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) শফিকুর রহমান মজুমদার ১৫৬ ০.১ প্র/না
গণফোরাম কাজী ফারুক ১৩৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪০,৯৪৮ ৩৫.০ +২১.১
ভোটার উপস্থিতি ১১৭,১৫২ ৭৪.৫ +২৯.১
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: ফেনী-১[9]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খালেদা জিয়া ৩৬,৩৭৫ ৩৮.৭
আওয়ামী লীগ জাকারিয়া ভূইয়া ২৩,২৫০ ২৪.৭
জাতীয় পার্টি (এ) জাফর ইমাম ২২,৬০১ ২৪.০
জামায়াতে ইসলামী মোহাম্মদ ইউনুস ৮,১৬৩ ৮.৭
জাসদ শিরিন আক্তার ১,২৪৫ ১.৩
ন্যাপ (মুজাফফর) মুজিবুল হক ৭৮২ ০.৮
প্রগোতিশীল জাতীয়তাবাদী দল (নুরুল এ মওলা) এ টি এম গোলাম মাওলা চৌধুরী ৫১৭ ০.৫
জাকের পার্টি আবুল কালাম ৪৫২ ০.৫
বিকেএ আনোয়ার উল্লাহ ৩৬৭ ০.৪
জেএসডি মীর আব্দুল হান্নান ৩৫১ ০.৪
সংখ্যাগরিষ্ঠতা ১৩,১২৫ ১৩.৯
ভোটার উপস্থিতি ৯৪,১০৩ ৪৫.৪
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "তিন আসনেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী, তৎপর নয় বিএনপি"জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.