মৌলভীবাজার-১
মৌলভীবাজার-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মৌলভীবাজার জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩৫নং আসন। এর বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের শাহাব উদ্দিন।
মৌলভীবাজার-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | মৌলভীবাজার জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ২,৬৫,৮০৯ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | শাহাব উদ্দিন |
সীমানা
মৌলভীবাজার-১ আসনটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা ও বড়লেখা উপজেলা নিয়ে গঠিত।[2]
ইতিহাস
১৯৮৪ সালে মৌলভীবাজার-১ নির্বাচনী এলাকা গঠিত হয়, যখন বৃহত্তর সিলেট জেলাকে বিভক্ত করে চারটি নতুন জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ) গঠিত হয়েছিল।
২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: মৌলভীবাজার-১[5][6] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | শাহাব উদ্দিন | ১০৪,০২০ | ৯১.৫ | +৩১.২ | |
জাতীয় পার্টি (এ) | আহমেদ রিয়াজ উদ্দিন | ৯,৬৪৯ | ৮.৫ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯৪,৩৭১ | ৮৩.০ | +৬২.১ | ||
ভোটার উপস্থিতি | ১১৩,৬৬৯ | ৪৮.৯ | -৩৮.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: মৌলভীবাজার-১[7][8] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | শাহাব উদ্দিন | ১০৬,৫৭০ | ৬০.৩ | +১৪.৪ | ||
বিএনপি | এবাদুর রহমান চৌধুরী | ৬৯,৬০৯ | ৩৯.৪ | -৮.২ | ||
স্বতন্ত্র | মো: আনোয়ারুল ইসলাম | ৫৬১ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৬,৯৬১ | ২০.৯ | +১৯.২ | |||
ভোটার উপস্থিতি | ১৭৬,৭৪০ | ৮৭.০ | +৬.৬ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: মৌলভীবাজার-১[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | এবাদুর রহমান চৌধুরী | ৪৯,২৮১ | ৪৭.৬ | +২৩.৭ | ||
আওয়ামী লীগ | শাহাব উদ্দিন | ৪৭,৫৩৯ | ৪৫.৯ | +৬.৩ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোকাদ্দেস আলী | ৬,৭৬৭ | ৬.৫ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৭৪২ | ১.৭ | -১৪.০ | |||
ভোটার উপস্থিতি | ১০৩,৫৮৭ | ৮০.৪ | +২.৪ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: মৌলভীবাজার-১[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | শাহাব উদ্দিন | ৩৩,১৭৯ | ৩৯.৬ | +১.৯ | ||
বিএনপি | এবাদুর রহমান চৌধুরী | ২০,০৪৭ | ২৩.৯ | +৮.৫ | ||
জাতীয় পার্টি (এ) | মাসুক আহমেদ চৌধুরী | ১৫,৩৩৫ | ১৮.৩ | -১৯.৯ | ||
জামায়াতে ইসলামী | আব্দুল মালিক | ৮,৯৫৮ | ১০.৭ | +২.১ | ||
সম্মিলিত সংগ্রাম পরিষদ | মোঃ মুসামুদ্দিন চৌধুরী | ৫,৯৯৪ | ৭.২ | প্র/না | ||
স্বতন্ত্র | আব্দুল শহিদ | ১৬২ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | এএনএম ইউসুফ | ৮২ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,১৩২ | ১৫.৭ | +১৫.২ | |||
ভোটার উপস্থিতি | ৮৩,৭৫৭ | ৭৮.০ | +১৭.৪ | |||
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: মৌলভীবাজার-১[9] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | এবাদুর রহমান চৌধুরী | ২৭,৯০০ | ৩৮.২ | ||
আওয়ামী লীগ | ইমান উদ্দিন আহমেদ | ২৭,৫৫৮ | ৩৭.৭ | ||
বিএনপি | আনাদ উদ্দিন | ১১,২৩০ | ১৫.৪ | ||
জামায়াতে ইসলামী | আব্দুল মালিক | ৬,২৫৬ | ৮.৬ | ||
গণতান্ত্রিক পার্টি | তোবারক হোসেন | ১০৮ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৪২ | ০.৫ | |||
ভোটার উপস্থিতি | ৭৩,০৫২ | ৬০.৬ | |||
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Maulvibazar-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "Electoral Area Result Statistics: Maulvibazar-1"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.