এবাদুর রহমান চৌধুরী
এবাদুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন রাজনীতিবিদ। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে চারবার (১৯৮৮, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১) নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য। ছিলেন প্রতিমন্ত্রী, উপমন্ত্রীও। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য।[1][2][3][4][5][6]
এবাদুর রহমান চৌধুরী | |
---|---|
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী | |
মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
প্রধানমন্ত্রী | খালেদা জিয়া |
সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯১ | |
প্রধানমন্ত্রী | হুসেইন মুহাম্মদ এরশাদ |
পূর্বসূরী | ইমাম উদ্দিন আহমেদ |
উত্তরসূরী | নিজে |
সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯১ – ফেব্রুয়ারি ১৯৯৬ | |
প্রধানমন্ত্রী | খালেদা জিয়া |
পূর্বসূরী | নিজে |
উত্তরসূরী | নিজে |
সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ফেব্রুয়ারি ১৯৯৬ – জুন ১৯৯৬ | |
প্রধানমন্ত্রী | খালেদা জিয়া |
পূর্বসূরী | নিজে |
উত্তরসূরী | শাহাব উদ্দিন |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় পার্টি (এরশাদ) (১৯৯১ সালের পূর্বে) |
পেশা | রাজনীতিবিদ |
জন্ম ও শিক্ষাজীবন
এবাদুর রহমান চৌধুরী মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে তিনি সক্রিয় রাজনীতির শুরু করেন। পেশায় সুপ্রিম কোর্টের আইননজীবি। তিনি ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে প্রথমবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তিনবার (১৯৯১, ১৯৯৬ ও ২০০১) মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি চারদলীয় জোট সরকারের আমলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রীসভার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জুন ১৯৯৬ ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহাব উদ্দিনের কাছে পরাজিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিন রাজনীতির মাঠে নীরব ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে প্রথমে মনোনয়ন জমা দিলেও পরে শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।[1][2][3][4][7]
রাজনীতিবিদ ও আইননজীবি পরিচয়ের বাইরে তিনি সাংবাদিক, ছড়াকার, কবি, বক্তা এবং লেখক। তার বেশ কয়েকটি বই লন্ডনের মন্টিফিউরী সেন্টারের গ্রন্থাগারেও সংরক্ষিত আছে। অধুুনালুপ্ত পত্রিকা সাপ্তাহিক জনদুতের সম্পাদক ছিলেন তিনি।[8]
ব্যাক্তি জীবন
ব্যাক্তি এবাদুর রহমান চৌধুরী একজন সংস্কৃতিবান মানুষ তার চার কন্যার সবাই স্নাতকোত্তর ডিগ্রীধারী। সবাই যে যার পেশায় সফল। সেঝো কন্যা ব্যারিষ্টার জহরত আদিবা চৌধুরী।
আরও দেখুন
তথ্যসূত্র
- "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯।
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "পিছু হটলেন সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৭।
- "মনোনয়ন বাতিল হওয়ায় নিন্দা ও প্রতিবাদ এবাদুর রহমানের"। Odhikar। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৭।
- "তত্ত্বাবধায়ক ছাড়া দেশ প্রেমিক কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে না -এবাদুর রহমান চৌধুরী"। পাতাকুঁডির দেশ (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৭-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৭।
- sylhetview24.com। "আলোকের যাত্রী এবাদুর রহমান চৌধুরী"। www.sylhetview24.net। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৭।