ঢাকা-১৮
ঢাকা-১৮ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৯১নং আসন।
ঢাকা-১৮ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৫,৫৫,৭১৩ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | সাহারা খাতুন |
সীমানা
ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ ও ১৭ নং ওয়ার্ড এবং দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং উত্তরখান থানার এলাকা নিয়ে গঠিত।[2]
ইতিহাস
২০০১ সালের বাংলাদেশ আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ করার পর, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে। ২০০৮ সালে পুনর্নির্ধারণের ফলে ঢাকা মহানগর এলাকায় ৭টি নতুন আসন যোগ করা হয়, যার ফলে রাজধানীতে আসন সংখ্যা ১৩টি থেকে বৃদ্ধি পেয়ে ২০টি-তে দাঁড়ায়।
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
২০০৮ | সাহারা খাতুন | আওয়ামী লীগ | |
২০১৪ | সাহারা খাতুন | আওয়ামী লীগ | |
২০১৮ | সাহারা খাতুন | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচনী ফলাফল
২০১৪
[3]}}
সাধারণ নির্বাচন, ২০১৪: ঢাকা-১৮ | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | সাহারা খাতুন | ১৬০,৮২০ | ৯৬.২ | +৩২.৫ | |
বিএনএফ | আতিকুর রহমান নাজিম | ৬,৪১৭ | ৩.৮ | – | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৫৪,৪০৩ | ৯২.৩ | +৬৩.৫ | ||
ভোটার উপস্থিতি | ১৬৭,২৩৭ | ৩৩.৪ | -৪২.৩ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০৮
সাধারণ নির্বাচন, ২০০৮: ঢাকা-১৮[4] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | সাহারা খাতুন | ২১৩,৩৩২ | ৬৩.৭ | – | |
বিএনপি | আজিজুল বারী হেলাল | ১১৬,৭৮৬ | ৩৪.৯ | – | |
ইসলামী আন্দোলন | মোঃ ফরিদ উদ্দিন দেওয়ান | ১,৮৮৩ | ০.৬ | – | |
জেএসডি | মোঃ লিয়াকত হোসাইন মিয়াহ | ৮৩৭ | ০.৩ | – | |
স্বতন্ত্র | আবু আমাম্মদ জহিরুল আমীন খান | ৬৫৬ | ০.২ | – | |
বাংলাদেশ কল্যাণ পার্তি | এসকে. শহীদুজ্জামান | ৩৮৫ | ০.১ | – | |
গণফোরাম | আমীন আহমেদ আফসারী | ৩১৯ | ০.১ | – | |
তরিকত ফেডারেশন | এ. এইচ. মোস্তোফা ফামাল | ২৭২ | ০.১ | – | |
বিকেএ | মোঃ শহীদুল্লা কাজী | ২১৯ | ০.১ | – | |
গণফ্রন্ট | মোঃ আমান উল্লাহ সিকদার | ১০৫ | ০.০ | – | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯৬,৫৪৬ | ২৮.৮ | – | ||
ভোটার উপস্থিতি | ৩৩৪,৭৯৪ | ৭৫.৭ | – | ||
আওয়ামী লীগ জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "Dhaka-18"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৭ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.