উত্তরা থানা
উত্তরা থানা বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত একটি থানা ও একটি আবাসিক এলাকা যা ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অবস্থিত। এটি ঢাকার উত্তরাংশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর নিকটে গাজীপুরে যাওয়ার পথে অবস্থিত।
উত্তরা | |
---|---|
থানা | |
উত্তরা মডেল টাউন | |
![]() ![]() উত্তরা | |
স্থানাঙ্ক: ২৩°৫২′০.১″ উত্তর ৯০°২৪′১৫.১″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
সরকার | |
• ওয়ার্ড কমিশনার | ড. হাফিজুল ইসলাম কুসুম[1] |
আয়তন | |
• মোট | ৩৬.৯১ কিমি২ (১৪.২৫ বর্গমাইল) |
উচ্চতা[2] | ২৩ মিটার (৭৫ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৩,৪৫,০৯৭ |
• জনঘনত্ব | ৯৩০০/কিমি২ (২৪০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১২৩০ ![]() |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ২৬ ৯৫ |
আবাসিক এলাকা হিসাবে গড়ে তোলা উত্তরা মডেল টাউন বেশ কয়েকটি সেক্টরে বিভক্ত। ঢাকা শহরের জনবহুল এলাকা হতে দূরে নিরিবিলি আবাসিক এলাকা হিসাবে ১৯৮০ ও ১৯৯০ এর দশকে বাংলাদেশ সরকার মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের আবাসস্থল হিসাবে এই এলাকাটি গড়ে তোলে। তবে বর্তমানে এখানে আবাসিক এলাকা ছাড়াও অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে।
তথ্যসূত্র
- Dhaka South City Corporation: SiteMap. Dhakacity.org.
- "Geographic coordinates of Dhaka, Bangladesh"। DATEANDTIME.INFO। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.