বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০০১
আদমশুমারি ও গৃহগণনা-২০০১ বাংলাদেশে অনুষ্ঠিত ৪র্থ আদমশুমারি, যা ২০০১ সালের ২৩ থেকে ২৭ জানুয়ারি বাংলাদেশের সকল জেলা, উপজেলা, শহর ও গ্রামাঞ্চলে একযোগে পরিচালিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতি ১০ বছর পর পর আদমশুমারি পরিচালনা করে থাকে। এর পূর্বে ১৯৯১ সালে আদমশুমারি পরিচালিত হয়েছিল। আদমশুমারির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০০১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৩০,৫২২,৫৯৮ জন,[1] যার মধ্যে গগনাকৃত জনসংখ্যা হল ১২৪,৩৫৫,২৬৩ জন, অর্থাৎ মোট জনসংখ্যার ৪.৯৮% গণনার আওতায় আনা যায়নি যার মধ্যে ৪.৫৪% গ্রামাঞ্চলে, ৫.৮১% পৌর সভা এলাকায়, ৩.৭৩% অন্যান্য শহর এলাকায় ও ৭.৬৭% এসএমএ সমূহে যেগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়।
আদমশুমারি ও গৃহগণনা-২০০১ | |
---|---|
সাধারণ তথ্য | |
দেশ | বাংলাদেশ |
পরিচালনার তারিখ | ২৩ — ২৭ মার্চ ২০০১ |
সর্বমোট জনসংখ্যা | ১৩০,৫২২,৫৯৮ |
শতকরা পরিবর্তন | ![]() |
তথ্যসূত্র
- ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "আদমশুমারি"। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.