জামালপুর-৫
জামালপুর-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জামালপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪২নং আসন।
জামালপুর-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | জামালপুর জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৪,৬৯,৮১৮ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | মোজাফফর হোসেন |
সীমানা
জামালপুর-৫ আসনটি জামালপুর জেলার সদর উপজেলার কেন্দুয়া, শরীফপুর, লক্ষীচর, তুরসীরচর, ইটাইল, নরুন্দি, ঘোড়াধাপ, বাঁশচড়া, রানাগাছা, শ্রীপুর, শাহবাজাপুর, দিগপাইত ও রশিদপুর ইউনিয়ন নান্দিনা রনরামপুর নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | |||
১৯৭৯ | খন্দকার আব্দুল হামিদ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[3] | |
১৯৮৬ | এম খলিলুর রহমান | বাংলাদেশ আওয়ামী লীগ[4] | |
১৯৮৮ | মোহাম্মদ রেজা খান | [5] | |
১৯৯১ | সিরাজুল হক | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | সিরাজুল হক | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
জুন ১৯৯৬ | রেজাউল করিম হীরা | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০০১ | রেজাউল করিম হীরা | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০০৮ | রেজাউল করিম হীরা | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | রেজাউল করিম হীরা | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৮ | মোজাফফর হোসেন | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: জামালপুর-৫[6] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | রেজাউল করিম হীরা | ১৯,৭৭১ | ৯৭.৪ | +২৮.৭ | |
জাতীয় পার্টি (এ) | বাবার আলী খান | ৫২৬ | ২.৬ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,২৪৫ | ৯৪.৮ | +৫৬.৬ | ||
ভোটার উপস্থিতি | ২০,২৯৭ | ৫.৪ | -৮০.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: জামালপুর-৫[7][8] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | রেজাউল করিম হীরা | ১৯৮,৮৯৯ | ৬৮.৭ | +১৩.০ | |
বিএনপি | সিরাজুল হক | ৮৮,১১৮ | ৩০.৪ | -১১.৯ | |
জাসদ | মোঃ তাজউদ্দিন | ৯৪৬ | ০.৩ | প্র/না | |
কৃষক শ্রমিক জনতা লীগ | আবু মোহাম্মদ আহসান কবির | ৮৭৪ | ০.৩ | প্র/না | |
জাকের পার্টি | আবুল আল্লামা মোঃ জসিম উদ্দিন | ৪৫২ | ০.২ | প্র/না | |
বিকল্পধারা | মোহাম্মদ আলী জিন্নাহ | ৩৯৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১১০,৭৮১ | ৩৮.২ | +২৪.৯ | ||
ভোটার উপস্থিতি | ২৮৯,৬৮৪ | ৮৫.৫ | +৭.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ২০০১: জামালপুর-৫[9] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | রেজাউল করিম হীরা | ১৫০,২৪০ | ৫৫.৭ | -৪.৮ | |
বিএনপি | সিরাজুল হক | ১১৪,২৩২ | ৪২.৩ | +৬.৩ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | নজরুল ইসলাম | ৪,৮৫৪ | ১.৮ | প্র/না | |
স্বতন্ত্র | মোহাম্মদ আলী জিন্নাহ | ৩৫৮ | ০.১ | প্র/না | |
জেপি (মঞ্জু) | বাবর আলী খান | ১৯১ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৬,০০৮ | ১৩.৩ | -৯.৪ | ||
ভোটার উপস্থিতি | ২৬৯,৮৭৫ | ৭৭.৬ | +১.৪ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: জামালপুর-৫[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | রেজাউল করিম হীরা | ১৩০,৮০৬ | ৬০.৫ | +১৫.৫ | ||
বিএনপি | সিরাজুল হক | ৭৭,৮৬৫ | ৩৬.০ | -১২.৫ | ||
জামায়াতে ইসলামী | মোঃ মজিবুর রহমান | ৫,৮৪৭ | ২.৭ | প্র/না | ||
গণফোরাম | খলিলুর রহমান | ৬৮৫ | ০.৩ | প্র/না | ||
জাকের পার্টি | খন্দকার নুরুজ্জামান | ৪৮৫ | ০.২ | -০.২ | ||
স্বতন্ত্র | জয়নাল আবেদিন | ৪৮৩ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মোহাম্মদ আলী | ২০০ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫২,৯৪১ | ২৪.৫ | +২১.০ | |||
ভোটার উপস্থিতি | ২১৬,৩৭১ | ৭৬.২ | +২৭.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: জামালপুর-৫[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | সিরাজুল হক | ৭০,৩৯২ | ৪৮.৫ | |||
আওয়ামী লীগ | খলিলুর রহমান | ৬৫,৩২০ | ৪৫.০ | |||
জাতীয় ঐক্য ফ্রন্ট | আশরাফ ফারুকী | ২,৬০৭ | ১.৮ | |||
স্বতন্ত্র | মুজিবুর রহমান | ২,৩৯৫ | ১.৬ | |||
জাতীয় পার্টি (এ) | নাজিম উদ্দিন | ১,৮৮০ | ১.৩ | |||
বিকেএ | খণ্দকার আব্দুল মতিন | ৮২৬ | ০.৬ | |||
জাকের পার্টি | এম এ কুদ্দুস | ৫৫৭ | ০.৪ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | মোঃ আঃ আজিজ | ৫৫৭ | ০.৪ | |||
জেএসডি | আঃ হাকিম | ৪৫৯ | ০.৩ | |||
স্বতন্ত্র | রেজাউল করিম হীরা | ২৭১ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,০৭২ | ৩.৫ | ||||
ভোটার উপস্থিতি | ১৪৫,২৬৪ | ৪৮.৮ | ||||
[[|প্রযোজ্য নয়]] থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Jamalpur-5"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.