পিরোজপুর-২

পিরোজপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি পিরোজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২৮নং আসন।

পিরোজপুর-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাপিরোজপুর জেলা
বিভাগবরিশাল বিভাগ
নির্বাচকমণ্ডলী২,২০,৫০৮ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলজাতীয় পার্টি (এরশাদ)
বর্তমান সাংসদআনোয়ার হোসেন মঞ্জু

সীমানা

পিরোজপুর-২ আসনটি পিরোজপুর জেলার কাউখালী উপজেলা, ভাণ্ডারিয়া উপজেলাইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ মোঃ মনিরুল ইসলাম মনির জাতীয় পার্টি[3]
১৯৮৮ আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি[4]
১৯৯১ আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি
ফেব্রুয়ারি ১৯৯৬ নুরুল ইসলাম মঞ্জুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সেপ্টেম্বর ১৯৯৬ উপ-নির্বাচন তাসমিমা হোসেন জাতীয় পার্টি (এরশাদ)
২০০১ আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি (মঞ্জু)
২০০৮ শাহ আলম (পিরোজপুরের রাজনীতিবিদ) বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি (মঞ্জু)
২০১৮ আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি (এরশাদ)

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আনোয়ার হোসেন মঞ্জু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[5]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: পিরোজপুর-২[6][7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শাহ আলম ১২৮,৫৪৪ ৬৫.৪ +৪৭.৮
বিএনপি নুরুল ইসলাম মঞ্জুর ৫৯,৪২৮ ৩০.২ +৩.৩
ইসলামী আন্দোলন মোঃ আবুল কালাম আজাদ ৮,২০৯ ৪.২ প্র/না
স্বতন্ত্র সৈয়দ শহীদুল হক জামাল ২৭৬ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬৯,১১৬ ৩৫.২ +১৩.৩
ভোটার উপস্থিতি ১৯৬,৪৫৭ ৮৪.৪ +৩০.৭
জেপি (মঞ্জু) থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: পিরোজপুর-২[8]
দল প্রার্থী ভোট % ±%
জেপি (মঞ্জু) আনোয়ার হোসেন মঞ্জু ৩৭,৩৫০ ৪৮.৮ প্র/না
বিএনপি নুরুল ইসলাম মঞ্জুর ২০,৫৯৪ ২৬.৯ +২৫.১
আওয়ামী লীগ এ হাকিম ১৩,৪৫৩ ১৭.৬ -১৭.৮
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ শাহজাহান হাওলাদার ৪,৯১৫ ৬.৪ প্র/না
স্বতন্ত্র সৈয়দ খলিলুর রহমান ১৫৪ ০.২ প্র/না
বাংলাদেশ পিপলস কংগ্রেস শাহ সৈয়দ মো নূরুল হুদা জমাদ্দার ৫৬ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৬,৭৫৬ ২১.৯ -৫.৫
ভোটার উপস্থিতি ৭৬,৫২২ ৫৩.৭ +০.৭
জাতীয় পার্টি (এ) থেকে জেপি (মঞ্জু) অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে আনোয়ার হোসেন মঞ্জু দুটি আসনে দাড়ান: পিরোজপুর-২ ও ঝালকাঠি-১ । দুই আসনেই জয়ী হবার পর, তিনি ঝালকাঠি-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন ও এর ফলে অন্য আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[9] ১ সেপ্টেম্বর ১৯৯৬ সালের উপ-নির্বাচনে তার স্ত্রী তাসমিমা হোসেন নির্বাচিত হন।[10]

পিরোজপুর-২ উপ-নির্বাচন, সেপ্টেম্বর ১৯৯৬[11]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি (এ) তাসমিমা হোসেন ৩৩,৩৩২ ৬২.৮ +১০.৮
আওয়ামী লীগ এম মতিউর রহমান ১৮,৮০১ ৩৫.৪ +১৪.০
বিএনপি আব্দুল ওয়াহাব হাওলাদার ৯৩০ ১.৮ -৯.৬
সংখ্যাগরিষ্ঠতা ১৪,৫৩১ ২৭.৪ -৩.২
ভোটার উপস্থিতি ৫৩,০৬৩ ৫৩.০ -১.৫
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: পিরোজপুর-২[8]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি (এ) আনোয়ার হোসেন মঞ্জু ৩৩,৫১৯ ৫২.০ -৪.০
আওয়ামী লীগ আলতাফ হোসেন ১৩,৮১১ ২১.৪ -২.৪
বিএনপি নুরুল ইসলাম মঞ্জুর ৭,৩৮৫ ১১.৪ +২.০
জামায়াতে ইসলামী এ বি এম খায়রুল ইসলাম ৬,৩৪৬ ৯.৮ +২.৭
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন নুরুল হুদা ২,৩৯৫ ৩.৭ প্র/না
ওয়ার্কার্স পার্টি খান মোঃ রুস্তম আলী ৩১৮ ০.৫ +০.১
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) মোঃ আবদুর সাত্তার হান ২০৩ ০.৩ প্র/না
জাকের পার্টি মোঃ জাকির হোসেন ১৯২ ০.৩ -০.১
স্বতন্ত্র মঞ্জুর হাসান মাহমুদ সেলিম ১২৬ ০.২ প্র/না
ফ্রিডম পার্টি এস এম মজিবুর রহমান ৭৬ ০.১ ০.০
স্বতন্ত্র শাহাদাত হোসেন ৭১ ০.১ প্র/না
জন দল শাহ আলম ৬৫ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৯,৭০৮ ৩০.৬ -১.৬
ভোটার উপস্থিতি ৬৪,৫০৭ ৬৪.৫ +১৯.২
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: পিরোজপুর-২[8]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি (এ) আনোয়ার হোসেন মঞ্জু ৩৬,৬৫১ ৫৬.০
আওয়ামী লীগ এ হাকিম ১৫,৫৬০ ২৩.৮
বিএনপি বজলুল হক হারুন ৬,১৪০ ৯.৪
জামায়াতে ইসলামী আবুল বাশার ৪,৬৫৯ ৭.১
ইসলামী ঐক্য জোট এ মতিন ১,১৪৮ ১.৮
ইউসিএল নিমাই কৃষ্ণ মন্ডল ৪৪৯ ০.৭
ওয়ার্কার্স পার্টি ফিরোজ ২৯১ ০.৪
জাকের পার্টি মাহবুবুর রহমান ২৬৬ ০.৪
গণতন্ত্রী পার্টি অমলেন্দু বেপারি ২০২ ০.৩
ফ্রিডম পার্টি এস এম মজিবুর রহমান ৫৮ ০.১
স্বতন্ত্র খান এনায়েত করিম ৪৫ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ২১,০৯১ ৩২.২
ভোটার উপস্থিতি ৬৫,৪৬৯ ৪৫.৩
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  9. "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮
  10. আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ১৬৭, ১৭৭। আইএসবিএন 0-7546-1628-2।
  11. "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩০৬, ৩১০। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.