রংপুর-১
রংপুর-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রংপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯ নং আসন।
রংপুর-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | রংপুর জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ২,৮৭,৯৮৪ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | জাতীয় পার্টি (এরশাদ) |
বর্তমান সাংসদ | মসিউর রহমান রাঙ্গা |
সীমানা
এটি রংপুর জেলার গংগাচড়া উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সাংসদ | রাজনৈতিক দল | |
---|---|---|---|
১৯৭৩ | আবদুর রউফ | বাংলাদেশ আওয়ামী লীগ[3] | |
১৯৭৯ | শফিকুল গনি স্বপন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4] | |
১৯৮৬ | ময়েজুদ্দিন সরকার | জাতীয় পার্টি[5][6] | |
১৯৯১ | হুসেইন মুহাম্মদ এরশাদ | জাতীয় পার্টি | |
১৯৯১ উপনির্বাচন | করিমুদ্দিন ভরসা | জাতীয় পার্টি | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
জুন ১৯৯৬ | শরফুদ্দিন আহমেদ ঝন্টু | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০০১ | মসিউর রহমান রাঙ্গা | ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট | |
২০০৮ | হোসাইল মকবুল শাহরিয়ার | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০১৪ | মসিউর রহমান রাঙ্গা | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০১৮ | মসিউর রহমান রাঙ্গা | জাতীয় পার্টি (এরশাদ) |
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মসিউর রহমান রাঙ্গা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: রংপুর-১[8][9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি (এ) | হোসাইল মকবুল শাহরিয়ার | ১৬৮,৯৮৯ | ৮১.০ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | মুহাম্মদ আব্দুল গনি | ২৮,২৭০ | ১৩.৬ | -১৪.৬ | ||
স্বতন্ত্র | আনওয়ারুল ইসলাম | ৮,২১০ | ৩.৯ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | মো: খায়রুল ইসলাম | ২,১০১ | ১.০ | প্র/না | ||
গণতন্ত্রী পার্টি | সাইফ উদ্দিন আহমেদ | ৭৪১ | ০.৪ | প্র/না | ||
প্রগদ | মো: আব্দুল কাইয়ুম | ৩১৩ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪০,৭১৯ | ৬৭.৫ | +৫১.২ | |||
ভোটার উপস্থিতি | ২০৮,৬২৪ | ৮৫.২ | +৮.৬ | |||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: রংপুর-১[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মসিউর রহমান রাঙ্গা | ৭৭,৮১২ | ৪৪.৬ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | শাহ মো: রুহুল ইসলাম | ৪৯,২৭৮ | ২৮.২ | +৬.৮ | ||
আওয়ামী লীগ | মো: শরফ উদ্দিন আহমেদ | ৪৭,১০৯ | ২৭.০ | +৩.৬ | ||
স্বতন্ত্র | মো: মতিয়ার রহমান | ৪৫৬ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৮,৫৩৪ | ১৬.৩ | -১০.৯ | |||
ভোটার উপস্থিতি | ১৭৪,৬৫৫ | ৭৬.৬ | +৭.৯ | |||
জাতীয় পার্টি (এ) থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: রংপুর-১[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | শরফুদ্দিন আহমেদ ঝন্টু | ৬১,৩৭৩ | ৫০.৬ | ||
আওয়ামী লীগ | মেসবাহ উদ্দিন আহমেদ | ২৮,৩৭৩ | ২৩.৪ | ||
জামায়াতে ইসলামী | শাহ মো: রুহুল আমিন | ২৫,৯২৩ | ২১.৪ | ||
বিএনপি | আলী মো: জাফর | ৩,৬১০ | ৩.০ | ||
ইসলামী ঐক্য জোট | মো: থেরু কবি | ৫৯৩ | ০.৫ | ||
ওয়ার্কার্স পার্টি | রুহিনি চন্দ্র রায় | ৫৬৩ | ০.৫ | ||
স্বতন্ত্র | মো: সামসুল আলম | ৩২৭ | ০.৩ | ||
জাকের পার্টি | মো: মোজাম্মেল হক | ২০৬ | ০.১ | ||
স্বতন্ত্র | মো: মোস্তফা কামাল | ১৬৩ | ০.১ | ||
স্বতন্ত্র | মো: মোসাদ্দেক হোসেন | ১৬৩ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৩,০০০ | ২৭.২ | |||
ভোটার উপস্থিতি | ১২১,২৯৪ | ৬৮.৭ | |||
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯১ সালের সাধারণ নির্বাচনে হুসেন মুহাম্মদ এরশাদ জেল থেকে পাঁচটি আসনের নির্বাচনে দাড়ান: রংপুর-১, রংপুর-২,[11] রংপুর-৩, রংপুর-৫,[12] ও রংপুর-৬।[13] সবগুলি আসনে জয়লাভের পর তিনি রংপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার বেছে নেন, ফলে বাকি চার আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।[14] ১৯৯১ সালের উপ-নির্বাচনে জাতীয় পার্টির করিমুদ্দিন ভরসা নির্বাচিত হন।[15]
সাধারণ নির্বাচন ১৯৯১: রংপুর-১[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | হুসেইন মুহাম্মদ এরশাদ | ৫০,০০৪ | ৫৬.৫ | ||
আওয়ামী লীগ | মজিবর রহমান প্রামানিক | ২০,৩১০ | ২২.৯ | ||
জামায়াতে ইসলামী | শাহ মোঃ রুহুল ইসলাম | ১৫,৫১৫ | ১৭.৫ | ||
ন্যাপ (মুজাফফর) | মো: সেকেন্দার আলী | ১,২২০ | ১.৪ | ||
বিএনপি | মো: শাহ এমদাদুল হক | ৬৯৫ | ০.৮ | ||
জাকের পার্টি | মো: রুহুল আমিন | ৪৬৪ | ০.৫ | ||
ওয়ার্কার্স পার্টি | মো: চাদ মিয়া | ২৩৪ | ০.৩ | ||
ইউসিএল | একেএম শিরাজুল ইসলাম | ১০২ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৯,৬৯৪ | ৩৩.৫ | |||
ভোটার উপস্থিতি | ৮৮,৫৪৭ | ৫৪.৩ | |||
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮।
- আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.