রংপুর-১

রংপুর-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রংপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯ নং আসন।

রংপুর-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলারংপুর জেলা
বিভাগরংপুর বিভাগ
নির্বাচকমণ্ডলী২,৮৭,৯৮৪ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলজাতীয় পার্টি (এরশাদ)
বর্তমান সাংসদমসিউর রহমান রাঙ্গা

সীমানা

এটি রংপুর জেলার গংগাচড়া উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসাংসদরাজনৈতিক দল
১৯৭৩ আবদুর রউফ বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৭৯ শফিকুল গনি স্বপন বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4]
১৯৮৬ ময়েজুদ্দিন সরকার জাতীয় পার্টি[5][6]
১৯৯১ হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয় পার্টি
১৯৯১ উপনির্বাচন করিমুদ্দিন ভরসা জাতীয় পার্টি
ফেব্রুয়ারি ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ শরফুদ্দিন আহমেদ ঝন্টু জাতীয় পার্টি (এরশাদ)
২০০১ মসিউর রহমান রাঙ্গা ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট
২০০৮ হোসাইল মকবুল শাহরিয়ার জাতীয় পার্টি (এরশাদ)
২০১৪ মসিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ মসিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টি (এরশাদ)

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মসিউর রহমান রাঙ্গা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: রংপুর-১[8][9]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি (এ) হোসাইল মকবুল শাহরিয়ার ১৬৮,৯৮৯ ৮১.০ প্র/না
জামায়াতে ইসলামী মুহাম্মদ আব্দুল গনি ২৮,২৭০ ১৩.৬ -১৪.৬
স্বতন্ত্র আনওয়ারুল ইসলাম ৮,২১০ ৩.৯ প্র/না
ইসলামী আন্দোলন মো: খায়রুল ইসলাম ২,১০১ ১.০ প্র/না
গণতন্ত্রী পার্টি সাইফ উদ্দিন আহমেদ ৭৪১ ০.৪ প্র/না
প্রগদ মো: আব্দুল কাইয়ুম ৩১৩ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৪০,৭১৯ ৬৭.৫ +৫১.২
ভোটার উপস্থিতি ২০৮,৬২৪ ৮৫.২ +৮.৬
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: রংপুর-১[10]
দল প্রার্থী ভোট % ±%
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মসিউর রহমান রাঙ্গা ৭৭,৮১২ ৪৪.৬ প্র/না
জামায়াতে ইসলামী শাহ মো: রুহুল ইসলাম ৪৯,২৭৮ ২৮.২ +৬.৮
আওয়ামী লীগ মো: শরফ উদ্দিন আহমেদ ৪৭,১০৯ ২৭.০ +৩.৬
স্বতন্ত্র মো: মতিয়ার রহমান ৪৫৬ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৮,৫৩৪ ১৬.৩ -১০.৯
ভোটার উপস্থিতি ১৭৪,৬৫৫ ৭৬.৬ +৭.৯
জাতীয় পার্টি (এ) থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: রংপুর-১[10]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি (এ) শরফুদ্দিন আহমেদ ঝন্টু ৬১,৩৭৩ ৫০.৬
আওয়ামী লীগ মেসবাহ উদ্দিন আহমেদ ২৮,৩৭৩ ২৩.৪
জামায়াতে ইসলামী শাহ মো: রুহুল আমিন ২৫,৯২৩ ২১.৪
বিএনপি আলী মো: জাফর ৩,৬১০ ৩.০
ইসলামী ঐক্য জোট মো: থেরু কবি ৫৯৩ ০.৫
ওয়ার্কার্স পার্টি রুহিনি চন্দ্র রায় ৫৬৩ ০.৫
স্বতন্ত্র মো: সামসুল আলম ৩২৭ ০.৩
জাকের পার্টি মো: মোজাম্মেল হক ২০৬ ০.১
স্বতন্ত্র মো: মোস্তফা কামাল ১৬৩ ০.১
স্বতন্ত্র মো: মোসাদ্দেক হোসেন ১৬৩ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৩৩,০০০ ২৭.২
ভোটার উপস্থিতি ১২১,২৯৪ ৬৮.৭
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯১ সালের সাধারণ নির্বাচনে হুসেন মুহাম্মদ এরশাদ জেল থেকে পাঁচটি আসনের নির্বাচনে দাড়ান: রংপুর-১, রংপুর-২,[11] রংপুর-৩, রংপুর-৫,[12]রংপুর-৬[13] সবগুলি আসনে জয়লাভের পর তিনি রংপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার বেছে নেন, ফলে বাকি চার আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।[14] ১৯৯১ সালের উপ-নির্বাচনে জাতীয় পার্টির করিমুদ্দিন ভরসা নির্বাচিত হন।[15]

সাধারণ নির্বাচন ১৯৯১: রংপুর-১[10]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি (এ) হুসেইন মুহাম্মদ এরশাদ ৫০,০০৪ ৫৬.৫
আওয়ামী লীগ মজিবর রহমান প্রামানিক ২০,৩১০ ২২.৯
জামায়াতে ইসলামী শাহ মোঃ রুহুল ইসলাম ১৫,৫১৫ ১৭.৫
ন্যাপ (মুজাফফর) মো: সেকেন্দার আলী ১,২২০ ১.৪
বিএনপি মো: শাহ এমদাদুল হক ৬৯৫ ০.৮
জাকের পার্টি মো: রুহুল আমিন ৪৬৪ ০.৫
ওয়ার্কার্স পার্টি মো: চাদ মিয়া ২৩৪ ০.৩
ইউসিএল একেএম শিরাজুল ইসলাম ১০২ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ২৯,৬৯৪ ৩৩.৫
ভোটার উপস্থিতি ৮৮,৫৪৭ ৫৪.৩
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  12. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  13. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  14. "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮
  15. আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.