চট্টগ্রাম-২
চট্টগ্রাম-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৭৯নং আসন।
চট্টগ্রাম-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | চট্টগ্রাম জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৩,৬৯,১২১ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ তরিকত ফেডারেশন |
বর্তমান সাংসদ | সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী |
সীমানা
চট্টগ্রাম-২ আসনটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: চট্টগ্রাম-২[7][8] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
তরিকত ফেডারেশন | সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী | ১২৫,৩৫১ | ৯০.৫ | প্র/না | ||
স্বতন্ত্র | মাহমুদ হাসান | ১২,৪৩৩ | ৯.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ নাজিম উদ্দিন | ৭৩১ | ০.৫ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১২,৯১৮ | ৮১.৫ | +৭২.২ | |||
ভোটার উপস্থিতি | ১৩৮,৫১৫ | ৪২.৫ | -৪২.৬ | |||
বিএনপি থেকে তরিকত ফেডারেশন অর্জন করে | ||||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: চট্টগ্রাম-২[9][10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | সালাউদ্দিন কাদের চৌধুরী | ১২৯,৩৩৩ | ৫৮.১ | +৮.৮ | |
আওয়ামী লীগ | এটিএম পিয়ারুল ইসলাম | ৯২,২৬৬ | ৪১.৪ | +৭.৮ | |
গণফোরাম | লিয়াতহ আলী চৌধুরী | ১,০৯৮ | ০.৫ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৭,০৬৭ | ৯.৩ | -৬.৪ | ||
ভোটার উপস্থিতি | ২২২,৬৯৭ | ৮৫.১ | +৮.৭ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ২০০১: চট্টগ্রাম-২[11] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | এল. কে. সিদ্দিকী | ৬৭,৫১২ | ৪৯.৩ | +৮.১ | ||
আওয়ামী লীগ | এ বি এম আবুল কাশেম | ৪৬,০৪৫ | ৩৩.৬ | -৯.৯ | ||
স্বতন্ত্র | নুরুল মোস্তফা কামাল চৌধুরী | ১৬,৪২৪ | ১২.০ | প্র/না | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ দিদারুল কবির | ৪,৯৭১ | ৩.৬ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | আবুল আসাদ মোহাম্মদ জোবায়ের | ১,৫০৫ | ১.১ | +০.৬ | ||
কমিউনিস্ট পার্টি | মোঃ মসিউদ্দৌলা | ২৩১ | ০.২ | প্র/না | ||
জেপি (মঞ্জু) | মীর মোঃ নওশাদ উদ্দিন | ১২৬ | ০.১ | প্র/না | ||
জাসদ | সাইফুল আক্তার | ১০৫ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২১,৪৬৭ | ১৫.৭ | +১৩.৪ | |||
ভোটার উপস্থিতি | ১৩৬,৯১৯ | ৭৬.৪ | -০.২ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চট্টগ্রাম-২[11] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | এ. বি. এম. আবুল কাসেম | ৪৫,৪৭৮ | ৪৩.৫ | +৭.৫ | ||
বিএনপি | এল. কে. সিদ্দিকী | ৪৩,১২১ | ৪১.২ | -৪.৬ | ||
জাতীয় পার্টি (এ) | মোঃ দিদারুল কবির | ৭,৬০২ | ৭.৩ | +৩.১ | ||
জামায়াতে ইসলামী | মোঃ শফিকুল মাওলা | ৭,৪৮৮ | ৭.২ | -৩.৪ | ||
ইসলামী ফ্রন্ট | মোঃ মুসা আল কাদেরী | ৫৭৪ | ০.৫ | প্র/না | ||
ইসলামী ঐক্য জোট | খায়রুল ইসলাম চৌধুরী | ১৫৯ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | ফকরুল উদ্দিন চৌধুরী | ১২১ | ০.১ | প্র/না | ||
জাকের পার্টি | নুরুল আলম চৌধুরী | ৯২ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৩৫৭ | ২.৩ | -৭.৬ | |||
ভোটার উপস্থিতি | ১০৪,৬৩৫ | ৭৬.৬ | +১৮.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: চট্টগ্রাম-২[11] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | এল. কে. সিদ্দিকী | ৩৬,৮৫৫ | ৪৫.৮ | |||
আওয়ামী লীগ | এবিএম আবুল কাশেম | ২৮,৯২৮ | ৩৬.০ | |||
জামায়াতে ইসলামী | মোঃ শফিকুল মৌলা | ৮,৫৪৯ | ১০.৬ | |||
জাতীয় পার্টি (এ) | ফজলুল কাদের | ৩,৩৯৬ | ৪.২ | |||
স্বতন্ত্র | কাজী খায়রুল আলম | ২,২৮৯ | ২.৮ | |||
বাকশাল | নুর আহমেদ | ১৬৮ | ০.২ | |||
জেএসডি | গাজী মোঃ সেকেন্দার | ১৩০ | ০.২ | |||
জাতীয় বিপ্লবী ফ্রন্ট | ফজলুল কাদের | ৭৯ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৯২৭ | ৯.৯ | ||||
ভোটার উপস্থিতি | ৮০,৩৯৪ | ৫৮.২ | ||||
জেএসডি থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- বাংলাদেশ নির্বাচন কমিশন (১৩ ফেব্রুয়ারি ২০১৮)। "Parliament Election 1973: Constituency wise Result of Chittagong-2"। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Chittagong-2"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "Electoral Area Result Statistics: Chittagong-2"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.