সিলেট-৬
সিলেট-৬ (সাবেক সিলেট-১১) আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিলেট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩৪নং আসন।
সিলেট-৬ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | সিলেট জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৩,৯৩,৮৮৫ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | নুরুল ইসলাম নাহিদ |
সীমানা
সিলেট-৬ আসনটি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[2]
ইতিহাস
সিলেট-৬ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নুরুল ইসলাম নাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[15]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: সিলেট-৬[16][17] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | নুরুল ইসলাম নাহিদ | ১৩৮,৩৫৩ | ৫৭.০ | +১৮.৯ | ||
জামায়াতে ইসলামী | হাবিবুর রহমান | ৫১,৭৯৪ | ২১.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | সৈয়দ মকবুল হোসেন | ৪৮,৯৭৪ | ২০.২ | প্র/না | ||
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | সামসুদ্দীন | ৩,১২১ | ১.৩ | প্র/না | ||
প্রগদ | শরফ উদ্দিন খসরু | ৫১৬ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৮৬,৫৮৯ | ৩৫.৭ | +৩২.০ | |||
ভোটার উপস্থিতি | ২৪২,৭২৮ | ৮২.৩ | +১৩.৭ | |||
স্বতন্ত্র থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: সিলেট-৬[18] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
স্বতন্ত্র | সৈয়দ মকবুল হোসেন | ৭৬,৫১৩ | ৪০.৭ | প্র/না | ||
আওয়ামী লীগ | নুরুল ইসলাম নাহিদ | ৭১,৫১৭ | ৩৮.১ | +২.৬ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | কুনু মিয়া | ২৭,৪৭৮ | ১৪.৬ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. মাসুদ খান | ৪,৮৪৩ | ২.৬ | প্র/না | ||
স্বতন্ত্র | আবু বকর | ২,০৩২ | ১.১ | প্র/না | ||
গণফোরাম | শেখ আখতারুল ইসলাম | ১,২৭২ | ০.৭ | +০.৩ | ||
স্বতন্ত্র | সালাহ উদ্দীন | ১,২৪৫ | ০.৭ | প্র/না | ||
স্বতন্ত্র | রফিকুল ইসলাম খান | ৮৫২ | ০.৫ | প্র/না | ||
বিএনপি | আব্দুল হাসিব | ৬০৭ | ০.৩ | -২০.৭ | ||
জেপি (মঞ্জু) | মো. আব্দুল করিম আকবরী | ৫৫০ | ০.৩ | প্র/না | ||
জাসদ | লোকমান আহমেদ | ৫০১ | ০.৩ | -০.১ | ||
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) | কাজী আব্দুল মুনিম | ২৮৯ | ০.২ | ০.০ | ||
স্বতন্ত্র | মোস্তফা আল্লামা | ৮৫ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৯৯৬ | ২.৭ | -১০.০ | |||
ভোটার উপস্থিতি | ১৮৭,৭৮৪ | ৬৮.৬ | +০.৭ | |||
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সিলেট-৬[18] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | নুরুল ইসলাম নাহিদ | ৫৩,৯৬৫ | ৩৫.৫ | প্র/না | ||
জাতীয় পার্টি (এ) | মো. মুজাম্মিল আলী | ৩৪,৬৯১ | ২২.৮ | -৮.২ | ||
বিএনপি | সৈয়দ মকবুল হোসেন | ৩১,৯৭০ | ২১.০ | +১২.৭ | ||
জামায়াতে ইসলামী | হাবিবুর রহমান | ১৪,১৬৩ | ৯.৩ | -২.৮ | ||
ইসলামী ঐক্য জোট | মোহাম্মদ হাবিবুর রহমান | ৯,০৭১ | ৬.০ | -১০.২ | ||
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | মো. নুরুল ইসলাম | ৩,৪৬৬ | ২.৩ | প্র/না | ||
সম্মিলিত সংগ্রাম পরিষদ | শেখ আব্দুল মুজিব | ২,৪৬০ | ১.৬ | প্র/না | ||
গণফোরাম | শেখ আখতারুল ইসলাম | ৬২৯ | ০.৪ | প্র/না | ||
জাসদ | ওয়াইসুর রহমান চৌধুরী | ৫৭৮ | ০.৪ | -২.৩ | ||
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | মো. হাবিবুর রহমান | ৪৩৯ | ০.৩ | প্র/না | ||
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) | সালাহ উদ্দীন | ৩০৩ | ০.২ | প্র/না | ||
জাকের পার্টি | শেখ আজহারুল ইসলাম | ২০০ | ০.১ | প্র/না | ||
বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী লীগ (মোস্তফা আল্লামা) | মোস্তফা আল্লামা | ১৪১ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,২৭৪ | ১২.৭ | +৮.১ | |||
ভোটার উপস্থিতি | ১৫২,০৭৬ | ৬৭.৯ | +১৯.৬ | |||
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: সিলেট-৬[18] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি (এ) | শরফ উদ্দিন খসরু | ৩৯,০৬৫ | ৩১.০ | |||
কমিউনিস্ট পার্টি | নুরুল ইসলাম নাহিদ | ৩৩,৩৩২ | ২৬.৫ | |||
ইসলামী ঐক্য জোট | মোহাম্মদ হাবিবুর রহমান | ২০,৩৬৭ | ১৬.২ | |||
জামায়াতে ইসলামী | ফজলুর রহমান | ১৫,২৬৭ | ১২.১ | |||
বিএনপি | নজরুল ইসলাম ময়ুর | ১০,৪০৭ | ৮.৩ | |||
জাসদ | লোকমান আহমেদ | ৩,৪১৬ | ২.৭ | |||
স্বতন্ত্র | মো. ওয়াহিদুর রহমান | ১,৯৪২ | ১.৫ | |||
স্বতন্ত্র | সাহাব উদ্দীন | ১,১১০ | ০.৯ | |||
জেএসডি | সাইদুর রহমান খান মাহতাব | ৫২৬ | ০.৪ | |||
স্বতন্ত্র | রফিকুল ইসলাম | ৩০১ | ০.২ | |||
জেএসডি (সিরাজ) | আতাউর রহমান খান | ১০০ | ০.১ | |||
স্বতন্ত্র | সৈয়দ মকবুল হোসেন | ৭৫ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৭৩৩ | ৪.৬ | ||||
ভোটার উপস্থিতি | ১২৫,৯০৮ | ৪৮.৩ | ||||
[[|প্রযোজ্য নয়]] থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ভৌমিক, কিরিত (১০ মে ১৯৭৫)। "Voters lose interest in polls in Bangladesh"। দ্য টাইমস অফ ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৬।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.