সিলেট-৬

সিলেট-৬ (সাবেক সিলেট-১১) আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিলেট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩৪নং আসন।

সিলেট-৬
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাসিলেট জেলা
বিভাগসিলেট বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,৯৩,৮৮৫ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদনুরুল ইসলাম নাহিদ

সীমানা

সিলেট-৬ আসনটি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাগোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[2]

ইতিহাস

সিলেট-৬ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ এডভোকেট আব্দুর রহিম বাংলাদেশ আওয়ামী লীগ[3]
বাকশাল[4]
১৯৭৯ লুৎফুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল[5]
১৯৮৬ সৈয়দ মকবুল হোসেন স্বতন্ত্র [6]
১৯৮৮ এ.কে.এম গৌছ উদ্দিন [7]জাতীয় পার্টি
১৯৯১ শরফ উদ্দিন খসরু জাতীয় পার্টি (এরশাদ)[8]
ফেব্রুয়ারি ১৯৯৬ শরফ উদ্দিন খসরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল[9]
জুন ১৯৯৬ নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগ[10]
২০০১ ড.সৈয়দ মকবুল হোসেন স্বতন্ত্র[11]
২০০৮ নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগ[12]
২০১৪ নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগ[13]
২০১৮ নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগ[14]

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নুরুল ইসলাম নাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[15]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: সিলেট-৬[16][17]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ নুরুল ইসলাম নাহিদ ১৩৮,৩৫৩ ৫৭.০ +১৮.৯
জামায়াতে ইসলামী হাবিবুর রহমান ৫১,৭৯৪ ২১.৩ প্র/না
স্বতন্ত্র সৈয়দ মকবুল হোসেন ৪৮,৯৭৪ ২০.২ প্র/না
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সামসুদ্দীন ৩,১২১ ১.৩ প্র/না
প্রগদ শরফ উদ্দিন খসরু ৫১৬ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৮৬,৫৮৯ ৩৫.৭ +৩২.০
ভোটার উপস্থিতি ২৪২,৭২৮ ৮২.৩ +১৩.৭
স্বতন্ত্র থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: সিলেট-৬[18]
দল প্রার্থী ভোট % ±%
স্বতন্ত্র সৈয়দ মকবুল হোসেন ৭৬,৫১৩ ৪০.৭ প্র/না
আওয়ামী লীগ নুরুল ইসলাম নাহিদ ৭১,৫১৭ ৩৮.১ +২.৬
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট কুনু মিয়া ২৭,৪৭৮ ১৪.৬ প্র/না
স্বতন্ত্র মো. মাসুদ খান ৪,৮৪৩ ২.৬ প্র/না
স্বতন্ত্র আবু বকর ২,০৩২ ১.১ প্র/না
গণফোরাম শেখ আখতারুল ইসলাম ১,২৭২ ০.৭ +০.৩
স্বতন্ত্র সালাহ উদ্দীন ১,২৪৫ ০.৭ প্র/না
স্বতন্ত্র রফিকুল ইসলাম খান ৮৫২ ০.৫ প্র/না
বিএনপি আব্দুল হাসিব ৬০৭ ০.৩ -২০.৭
জেপি (মঞ্জু) মো. আব্দুল করিম আকবরী ৫৫০ ০.৩ প্র/না
জাসদ লোকমান আহমেদ ৫০১ ০.৩ -০.১
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) কাজী আব্দুল মুনিম ২৮৯ ০.২ ০.০
স্বতন্ত্র মোস্তফা আল্লামা ৮৫ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪,৯৯৬ ২.৭ -১০.০
ভোটার উপস্থিতি ১৮৭,৭৮৪ ৬৮.৬ +০.৭
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সিলেট-৬[18]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ নুরুল ইসলাম নাহিদ ৫৩,৯৬৫ ৩৫.৫ প্র/না
জাতীয় পার্টি (এ) মো. মুজাম্মিল আলী ৩৪,৬৯১ ২২.৮ -৮.২
বিএনপি সৈয়দ মকবুল হোসেন ৩১,৯৭০ ২১.০ +১২.৭
জামায়াতে ইসলামী হাবিবুর রহমান ১৪,১৬৩ ৯.৩ -২.৮
ইসলামী ঐক্য জোট মোহাম্মদ হাবিবুর রহমান ৯,০৭১ ৬.০ -১০.২
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মো. নুরুল ইসলাম ৩,৪৬৬ ২.৩ প্র/না
সম্মিলিত সংগ্রাম পরিষদ শেখ আব্দুল মুজিব ২,৪৬০ ১.৬ প্র/না
গণফোরাম শেখ আখতারুল ইসলাম ৬২৯ ০.৪ প্র/না
জাসদ ওয়াইসুর রহমান চৌধুরী ৫৭৮ ০.৪ -২.৩
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) মো. হাবিবুর রহমান ৪৩৯ ০.৩ প্র/না
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) সালাহ উদ্দীন ৩০৩ ০.২ প্র/না
জাকের পার্টি শেখ আজহারুল ইসলাম ২০০ ০.১ প্র/না
বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী লীগ (মোস্তফা আল্লামা) মোস্তফা আল্লামা ১৪১ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৯,২৭৪ ১২.৭ +৮.১
ভোটার উপস্থিতি ১৫২,০৭৬ ৬৭.৯ +১৯.৬
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: সিলেট-৬[18]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি (এ) শরফ উদ্দিন খসরু ৩৯,০৬৫ ৩১.০
কমিউনিস্ট পার্টি নুরুল ইসলাম নাহিদ ৩৩,৩৩২ ২৬.৫
ইসলামী ঐক্য জোট মোহাম্মদ হাবিবুর রহমান ২০,৩৬৭ ১৬.২
জামায়াতে ইসলামী ফজলুর রহমান ১৫,২৬৭ ১২.১
বিএনপি নজরুল ইসলাম ময়ুর ১০,৪০৭ ৮.৩
জাসদ লোকমান আহমেদ ৩,৪১৬ ২.৭
স্বতন্ত্র মো. ওয়াহিদুর রহমান ১,৯৪২ ১.৫
স্বতন্ত্র সাহাব উদ্দীন ১,১১০ ০.৯
জেএসডি সাইদুর রহমান খান মাহতাব ৫২৬ ০.৪
স্বতন্ত্র রফিকুল ইসলাম ৩০১ ০.২
জেএসডি (সিরাজ) আতাউর রহমান খান ১০০ ০.১
স্বতন্ত্র সৈয়দ মকবুল হোসেন ৭৫ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৫,৭৩৩ ৪.৬
ভোটার উপস্থিতি ১২৫,৯০৮ ৪৮.৩
[[|প্রযোজ্য নয়]] থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  4. ভৌমিক, কিরিত (১০ মে ১৯৭৫)। "Voters lose interest in polls in Bangladesh"। দ্য টাইমস অফ ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৬।
  5. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  8. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  9. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  10. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  11. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  12. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার
  13. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার
  14. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  15. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  16. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  17. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  18. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.