কুড়িগ্রাম-১
কুড়িগ্রাম-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৫নং আসন।
কুড়িগ্রাম-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | কুড়িগ্রাম জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৪,৬১,৪১৬ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | আছলাম হোসেন সওদাগর |
সীমানা
কুড়িগ্রাম-১ আসনটি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা ও নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৮৬ | একেএম সহিদুল ইসলাম | জাতীয় পার্টি[3][4] | |
১৯৯১ | একেএম সহিদুল ইসলাম | জাতীয় পার্টি | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | সাইফুর রহমান রানা | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
জুন ১৯৯৬ | এ কে এম মোস্তাফিজুর রহমান | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০০১ | এ কে এম মোস্তাফিজুর রহমান | ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | |
২০০৮ | এ কে এম মোস্তাফিজুর রহমান | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০১৪ | এ কে এম মোস্তাফিজুর রহমান | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০১৮ | আছলাম হোসেন সওদাগর | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: কুড়িগ্রাম-১[5][6][7] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | এ কে এম মোস্তাফিজুর রহমান | ৭৪,৭২০ | ৬৯.৯ | +৪.৫ | |
স্বতন্ত্র | মো: আব্দুল হাই | ৩০,৬১৩ | ২৮.৭ | প্র/না | |
জেপি (মঞ্জু) | রশিদ আহমেদ | ১,৫০০ | ১.৪ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪৪,১০৭ | ৪১.৩ | +১৩.৮ | ||
ভোটার উপস্থিতি | ১০৬,৮৩৩ | ২৬.০ | -৬২.০ | ||
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: কুড়িগ্রাম-১[8][9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি (এ) | এ কে এম মোস্তাফিজুর রহমান | ২০৯,৮৯৯ | ৬৫.৪ | প্র/না | ||
বিএনপি | সাইফুর রহমান রানা | ৯২,৫৮৩ | ২৮.৮ | -৫.৬ | ||
ইসলামী আন্দোলন | গোলাম মোস্তফা মো: আনছার আলী | ১৭,৪৬৫ | ৫.৪ | প্র/না | ||
কৃষক শ্রমিক জনতা লীগ | কাজী মো: লতিফুল কবির | ১,২২১ | ০.৪ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১৭,৩১৬ | ২৭.৫ | +২৬.৭ | |||
ভোটার উপস্থিতি | ৩২১,১৬৮ | ৮৮.০ | +৯.৫ | |||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: কুড়িগ্রাম-১[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | এ কে এম মোস্তাফিজুর রহমান | ৮৯,০৭৩ | ৩৫.২ | প্র/না | ||
বিএনপি | সাইফুর রহমান রানা | ৮৭,১৫৭ | ৩৪.৪ | +১১.০ | ||
আওয়ামী লীগ | সামছুল হক চৌধুরী | ৭৫,৭৩০ | ২৯.৯ | +৪.৭ | ||
জেপি (মঞ্জু) | এরশাদুল হক দিপু | ৫৪৩ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | জাহেদুল হক মিলু | ৩৯৮ | ০.২ | প্র/না | ||
জাসদ | গনপতি রায় | ২৭৯ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৯১৬ | ০.৮ | -১২.৩ | |||
ভোটার উপস্থিতি | ২৫৩,১৮০ | ৭৮.৫ | +১১.৬ | |||
জাতীয় পার্টি (এ) থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: কুড়িগ্রাম-১[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | এ কে এম মোস্তাফিজুর রহমান | ৬৪,০৬৪ | ৩৮.৩ | -০.৫ | |
আওয়ামী লীগ | মোজাম্মেল হক প্রধান | ৪২,১২৫ | ২৫.২ | -১.২ | |
বিএনপি | সাইফুর রহমান রানা | ৩৯,০৮৮ | ২৩.৪ | +১২.১ | |
জামায়াতে ইসলামী | মো: কামরুদ্দিন | ১৬,৪০১ | ৯.৮ | -১১.৮ | |
ইসলামী ঐক্য জোট | আব্দুর রহমান প্রধান | ৪,৭১৪ | ২.৮ | প্র/না | |
জাকের পার্টি | কাফলুর রহমান | ৫৮৩ | ০.৩ | -০.৩ | |
গণফোরাম | সহিদুল ইসলাম | ৩১৮ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২১,৯৩৯ | ১৩.১ | +০.৭ | ||
ভোটার উপস্থিতি | ১৬৭,২৯৩ | ৬৬.৯ | +২০.৮ | ||
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: কুড়িগ্রাম-১[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | একেএম সহিদুল ইসলাম | ৪৬,৪৭৬ | ৩৮.৮ | ||
আওয়ামী লীগ | আব্দুস সবুর চৌধুরী | ৩১,৬৩০ | ২৬.৪ | ||
জামায়াতে ইসলামী | মো: কামরুদ্দিন | ২৫,৮৭৬ | ২১.৬ | ||
বিএনপি | মো: খায়রুল আলম | ১৩,৫৪৩ | ১১.৩ | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | মো: জাহেদুল হক | ৮০৫ | ০.৭ | ||
জাকের পার্টি | কাফিলুর রহমান | ৬৫৯ | ০.৬ | ||
কমিউনিস্ট পার্টি | মো: আব্দুল হাই | ৪৭৭ | ০.৪ | ||
ইসলামী ঐক্য জোট | ফজলুল হক চেয়ারম্যান | ২৯০ | ০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৮৪৬ | ১২.৪ | |||
ভোটার উপস্থিতি | ১১৯,৭৫৬ | ৪৬.১ | |||
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Kurigram-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "Electoral Area Result Statistics: Kurigram-1"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- কুড়িগ্রামের ৩টি আসন জাতীয় পার্টির দখলে। যায়যায়দিন। ৭ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.