রাজবাড়ী-১

রাজবাড়ী-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রাজবাড়ী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২০৯নং আসন।

রাজবাড়ী-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলারাজবাড়ী জেলা
বিভাগঢাকা বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,৪৬,৫৫১ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদকাজী কেরামত আলী

সীমানা

রাজবাড়ী-১ আসনটি রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলাগোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ আক্কাস আলী মিয়া জাতীয় পার্টি[3]
১৯৮৮ মুন্সী আবদুল লতিফ [4]
১৯৯১ আবদুল ওয়াজেদ চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
১৯৯২ উপ-নির্বাচন কাজী কেরামত আলী বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ জাহানারা বেগম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ কাজী কেরামত আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ কাজী কেরামত আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ কাজী কেরামত আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ কাজী কেরামত আলী বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে কাজী কেরামত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[5]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: রাজবাড়ী-১[6][7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ কাজী কেরামত আলী ১৪১,৫৬১ ৫৯.৯ +১৬.৯
বিএনপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ৮৩,৯৩৩ ৩৫.৫ -১২.৭
জাকের পার্টি মোঃ আলী জাকির শমসের ডাব্লু মোল্লা ৮,৯৬৪ ৩.৮ +৩.৭
বিকেএ মোঃ হাবিবুর রহমান ১,১৯০ ০.৫ প্র/না
তরিকত ফেডারেশন আসাদুজ্জামান শেলিম ৩৪৬ ০.১ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি এসএম শরিফুল ইসলাম ৩০২ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫৭,৬২৮ ২৪.৪ +১৯.২
ভোটার উপস্থিতি ২৩৬,২৯৬ ৮৮.৫ +১৮.৯
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: রাজবাড়ী-১[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ৯৫,২৬৬ ৪৮.২ +২৩.৭
আওয়ামী লীগ কাজী কেরামত আলী ৮৫,০৫৭ ৪৩.০ +৭.৮
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ এমদাদুল হক বিশ্বাস ১৪,৮৪৩ ৭.৫ প্র/না
ওয়ার্কার্স পার্টি জয়ন্তী শংকর ঝাঁতু ১,৬৮০ ০.৯ প্র/না
জেপি (মঞ্জু) ইমান-উল-করিম ২৩২ ০.১ প্র/না
স্বতন্ত্র কাজী মনিরুল আমিন ১৭১ ০.১ প্র/না
জাকের পার্টি মোঃ জায়েদুল ইসলাম জোয়াদ্দার ১৫৬ ০.১ +৩.৯
দেশপ্রেম পার্টি মার্শাল শাহ আলম ৯৯ ০.১ প্র/না
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি মোঃ রকিব উদ্দিন ৭৫ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১০,২০৯ ৫.২ -১.০
ভোটার উপস্থিতি ১৯৭,৫৭৯ ৬৯.৬ -১০.০
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: রাজবাড়ী-১[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ কাজী কেরামত আলী ৫১,৯৬৫ ৩৫.২
জাতীয় পার্টি (এ) গোলাম মোস্তফা ৪২,৮৮১ ২৯.১
বিএনপি জাহানারা বেগম ৩৬,২২২ ২৪.৫
জাকের পার্টি মোঃ জায়েদুল ইসলাম জোয়াদ্দার ৫,৯২৪ ৪.০
জামায়াতে ইসলামী মোঃ আবদুর রব মোল্লা ৫,৩৮৫ ৩.৬
ওয়ার্কার্স পার্টি মঞ্জুরুল আলম ২,৮১৬ ১.৯
বিকেএ আমজাদ হোসেন জোয়াদ্দার ৮১৫ ০.৬
ইসলামী ঐক্য জোট আব্দুল হান্নান মোল্লা ৭৫২ ০.৫
স্বতন্ত্র মোঃ ইন্দাদুল হক বিশ্বাস ৪০৩ ০.৩
ফ্রিডম পার্টি মোঃ ওয়ালিউর রহমান ৩৯৫ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ৯,০৮৪ ৬.২
ভোটার উপস্থিতি ১৪৭,৫৫৮ ৭৯.৬
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

মো। আব্দুল ওয়াজেদ চৌধুরী সাংসদ থাকা অবস্থায় মারা যান[9] ১৯৯২ সালের অক্টোবরের উপ-নির্বাচনে কাজী কেরামত আলী নির্বাচিত হন।[10][11]

সাধারণ নির্বাচন ১৯৯১: রাজবাড়ী-১[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোঃ আবদুল ওয়াজেদ চৌধুরী ৩৩,১৮৭ ২৮.৬
বিএনপি এ খালেক ৩০,৪৮৯ ২৬.৩
জাতীয় পার্টি (এ) গোলাম মোস্তফা ১৩,৩৯০ ১১.৫
জাকের পার্টি আক্কাস আলী মিয়া ১৩,০৮৮ ১১.৩
ইউসিএল আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ১১,৭৭৬ ১০.১
জামায়াতে ইসলামী নুরুল ইসলাম ১০,৩৪৫ ৮.৯
বাংলাদেশ জনতা পার্টি নজরুল হক ২,১৬০ ১.৯
জাসদ মোঃ মনিরুল হক ১,১৬০ ১.০
স্বতন্ত্র মুন্সী আবদুল লতিফ ১৮৭ ০.২
স্বতন্ত্র কামরান হোসেন চৌধুরী ১৬৪ ০.১
জেএসডি (সিরাজ) বিশ্বনাথ কর্মকার ৮৪ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ২,৬৯৮ ২.৩
ভোটার উপস্থিতি ১১৬,০৩০ ৬২.১
[[|প্রযোজ্য নয়]] থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  9. Hakim, Muhammad A. (আগস্ট ১৯৯৪)। "The Mirpur Parliamentary by-Election in Bangladesh"। Asian Survey34 (8): 741। জেস্টোর 2645261
  10. আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।
  11. Hasan, Rashidul (৩ জানুয়ারি ২০১৮)। "Council of Ministers: Three new faces sworn in"The Daily Star। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.