ফরিদপুর-২

ফরিদপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ফরিদপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২১২নং আসন।

ফরিদপুর-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাফরিদপুর জেলা
বিভাগঢাকা বিভাগ
নির্বাচকমণ্ডলী২,৮৭,১৩৫ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদসৈয়দা সাজেদা চৌধুরী

সীমানা

ফরিদপুর-২ আসনটি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ খন্দকার নুরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৭৯ মো. আব্দুল মতিন মিয়া জাতীয় সমাজতান্ত্রিক দল[4]
১৯৮৬ মোহাম্মদ এএএম খায়রুজ্জামান মিয়া জাতীয় পার্টি[5]
১৯৮৮ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল জাতীয় পার্টি[6]
১৯৯১ সৈয়দা সাজেদা চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ আবুল হোসেন মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ কেএম ওবায়দুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ কেএম ওবায়দুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ সৈয়দা সাজেদা চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ সৈয়দা সাজেদা চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ সৈয়দা সাজেদা চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সৈয়দা সাজেদা চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: ফরিদপুর-২[8][9]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ সৈয়দা সাজেদা চৌধুরী ১১৬,৪৯৮ ৬০.৫ +১৪.৬
বিএনপি শামা ওবায়েদ ইসলাম ৭৫,৭২৬ ৩৯.৩ -১৪.০
কমিউনিস্ট পার্টি মো. রফিকুজ্জামান মিয়া ৩৭৭ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪০,৭৭২ ২১.২ +১৩.৮
ভোটার উপস্থিতি ১৯২,৬০১ ৮৯.০ +১০.০
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ফরিদপুর-২[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি কেএম ওবায়দুর রহমান ৮৬,৪৫০ ৫৩.৩ +৭.১
আওয়ামী লীগ সৈয়দা সাজেদা চৌধুরী ৭৪,৪৭৪ ৪৫.৯ +০.২
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট সাইফুজ্জামান চৌধুরী জুয়েল ৯৫৯ ০.৬ প্র/না
জেপি (মঞ্জু) মো. জয়নাল আবেদীন ১৯৪ ০.১ প্র/না
স্বতন্ত্র সৈয়দ তানভীর হোসেন ১৭০ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১১,৯৭৬ ৭.৪ +৬.৯
ভোটার উপস্থিতি ১৬২,২৪৭ ৭৯.০ +২.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ফরিদপুর-২[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি কেএম ওবায়দুর রহমান ৫৫,১১৮ ৪৬.২ +৩৮.৩
আওয়ামী লীগ সৈয়দা সাজেদা চৌধুরী ৫৪,৫৭২ ৪৫.৭ +৭.৪
জাকের পার্টি মো. আতিয়ার রহমান ৪,৪২৫ ৩.৭ -৮.১
জাতীয় পার্টি (এ) সাইফুজ্জামান চৌধুরী জুয়েল ২,৩২৩ ১.৯ +১.৫
জামায়াতে ইসলামী মো. গোলাম রসুল মিয়া ১,৯০৯ ১.৬ প্র/না
বিকেএ আব্দুল মান্নান ৪৫৮ ০.৪ প্র/না
কমিউনিস্ট পার্টি মীর আবু বকর সিদ্দিক ২৮৩ ০.২ প্র/না
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) আজম আমীর আলী ২৭৮ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫৪৬ ০.৫ -২.৬
ভোটার উপস্থিতি ১১৯,৩৬৬ ৭৬.৮ +২০.২
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: ফরিদপুর-২[10]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ সৈয়দা সাজেদা চৌধুরী ৩৭,২২৯ ৩৮.৩
বাংলাদেশ জনতা পার্টি কেএম ওবায়দুর রহমান ৩৪,২১০ ৩৫.২
জাকের পার্টি এ. কে. এম. খায়রুজ্জামান ১১,৪৫০ ১১.৮
বিএনপি আবুল হোসেন মিয়া ৭,৬৩০ ৭.৯
বিকেএ আব্দুল হাই আজাদ ৪,৭৭৯ ৪.৯
জাসদ আবু সাঈদ খান ৮৭৩ ০.৯
জাতীয় গণতান্ত্রিক পার্টি শাহ মো. কাজী কবিরুল ইসলাম কাঞ্চন ৫৮৯ ০.৬
জাতীয় পার্টি (এ) সাইফুজ্জামান চৌধুরী জুয়েল ৩৫৫ ০.৪
সংখ্যাগরিষ্ঠতা ৩,০১৯ ৩.১
ভোটার উপস্থিতি ৯৭,১১৫ ৫৬.৬
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.