ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগজামালপুর, শেরপুর, ময়মনসিংহনেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। শুরুতে ঢাকা বিভাগের উত্তর অংশ থেকে প্রতিবেশী ৮টি জেলা নিয়ে পরে ৬টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়।[1][2] এসময় টাঙ্গাইলকিশোরগঞ্জবাসী, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে অনীহা ও বিরোধিতা করে এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতেই ইচ্ছাপোষণ করে। অবশেষে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়।[3][4] এ বিভাগের এর আয়তন ১০,৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১,১৩,৭০,০০০ জন। [5]

ময়মনসিংহ বিভাগ
বিভাগ
বাংলাদেশের মানচিত্র ময়মনসিংহ বিভাগ দেখাচ্ছে
স্থানাঙ্ক: ২৪°১০′ উত্তর ৯০°২৫′ পূর্ব
দেশ বাংলাদেশ
প্রতিষ্ঠিত১৪ সেপ্টেম্বর, ২০১৫
আসনময়মনসিংহ
আয়তন
  মোট১০৬৬৮ কিমি (৪১১৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১,১৪,২৭,৭৬৫
  জনঘনত্ব১১০০/কিমি (২৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ মান সময় (ইউটিসি+৬)
আইএসও ৩১৬৬ কোডBD-C
ওয়েবসাইটhttps://www.mymensinghdiv.gov.bd
বঙ্গদেশের প্রাদেশিক মানচিত্রটি ১৯৭৬ সাল পর্যন্ত থাকা বৃহত্তর ময়মনসিংহ জিলা (টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাথে বর্তমান বিভাগ) প্রদর্শন করছে

ইতিহাস

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল (অন্যান্য ছয় প্রতিবেশী জেলা সহ ময়মনসিংহ জেলা) ১৭৮৭ সালে ব্রিটিশ ভারত সরকার কর্তৃক ময়মনসিংহ জেলা হিসাবে গঠন করা হয়েছিল। পরে, এটিকে ছয় জেলায় ভাগ করে দুই দফায় পুনর্গঠিত করা হয়- জেলাগুলি হলঃ ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল ও শেরপুর।[6]

প্রশাসনিক জেলা

নামসদর দপ্তরএলাকা (বর্গ কিমি)১৯৯১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
২০০১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
২০১১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
ময়মনসিংহ জেলাময়মনসিংহ৪,৩৬৩.৪৮৩৯,৫৭,১৮২৪৪,৮৯,৭২৬৫০,৪২,০০০
জামালপুর জেলাজামালপুর২,০৩১.৯৮১৮,৭৪,৪৪০২১,০৭,২০৯২২,৬৫,০০০
নেত্রকোনা জেলানেত্রকোনা২,৮১০.৪০১৭,৩০,৯৩৫১৯,৮৮,১৮৮২২,০৭,০০০
শেরপুর জেলাশেরপুর১,৩৬৩.৭৬১১,৩৮,৬২৯১২,৭৯,৫৪২১৩,৩৪,০০০

শিক্ষা

বিশ্ববিদ্যালয়

মেডিকেল কলেজ

ইঞ্জিনিয়ারিং কলেজ

কলেজ

স্কুল

বিভাগীয় শহর

ময়মনসিংহ বিভাগীয় শহরটিকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করেছে। চরাঞ্চলের নতুন এই শহরে সকল বিভাগীয় দপ্তর ছাড়াও ময়মনসিংহ শিক্ষা বোর্ড, একটি সরকারী পাবলিক বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু নভোথিয়েটার, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিয়াম ও বিয়াম স্কুল, বিসিএস প্রশাসন একাডেমী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ও মেট্রো পুলিশ লাইন, বিভাগীয় সার্কিট হাউস, আইটি পার্ক, আন্তর্জাতিক কনভেনশনস সেন্টার, সরকারী আনন্দ মোহন কলেজের শাখা, শিশু হাসপাতাল, পার্ক, আন্তর্জাতিক মানের বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, শিক্ষা ব্লক, স্বাস্থ্য ব্লক, বিশাল লেক, ৫২টি স্পেশাল আবাসিক এলাকা, পর্যটন স্পট, কয়েকটি সুপার মার্কেট, বাজারসহ নাগরিকদের জন্য প্রয়োজনীয় অন্যান্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।[7]

গণমাধ্যম

  • দৈনিক স্বদেশ সংবাদ (দৈনিক পত্রিকা)
  • ময়মনসিংহ লাইভ (অনলাইন পত্রিকা)
  • আলোকিত ময়মনসিংহ (দৈনিক পত্রিকা)
  • দৈনিক লোক লোকান্তর
  • ভালুকার খবর
  • জনতার প্রতিদিন (অনলাইন পত্রিকা)
  • আত্ তাহযীব (একটি সাহিত্য সাময়িকী)
  • ত্রিশাল বার্তা (সাপ্তাহিক পত্রিকা)
  • বাংলার মুখপত্র (সাপ্তাহিক পত্রিকা)
  • আলোকিত পাইথল (ত্রৈমাসিক সাময়িকী)
  • ব্যতিক্রম সময় ( অনলাইন সাময়িকী)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "প্রচ্ছদ বাংলাদেশ বিবিধ ময়মনসিংহকে বিভাগ ঘোষণার খবর আনন্দের জোয়ার, নির্দেশ পায়নি মন্ত্রিপরিষদ বিভাগ" (১৪-৭০)। প্রথম আলো। ১৪ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৫
  2. "Mymensingh to become new division"। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৫
  3. "ময়মনসিংহ নতুন বিভাগ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৫
  4. "ময়মনসিংহ বিভাগ তৈরির কাজ শুরুর নির্দেশ"। বিবিসি বাংলা। ১৪ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৫
  5. "চার জেলা নিয়ে নতুন বিভাগ ময়মনসিংহ"। বিডিনিউজ২৪.কম। ১৪ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৫
  6. Historical Dictionary of the Bengalis। স্কেরক্রো প্রে। সংগ্রহের তারিখ ২০১৫-০১-২৬
  7. ,ময়মনসিংহ বিভাগীয় শহর।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.