বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ সরকারের অথার্য়নে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের ৪০ তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।[1][2]

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ধরনপাবলিক বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১৮ খ্রীষ্টাব্দ
আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্যপ্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ
অবস্থান, ,
বাংলাদেশ
শিক্ষাঙ্গনবঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ (অস্থায়ী ক্যাম্পাস) দেওয়ানপাড়া, জামালপুর সদর , প্রস্তাবিত ৫৩০ একর
সংক্ষিপ্ত নামবশেফমুবিপ্রবি (BSFMSTU)
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.bsfmstu.ac.bd

ইতিহাস

তৎকালীন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম এম.পি. জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন করেন। এর প্রেক্ষিতে ৩০ জানুয়ারী ২০১৭ তারিখে নিয়মিত মন্ত্রীসভায় জামালপুর জেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতি পাশ হয়, যেটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা[3] একই দিনে নেত্রকোনায় আরেকটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠার জন্য অনুমোদন দেয়া হয়। এরপর ২০ নভেম্বর ২০১৮, মহান জাতীয় সংসদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০১৭ সর্বসম্মতিক্রমে ও কন্ঠভোটে পাশ করা হয়। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

নামকরণ

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর নামে এই পাবলিক বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে।

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় আইন-২০১৭

বিশ্ববিদ্যালয় প্রশাসন

উপাচার্য

★ প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ হলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য। তিনি ২০১৮ সালের ১৮ নভেম্বর নিয়োগপ্রাপ্ত হন।

ট্রেজারার

রেজিস্ট্রার

★ খন্দকার হামিদুর রহমান

পরীক্ষা নিয়ন্ত্রক

শিক্ষা কার্যক্রম

বর্তমানে চারটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগ রয়েছে।

বিজ্ঞান অনুষদ

  • গনিত বিভাগ

প্রকৌশল অনুষদ

  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

ব্যাবসায় অনুষদ

  • ব্যবস্থাপনা বিভাগ

সামাজিক বিজ্ঞান অনুষদ

  • সমাজকর্ম বিভাগ

বিশ্ববিদ্যালয় আবাসন

বিশ্ববিদ্যালয় পরিবহন ব্যাবস্থা

তথ্যসূত্র

  1. "আসছে আরও দুটি বিশ্ববিদ্যালয়"প্রথম আলো। ৩০ জানুয়ারি ২০১৭।
  2. "বঙ্গমাতা ও শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় হচ্ছে"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৭
  3. "জামালপুরে বিশ্ববিদ্যালয় অনুমোদনে শোভাযাত্রা"। প্রথম আলো। ১ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.