বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশে বাংলাদেশের ৩৭তম সরকারি বিশ্ববিদ্যালয় [1] এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ১২ তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়। ব্লু ইকোনমি অর্জনের লক্ষ্যে মেরিটাইম বিষয়ক উচ্চতর পড়াশুনার জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম 'বিশেষায়িত' বিশ্ববিদ্যালয় এটি। পাশাপাশি এখান থেকে মেরিন ক্যাডেটদের আন্তর্জাতিক মানসম্পন্ন 'ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স' ডিগ্রি দেয়া হয়।[2][3]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশে
নীতিবাক্যWe strive for maritime excellence.
ধরনপাবলিক বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১৩
আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্যরিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল
অবস্থান,
শিক্ষাঙ্গনঢাকা এবং চট্টগ্রাম (১০৬.৬ একর)
সংক্ষিপ্ত নামবশেমুরমেইউ
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বাংলাদেশ নৌবাহিনী
ওয়েবসাইটbsmrmu.edu.bd

ইতিহাস

মেরিন ও মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার জন্য প্রথম এবং একমাত্র বিশেষায়িত সরকারী বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। [4] বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক (সম্মান) শ্রেণী চালুর অংশ হিসেবে ৩ জানুয়ারি ২০১৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের মিরপুর পল্লবীস্থ অস্থায়ী ক্যাম্পাসে ধরিত্রী ও সমুদ্রবিজ্ঞান অনুষদ এর অধীনে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি এর ১ম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের জুলাই মাসে থেকে চট্টগ্রামে ১০৬.৬ একর জমির উপর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হয়েছে। ২০২১ সালে প্রথম ধাপে এবং ২০২৫ সালে দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মাণ সম্পন্ন হবে। এক্ষেত্রে প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে।[5]

উপাচার্য

  • রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল

অনুষদসমূহ

ভবন-১ (ঢাকা ক্যাম্পাস)

নিরাপদ জাহাজ চলাচল ব্যবস্থাপনা ও প্রশাসন, নৌ-প্রকৌশল ও প্রযুক্তি, সমুদ্রবিজ্ঞান, আন্তর্জাতিক মেরিটাইম আইন ইত্যাদি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান ও গবেষণার লক্ষে এই বিশ্ববিদ্যালয়ে মোট ৭টির মধ্যে নিম্ন বর্ণিত ৪টি অনুষদ (ফ্যাকাল্টি) সমূহ চালু রয়েছে। [6]

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ

  • নেভাল আরকিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং

ধরিত্রী ও সমুদ্রবিজ্ঞান অনুষদ

  • ওশানোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি
  • মেরিন ফিশারিজ

জাহাজ ব্যবস্থাপনা অনুষদ

  • পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস

মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি অনুষদ

  • মেরিটাইম আইন

ইনস্টিটিউটসমূহ

বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে একটি ইনস্টিটিউট রয়েছে।

বঙ্গোপসাগর ও বাংলাদেশ শিক্ষা ইনস্টিটিউট

প্রতিষ্ঠা: ২০১৯
অবস্থান: ভবন-২
পরিচালক: ক্যাপ্টেন ওয়াহিদ হাসান কুতুব উদ্দিন[7]

অবস্থান

  • স্থায়ী ক্যাম্পাস

হামিদচর, বাকলিয়া, চট্টগ্রাম।

  • অস্থায়ী ক্যাম্পাস

পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

আবাসিক হল

শিক্ষার্থীদের থাকার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে ২টি আবাসিক হল রয়েছে। হলদ্বয় মিরপুর ডিওএইচএসে অবস্থিত। আবাসিক হলদ্বয়ে অত্যাধুনিক সকল প্রকারের সুযোগ-সুবিধা বিদ্যমান। হলদ্বয় হল:

  • হল-১ (মেল উইং)
  • হল-২ (ফিমেল উইং)

স্বাস্থ্য কেন্দ্র

বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য রক্ষার মৌলিক সুবিধাদি সম্বলিত একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এটি ভবন-১ এর নিচতলায় অবস্থিত। পাশাপাশি জরুরি সেবার জন্য বিশ্ববিদ্যালয়ের একটি আধুনিক অ্যাম্বুলেন্সও রয়েছে।

অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.