কাওরাইদ গয়েশপুর কলেজ

কাওরাইদ গয়েশপুর কলেজ ১৯৭০ সালে সুতিয়া নদীর তীরে স্থাপিত ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একটি কলেজ।

স্থান ও জমি

কলেজের প্রতিষ্ঠার জমিদান করেছেন,মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ এমপি, জনাব নজরুল ইসলাম ও এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি। প্রায় ৪ একর জমির উপর কলেজটি স্থাপিত। বর্তমানে কলেজটিতে একটি দৃষ্টিনন্দন বহুতল একাডেমিক ভবন নির্মিত হচ্ছে।এখানে প্রতিয়মান হয়নি মরহুম কেরামত আলী খান বাহাদুর সাহেবের নাম। যিনি এই প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি জমি দান করে গেছেন।

তথ্যসূত্র

  • গফরগাঁও এর ইতিকথা-শেখ রিয়াজ উদ্দিন আহমেদ
  • দৈনিক স্বদেশ -ময়মনসিংহ

গফরগাঁও উপজেলা

  1. "গফরগাঁওয়ে কাওরাইদ গয়েশপুর কলেজে হামলা ভাংচুর"www.jugantor.com
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.