পদ্মা বিভাগ

পদ্মা বিভাগ বাংলাদেশের একটি প্রস্তাবিত প্রশাসনিক বিভাগ।[1][2] প্রস্তাবনা অনুসারে, বর্তমান ঢাকা বিভাগ থেকে আলাদা হয়ে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর এই পাঁচটি জেলা নিয়ে পদ্মা বিভাগ নামে প্রতিষ্ঠিত হবে। [3][4] যার সদর দপ্তর হবে ফরিদপুর

পদ্মা বিভাগ
বিভাগ
প্রস্তাবিত পদ্মা বিভাগ
দেশ বাংলাদেশ
প্রতিষ্ঠিতঅক্টোবর,২০১৯
আসনফরিদপুর
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
আইএসও ৩১৬৬ কোডBD-C

ইতিহাস

পদ্মা বিভাগ গঙ্গাঋদ্ধি নামক প্রাচীন রাজ্যের অধীনে ছিল। মুঘল আমলে এ এলাকা ফাতেহাবাদ সরকার নামে সুপরিচিত ছিল।

২০১৫ সালের ২৬ জানুয়ারি মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বিভাগ থেকে আলাদা করে বৃহত্তর কুমিল্লা- নোয়াখালী অঞ্চল নিয়ে কুমিল্লা বিভাগঢাকা বিভাগ থেকে আলাদা করে বৃহত্তর ফরিদপুর অঞ্চল নিয়ে পদ্মা বিভাগ গঠনের বিষয়ে আলোচনা করেন ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর আগে তিনি এক বৈঠকে ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন।

২২ অক্টোবর ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় পদ্মা নামে নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।[5]

প্রশাসনিক জেলা

নামসদর দপ্তরএলাকা (বর্গ কিমি)১৯৯১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
২০০১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
২০১১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
ফরিদপুর জেলাফরিদপুর২,০৫২.৬৮১৫,০৫,৬৮৬১৭,৫৬,৪৭০১৯,১২,৯৬৯
গোপালগঞ্জ জেলাগোপালগঞ্জ১,৪৬৮.৭৪১০,৬০,৭৯১১১,৬৫,২৭৩১১,৭২,৪১৫
মাদারীপুর জেলামাদারীপুর১,১২৫.৬৯১০,৬৯,১৭৬১১,৪৬,৩৪৯১১,৬৫,৯৫২
রাজবাড়ী জেলারাজবাড়ী১,০৯২.২৮৮,৩৫,১৭৩৯,৫১,৯০৬১০,৪৯,৭৭৮
শরীয়তপুর জেলাশরীয়তপুর১,১৭৪.০৫৯,৫৩,০২১১০,৮২,৩০০১১,৫৫,৮২৪

তথ্যসূত্র

  1. "দেশের নবম বিভাগ পদ্মা"। দৈনিক ইত্তেফাক।
  2. "3 new divisions to be formed"। ১৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৫
  3. "People want Faridpur division early"। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৫
  4. "Faridpur new division soon"। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৫
  5. "দেশের নবম বিভাগ পদ্মা"একুশে টিভি। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.