শহীদ নগর উচ্চ বিদ্যালয়

শহীদ নগর উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাধীন পাইথল ইউনিয়নে শহীদ নগর (গুবরী মৌজা) গ্রামে অবস্থিত। স্কুলটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। সুবিশাল স্কুল মাঠের দক্ষিণ-পশ্চিম প্রান্তে দেউলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। স্কুলের পশ্চিম প্রান্তে বয়ে গেছে ঢাকা ময়মনসিংহ রেললাইন।

শহীদ নগর উচ্চ বিদ্যালয়
শহীদ নগর উচ্চ বিদ্যালয়ের লগো।
ঠিকানা
শহীদ নগর গ্রাম
গফরগাঁও উপজেলা, ময়মনসিংহ
ময়মনসিংহ
 বাংলাদেশ
তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৭০
প্রতিষ্ঠাতামোহাম্মদ আব্দুল হাই আল হাদী,হাজ্বী আবুল হাসেম, ইউনূছ আলীসহ এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি
অধ্যক্ষজনাব মোঃ শাহাব উদ্দিন ঢালী
শিক্ষকমণ্ডলী১১
শ্রেণী৬-১০
বয়সসীমা১০-১৬
শিক্ষার্থী সংখ্যা৯০০
ভাষার মাধ্যমবাংলা
বিদ্যালয়ের কার্যসময়৫ ঘণ্টা
ক্যাম্পাসগফরগাঁও
ক্যাম্পাসের ধরনউপশহর
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
Communities servedস্কাউট দল
শিক্ষা বোর্ডময়মনসিংহ শিক্ষা বোর্ড

স্কুলটিতে একটি নব নির্মিত ভবন তৈরী করা হয়েছে।

প্রধান শিক্ষকমণ্ডলীঃ

  1. জনাব মোহাম্মদ আব্দুল হাই আল হাদী (১৯৭০-১৯৭২)
  2. জনাব মোঃ আব্দুল আজিজ (১৯৮২-১৯৯৬)
  3. জনাব মোঃ জামাল উদ্দিন (১৯৯৬-২০১০)
  4. জনাব মোঃ শাহাব উদ্দিন ঢালী (২০১০-বর্তমান)

তথ্যসূত্র

  1. "শহীদ নগর উচ্চ বিদ্যালয়"। ২৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.