কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ

বৃহত্তর ময়মনসিংহের একমাত্র বেসরকারী মেডিকেল কলেজ ‘‘কমিউনিটি বেজড মেডিকেল কলেজ’। এটি ১৯৯৫ সালে কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখানে ১ বছর মেয়াদী হাতে-কলমে শিখনসহ (Internship) স্নাতক পর্যায়ের ৫ বছর মেয়াদি এম.বি.বি.এস. শিক্ষাক্রম চালু রয়েছে।

কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ
ধরনবেসরকারি
স্থাপিত১৯৯৫
অধ্যক্ষমির্জা হামিদুল হক
শিক্ষার্থী৭৫৯
স্নাতকএমবিবিএস
অবস্থান,
শিক্ষাঙ্গন২২ একর
সংক্ষিপ্ত নামসিবিএমসিবি
অধিভুক্তিঢাকা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটhttp://www.cbmcb.org

অবস্থান

ময়মনসিংহ শহর থেকে ১০ কি.মি দূরে চুরখাইয়ের উইনারপাড় এলাকায় ১৯৯৫ সনে ১৩ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়।[1]

অবকাঠামো

মেডিকেল কলেজ উন্নত শিক্ষার পাশাপাশি মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে থাকে। ছাত্রছাত্রীদের প্রশিক্ষনের জন্য কলেজের সাথে তৈরী করা হয়েছে ৬৫০ শয্যা বিশিষ্ঠ একটি হাসপাতাল। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশাল ক্যাম্পাস এবং আবাসিক হোস্টেল। ৬ টি লেকচার হল, ১২ টি টিউটোরিয়াল হল,৬ টি ল্যাবরেটরি, ৪ টি জাদুঘর, ৪ টি রিডিং রুম, ৩ টি সেমিনার হল সহ একটি লাইব্রেরী আছে।[2]

Community Based Medical College Bangladesh

অনুষদ ও বিভাগ

সুযোগ-সুবিধা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সরকারী তথ্যভাণ্ডার"। ময়মনসিংহ জেলা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭
  2. "প্রসপেক্টাস" (PDF)। CBMCB। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.