ইব্রাহিম মেডিকেল কলেজ
ইব্রাহিম মেডিকেল কলেজ হল বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল স্কুল। ২০০২ সালে এটি ঢাকার শাহবাগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়। শেগুনবাগিচায় এটির আরও একটি ক্যাম্পাস রয়েছে। এটি একটি কলেজ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত।[1][2]
ধরন | প্রাইভেট মেডিকেল স্কুল |
---|---|
স্থাপিত | ২০০২ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | জালালুদ্দিন আশরাফুল হক |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ২১২ |
শিক্ষার্থী | ৬০০ |
স্নাতক | ৬০০ |
অবস্থান | শাহবাগ, ঢাকা , ২৩.৭৩৮৫° উত্তর ৯০.৩৯৬৫° পূর্ব |
শিক্ষাঙ্গন | মফস্বল |
ওয়েবসাইট | imc |
এটি পাঁচ বছর মেয়াদী কোর্স শেষে এমবিবিএস ডিগ্রি প্রদান করে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক। ডিগ্রীটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত।[3]
ইতিহাস
অবকাঠামো
তথ্যসূত্র
- "Ibrahim Medical College"। World Directory of Medical Schools।
- "List of Constituent Colleges/Institutes under the University of Dhaka"। University of Dhaka। ২০১৫-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- BM&DC (info@bmdc.org.bd)। "BM&DC"। Bangladesh Medical & Dental Council (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.