জহুরুল ইসলাম মেডিকেল কলেজ
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ (JIMC), ১৯৯৯ সালে জহুরুল ইসলাম প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বেসরকারী মেডিকেল স্কুল। এটি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামে অবস্থিত। এটি গ্রামীণ এলাকায় অবস্থিত বাংলাদেশের প্রথম চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। ৫২.৬৩ একর এলাকা জুড়ে এটি অবস্থিত।
জহুরুল ইসলাম মেডিকেল কলেজের লোগো | |
ধরন | প্রাইভেট মেডিকেল স্কুল |
---|---|
স্থাপিত | ১৯৯২ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
চেয়ারম্যান | মঞ্জুরুল ইসলাম |
অধ্যক্ষ | অধ্যাপক সৈয়দ মাহমুদুল আজিজ |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ১৫২ (২০১৮)[1] |
শিক্ষার্থী | ৫১২ (২০১৮)[2] |
অবস্থান | ভাগলপুর , বাজিতপুর উপজেলা , , |
শিক্ষাঙ্গন | গ্রাম |
ভাষা | ইংরেজি |
ওয়েবসাইট | jimedcol |
এটি পাঁচ বছর মেয়াদী কোর্স শেষে এমবিবিএস ডিগ্রি প্রদান করে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক। ডিগ্রীটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত।[3]
ইতিহাস
অবকাঠামো
তথ্যসূত্র
- "Member of Faulty"। Jahurul Islam Medical College। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।
- "About College"। Jahurul Islam Medical College। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।
- BM&DC (info@bmdc.org.bd)। "BM&DC"। Bangladesh Medical & Dental Council (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.