মুসলিম হাই স্কুল (ময়মনসিংহ)

মুসলিম হাই স্কুল (ইংরেজি: Muslim High School) হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। ময়মনসিংহ সদর উপজেলার প্রাণকেন্দ্রে প্রায় ১ একর জমির উপর বিদ্যালয়টি অবস্থিত। ১৯৪৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।

মুসলিম হাই স্কুল
Muslim High School
ময়মনসিংহ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান দরজা।
অবস্থান
ময়মনসিংহ সদর উপজেলা,
ময়মনসিংহ জেলা
বাংলাদেশ
তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি বিদ্যালয় মাধ্যমিক
স্থাপিত১৯৪৩
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলাময়মনসিংহ জেলা
সেশনজানুয়ারি - ডিসেম্বর
অনুষদ
  • মানবিক
  • বিজ্ঞান
  • বাণিজ্য
লিঙ্গবালক-বালিকা
শিক্ষার্থী সংখ্যা৩৫০ জন
শ্রেণী৬-১০
শিক্ষাদানের মাধ্যমজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
ভাষার মাধ্যমবাংলা-মাধ্যম শিক্ষা
ভাষাবাংলা
আয়তন১ একর
ক্যাম্পাসের ধরনঅনাবাসিক

ইতিহাস

মুসলিম হাই স্কুল স্থানীয় শিক্ষার উন্নয়নের চিন্তা থেকে স্থানীয় শিক্ষনুরাগী ও সমাজহিতৈষী ব্যাক্তিগনের উদ্যাগে ১৯৪৩ সালে প্রতিষ্ঠা লাভ করে।

ক্যাম্পাস

ছাত্রছাত্রীদের কোলাহলে প্রায় ১ একর বিশিষ্ট ক্যাম্পাসটিকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত। স্কুলে রয়েছে ৪ টি ভবন।

শিক্ষক-শিক্ষার্থী

একাডেমিক কোর্স

স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ

বহিঃসংযোগ

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.