দক্ষিণখান থানা

দক্ষিণখান বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন উত্তরের অধীন একটি থানা[1]

দক্ষিণখান থানা
থানা
দক্ষিণখান থানা
বাংলাদেশে দক্ষিণখানের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৩′ উত্তর ৯০°২৭′ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা
জেলাঢাকা
অঙ্গঢাকা মেট্রোপলিটন উত্তর
আয়তন
  মোট১১.০৮ হেক্টর (২৭.৩৮ একর)
জনসংখ্যা
  মোট৫,২৯,৫০০
  জনঘনত্ব১৬০৪৩/কিমি (৪১৫৫০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+০৬:০০)
পোস্ট কোড১২৩০
ওয়েবসাইটদক্ষিণখান ইউনিয়ন

ভৌগোলিক অবস্থান

দক্ষিণখান থানার উত্তরে গাজীপুর সদর উপজেলা, দক্ষিণে খিলক্ষেত থানা, পূর্বে উত্তরখান থানা ও পশ্চিমে বিমানবন্দর থানা অবস্থিত।

ইতিহাস

দক্ষিণখান থানা ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। পূর্বতন "দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদ" থেকে থানার নামকরণ করা হয়।

জনসংখ্যা

দক্ষিণখান থানার জনসংখ্যা প্রায় ৫,২৯,৫০০। অধিবাসীদের গড় শিক্ষার হার ৬৮.৮৭%। পুরুষ ও মহিলাদের মধ্যে এই হার যথাক্রমে ৭৩.৫৭% ও ৬৩.০৬%।

তথ্যসূত্র

  1. আলম, শরীফ খুরশীদ (২০১২)। "দক্ষিণখান থানা"। বাংলাপিডিয়া: বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ (দ্বিতীয় সংস্করণ)। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

উৎস

  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো: দক্ষিণখান ইউনিয়নের মাঠপর্যায়ের প্রতিবেদন (২০০৮)
  • বাংলাদেশ আদমশুমারি (২০০১)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.