কাথরিয়া ইউনিয়ন
কাথরিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
কাথরিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() কাথরিয়া | |
স্থানাঙ্ক: ২২°২′৫৮″ উত্তর ৯১°৫৫′১০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | বাঁশখালী উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | শাহজাহান চৌধুরী |
আয়তন | |
• মোট | ১০.৯৭ কিমি২ (৪.২৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২১,৩৭৯ |
• জনঘনত্ব | ১৯০০/কিমি২ (৫০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৮.৮২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯২ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
কাথরিয়া ইউনিয়নের আয়তন ২৭১০ একর (১০.৯৭ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কাথরিয়া ইউনিয়নের লোকসংখ্যা ২১,৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ১১,১০১ জন এবং মহিলা ১০,২৭৮ জন।[2]
অবস্থান ও সীমানা
বাঁশখালী উপজেলার মধ্যাংশে কাথরিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাহারছড়া ইউনিয়ন, পূর্বে কালীপুর ইউনিয়ন ও বৈলছড়ি ইউনিয়ন, দক্ষিণে সরল ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
কাথরিয়া ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৬নং (ক) ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- হালিয়াপাড়া
- বাগমারা
- মানিকপাঠান
- কাথরিয়া
- পূর্ব কাথরিয়া
- বরইতলী
শিক্ষা ব্যবস্থা
কাথরিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ২৮.৮২%।[1] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- বাগমারা অলি শাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- কোটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কাথরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য কাথরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মানিকপাঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
কাথরিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বৈলছড়ি-কাথরিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
কাথরিয়া ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলেছে জলকদর খাল।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: শাহজাহান চৌধুরী[6]
আরও দেখুন
তথ্যসূত্র
- "বাঁশখালী উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - কাথরিয়া ইউনিয়ন - কাথরিয়া ইউনিয়ন"। kathariaup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - কাথরিয়া ইউনিয়ন - কাথরিয়া ইউনিয়ন"। kathariaup.chittagong.gov.bd।
- "মাদ্রাসা - কাথরিয়া ইউনিয়ন - কাথরিয়া ইউনিয়ন"। kathariaup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41101&union=07%5B%5D
- "টর্নেডো ক্ষতিগ্রস্তদের মাঝে লেয়াকত আলীর নগদ টাকা বিতরণ - BanshkhaliTimes"। ২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।