পুঁইছড়ি ইউনিয়ন
পুঁইছড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
পুঁইছড়ি | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() পুঁইছড়ি | |
স্থানাঙ্ক: ২১°৫৪′৪১″ উত্তর ৯১°৫৭′১৩″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | বাঁশখালী উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ শিবলী নোমান |
আয়তন | |
• মোট | ৪৩.৭৬ কিমি২ (১৬.৯০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৯,২৬৯ |
• জনঘনত্ব | ৯০০/কিমি২ (২৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৭.২৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯১ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
পুঁইছড়ি ইউনিয়নের আয়তন ১০,৮১২ একর (৪৩.৭৬ বর্গ কিলোমিটার)।[1] এটি বাঁশখালী উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পুঁইছড়ি ইউনিয়নের লোকসংখ্যা ৩৯,২৬৯ জন। এর মধ্যে পুরুষ ১৯,৯১৪ জন এবং মহিলা ১৯,৩৫৫ জন।[2]
অবস্থান ও সীমানা
বাঁশখালী উপজেলার দক্ষিণাংশে পুঁইছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৯ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ছনুয়া ইউনিয়ন ও শেখেরখীল ইউনিয়ন, উত্তরে চাম্বল ইউনিয়ন, পূর্বে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন এবং দক্ষিণে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন ও পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
পুঁইছড়ি ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- মধ্যম পুঁইছড়ি
- দক্ষিণ পুঁইছড়ি
- পশ্চিম পুঁইছড়ি
- পূর্ব পুঁইছড়ি
- জঙ্গল পুঁইছড়ি
- দক্ষিণ নাপোড়া
- জঙ্গল নাপোড়া
- পশ্চিম নাপোড়া
শিক্ষা ব্যবস্থা
পুঁইছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ২৭.২৪%।[1] এ ইউনিয়নে ১টি সরকারি কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- মাস্টার নজির আহমেদ সরকারি কলেজ
- মাদ্রাসা
- পুঁইছড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
- দক্ষিণ পুঁইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জঙ্গল নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুঁইছড়ি ইজ্জতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুঁইছড়ি কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুঁইছড়ি ছোবহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুঁইছড়ি মাকছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুঁইছড়ি সুলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুঁইছড়ি হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব পুঁইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
পুঁইছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঁশখালী-পেকুয়া সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে জলকদর খাল।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ শিবলী নোমান[7]
আরও দেখুন
তথ্যসূত্র
- "বাঁশখালী উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - পুঁইছড়ি ইউনিয়ন - পুঁইছড়ি ইউনিয়ন"। puichhariup.chittagong.gov.bd।
- "মাস্টার নজির আহমদ কলেজ - পুঁইছড়ি ইউনিয়ন - পুঁইছড়ি ইউনিয়ন"। puichhariup.chittagong.gov.bd।
- "মাধ্যমিক বিদ্যালয় - পুঁইছড়ি ইউনিয়ন - পুঁইছড়ি ইউনিয়ন"। puichhariup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41101&union=21%5B%5D
- "দর্শনীয়স্থান - পুঁইছড়ি ইউনিয়ন - পুঁইছড়ি ইউনিয়ন"। puichhariup.chittagong.gov.bd।
- "বর্তমান চেয়ারম্যান - পুঁইছড়ি ইউনিয়ন - পুঁইছড়ি ইউনিয়ন"। puichhariup.chittagong.gov.bd।