ধলই ইউনিয়ন

ধলই বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

ধলই
ইউনিয়ন
২নং ধলই ইউনিয়ন পরিষদ
ধলই
বাংলাদেশে ধলই ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৪′৫৩″ উত্তর ৯১°৪৮′১৬″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাহাটহাজারী উপজেলা
সরকার
  চেয়ারম্যানমোহাম্মদ আলমগীর জামান
আয়তন
  মোট১৯.৭১ কিমি (৭.৬১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৯,৩৬৬
  জনঘনত্ব২০০০/কিমি (৫২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬২.৪৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৩৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

ধলই ইউনিয়নের আয়তন ৪৮৭০ একর[1] (১৯.৭১ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ধলই ইউনিয়নের লোকসংখ্যা ৩৯,৩৬৬ জন। এর মধ্যে পুরুষ ১৯,৭৪৭ জন এবং মহিলা ১৯,৬১৯ জন।[1]

অবস্থান ও সীমানা

হাটহাজারী উপজেলার উত্তরাংশে ধলই ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ফরহাদাবাদ ইউনিয়ন, পশ্চিমে ফরহাদাবাদ ইউনিয়ন, দক্ষিণে মির্জাপুর ইউনিয়নগুমানমর্দন ইউনিয়ন এবং পূর্বে হালদা নদীফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নরোসাংগিরী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ধলই ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • পশ্চিম ধলই
  • এনায়েতপুর

[2]

ইতিহাস ও নামকরণ

২নং ধলই হাটহাজারী উপজেলার একটি প্রাচীন ইউনিয়ন। অতীত কালের কোন এক সময় ধলই নামে এক রাজা ছিল। এ রাজার অধীনে ছিল বহু পালোয়ান। রাজার পালোয়ানদের সহযোগিতায় বীর বিক্রমে রাজত্ব করেন। সেই ধলই রাজা ও পালোয়নদের নামের স্মারক রূপে 'ধলই' এর নামকরণ হয়েছে। ধলই ইউনিয়নে বর্তমানেও রাজার দীঘি আছে। তবে কবে ধলই রাজা রাজত্ব করতেন তার হদিস অজ্ঞাত। এনায়েতপুর ও পশ্চিম ধলই মৌজা নিয়ে এই ইউনিয়ন ঘটিত। ত্রিপুরা মহারাজা ধন্য মানিকের রাজত্ব কালে তাঁর নামের অংশ ভ্রংশ ধলই রাজাও ধলই নামের উৎপত্তি হয়েছে বলে প্রবীণদের মুখে প্রচারিত আছে।[3]

শিক্ষা ব্যবস্থা

ধলই ইউনিয়নের সাক্ষরতার হার ৬২.৪৭%।[1] এ ইউনিয়নে ১টি মহিলা কলেজ, ৯টি মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
  • কাটিরহাট মহিলা কলেজ
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
  • এনায়েতপুর উচ্চ বিদ্যালয়
  • কাটিরহাট উচ্চ বিদ্যালয়
  • কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়
  • পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই কদলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই শফিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই সেকান্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই সোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই হাধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ধলই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ধলই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ধলই সাইর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব এনায়েতপুর নুরুল্লাহ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ব্রজধাম রমণী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

[4]

যোগাযোগ ব্যবস্থা

ধলই ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-নাজিরহাট সড়ক। এছাড়া রয়েছে ধলই-বাড়বকুণ্ড সড়ক এবং ধলই-ধর্মপুর সড়ক। চট্টগ্রাম-নাজিরহাট সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া অন্যান্য সড়কে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। সড়ক পথ ছাড়াও ধলই ইউনিয়নে যোগাযোগের জন্য রেলপথ রয়েছে। চট্টগ্রাম-নাজিরহাট রেলপথের কাটিরহাট স্টেশনই রেলযোগে ধলই ইউনিয়নে যোগাযোগের মাধ্যম।

খাল ও নদী

ধলই ইউনিয়নের উত্তর-পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও রয়েছে ধলই সোনাই খাল, ধলই খাল, দুবলী চড়া, বিফুলা চড়া এবং কাটাখালী।[5]

হাট-বাজার

ধলই ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল এনায়েতপুর বাজার এবং কাটিরহাট।[6]

দর্শনীয় স্থান

  • হযরত শাহজাহান শাহ (রহ.)'র মাজার; কাটিরহাটের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
  • কাটিরহাট শহীদ মিনার
  • হযরত গোলাপ শাহ (রহ.)'র দীঘি; কাটিরহাটের পশ্চিম দিকে অবস্থিত।
  • কাজী পাড়া জামে মসজিদ
  • হালদা পাড়

[7]

কৃতী ব্যক্তিত্ব

  • এম হারুন-অর-রশিদ বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
  • ছালেহ আহমদ চৌধুরী – ধলই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান।
  • দিদারুল আলম – প্রাক্তন সচিব।
  • বজলুল করিম চৌধুরী – ধলই ইউনিয়নের প্রথম ডাবল এমএ পাস এবং কাটিরহাট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

[8]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আলমগীর জামান[9]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নংচেয়ারম্যানের নামমেয়াদকাল
০১ছালেহ আহামদ
০২আবদুল হাই
০৩সুলতান আহামদ চৌধুরী
০৪ডাঃ তোফাজ্জল হোসেন চৌধুরী
০৫কাজী নজরুল ইসলাম চৌধুরী
০৬এডভোকেট আবুল বশর চৌধুরী
০৭আবুল কাশেম চৌধুরী
০৮শাহাদাত হোসেন চৌধুরী
০৯এজাহার মিয়া চৌধুরী
১০হারুন অর রশীদ
১১আলহাজ্ব আবুল মনচুর২০১১-২০১৬
১২মোহাম্মদ আলমগীর জামান২০১৬-বর্তমান

[10]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "হাটহাজারী উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd
  3. "ইতিহাস - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd
  4. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41111&union=02%5B%5D
  5. "খাল ও নদী - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd
  6. "হাট বাজারের তালিকা - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd
  7. "দর্শনীয়স্থান - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd
  8. "প্রখ্যাত ব্যক্তিত্ব - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd
  9. "- ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd
  10. "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.