সাতকানিয়া ইউনিয়ন
সাতকানিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
সাতকানিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() সাতকানিয়া | |
স্থানাঙ্ক: ২২°৩′৩৮″ উত্তর ৯২°৩′৩৮″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সাতকানিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ নেজাম উদ্দীন |
আয়তন | |
• মোট | ১৫.২২ কিমি২ (৫.৮৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩২,৮৪৮ |
• জনঘনত্ব | ২২০০/কিমি২ (৫৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৪.৪৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮৬ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সাতকানিয়া ইউনিয়নের আয়তন ৩৭৬১ একর (১৫.২২ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সাতকানিয়া ইউনিয়নের লোকসংখ্যা ৩২,৮৪৮ জন। এর মধ্যে পুরুষ ১৫,৪৮৯ জন এবং মহিলা ১৭,৩৫৯ জন।[1]
অবস্থান ও সীমানা
সাতকানিয়া উপজেলার দক্ষিণাংশে সাতকানিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে সোনাকানিয়া ইউনিয়ন, উত্তরে সাতকানিয়া পৌরসভা ও ছদাহা ইউনিয়ন, পূর্বে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন এবং দক্ষিণে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সাতকানিয়া ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ১৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি ৬টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- দক্ষিণ রূপকানিয়া
- বারদোনা
- ছোট বারদোনা
- চিব্বাড়ী
- হোছাইন নগর
- গরিবার ঝিল
- করইয়া নগর
নামকরণ
ব্রিটিশ শাসনামলে প্রশাসনিক ও বিচার কাজের স্বার্থে এই এলাকায় আদালত ভবন স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিলে বর্তমানে অবস্থিত আদালত ভবনের নামে ৭ কানি ভূমি (২৮০ শতক) পেঠান নামক জনৈক জমিদার সরকারের অনুকূলে হস্তান্তর/দান করায় তৎসময় হতে এ উপজেলার নামকরণ সাতকানিয়া হয় মর্মে জনশ্রুতি আছে।[3]
ইতিহাস
ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম সাতকানিয়া-লোহাগাড়ার অধীনে বর্তমান সাতকানিয়া সদর ইউনিয়ন গঠিত হয়।[3]
শিক্ষা ব্যবস্থা
সাতকানিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৪৮%।[1] এ ইউনিয়নে ১টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- চিব্বাড়ী এম এ মোতালেব কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- করইয়া নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- গরিবার ঝিল লায়লা মকছুদ উচ্চ বিদ্যালয়
- চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়
- বারদোনা শাহ মজিদিয়া মৌলানা আবদুল বারী বালিকা উচ্চ বিদ্যালয়
- বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- দক্ষিণ চিব্বাড়ী মহিলা দাখিল মাদ্রাসা
- বারদোনা আল আমিন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা
- বারদোনা রেফাঈয়া শাহ আকবরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- শাহ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- এস বি টংকাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করইয়া নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গরিবার ঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গারাংগিয়া আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গারাংগিয়া সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চিব্বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছোট বারদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঠাকুরদীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দুর্লভের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব হোছাইন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারদোনা শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বি এইচ সি শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- মাস্টার জাফর আহমদ কেজি স্কুল
যোগাযোগ ব্যবস্থা
সাতকানিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক সাতকানিয়া-বাঁশখালী সড়ক ও সাতকানিয়া-কেঁওচিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সাতকানিয়া ইউনিয়নে ৫২টি মসজিদ, ৯টি ঈদগাহ, ৩টি মন্দির ও ২টি বিহার রয়েছে।
হাট-বাজার
সাতকানিয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল ডেপুটি হাট, শাহ মজিদিয়া বাজার, আকবর হাট এবং ছমদিয়া পুকুর পাড়ের বাজার।[10]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ নেজাম উদ্দীন[12]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মুজিবুর রহমান | |
০২ | মাস্টার আবদুশ শুক্কুর | |
০৩ | মাহফুজুর রহমান | |
০৪ | ওসমান গণি | |
০৫ | মোহাম্মদ নেজাম উদ্দীন | ২০১১-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"। satkaniaup.chittagong.gov.bd।
- "সাতকানিয়া ইউনিয়নের ইতিহাস - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"। satkaniaup.chittagong.gov.bd।
- "কলেজ - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"। satkaniaup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"। satkaniaup.chittagong.gov.bd।
- "মাদ্রাসা - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"। satkaniaup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41120&union=25%5B%5D
- "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"। satkaniaup.chittagong.gov.bd।
- "খাল ও নদী - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"। satkaniaup.chittagong.gov.bd।
- "হাট বাজারের তালিকা - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"। satkaniaup.chittagong.gov.bd।
- "দর্শনীয়স্থান - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"। satkaniaup.chittagong.gov.bd।
- "- সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"। satkaniaup.chittagong.gov.bd।
- "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"। satkaniaup.chittagong.gov.bd।
বহিঃসংযোগ
![]() |
উইকিভ্রমণে সাতকানিয়া ইউনিয়ন সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |